বিশ্বকাপে না ওঠায় চাকরিচ্যুত হলেন দুই দেশের কোচ

দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হয়েছে। ইতোমধ্যে সেই প্রতিযোগিতা থেকে আসন্ন বিশ্বকাপের মূলপর্বে খেলার টিকিট নিশ্চিত করেছে ৬টি দেশ। আরেকটি দল উঠবে প্লে-অফ খেলে। তবে সেই সুযোগ নেই ভেনেজুয়েলা ও পেরুর। বিশ্বকাপের মূলপর্বে ওঠার দৌড় থেকে ছিটকে পড়ায় দেশ দুটির কোচকে বরখাস্ত করা হয়েছে।

লাতিন অঞ্চলের বাছাইয়ে খেলা ভেনেজুয়েলা একমাত্র দেশ যারা কখনোই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। এবারও সেই আশাটুকু বাঁচিয়ে রাখতে শেষ রাউন্ডে কলম্বিয়ার বিপক্ষে তাদের জিততেই হতো। কিন্তু ভেনেজুয়েলা ম্যাচটি হেরে যায় ৬-৩ গোলে। ফলে আরও একবার তাদের বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙে চুরমার হয়েছে। বাছাইয়ের ১৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ভেনেজুয়েলার অবস্থান অষ্টম। সাতে থাকলেই তারা প্লে-অফ খেলে বিশ্বকাপে ওঠার দ্বিতীয় সুযোগটা পেত।

ভেনেজুয়েলার ম্যাচ হারই কেবল তাদের বিশ্বকাপ মিশন থামিয়ে দেয়নি, একইসঙ্গে বলিভিয়া ব্রাজিলকে ১-০ গোলে হারানোয় সপ্তম স্থানটি তাদের দখলে চলে গেছে। ১৮ ম্যাচে ২০ পয়েন্ট পেয়েছে বলিভিয়া। ভেনেজুয়েলার শেষ আশাটুকুও আর বেঁচে না থাকার দায় নিয়ে কোচ ফার্নান্দো বাতিস্তা চাকরি হারিয়েছেন। দেশটির ফুটবল ফেডারেশন ৫৫ বছর বয়সী কোচের ২০ মাসের যাত্রা শেষের বার্তায় লিখেছে, ‘এই চক্রে (বাছাইপর্বে) উদ্দেশ্য পূরণ ও কাঙ্ক্ষিত ফল না মেলায় তাকে বরখাস্ত করা হয়েছে।’



অন্যদিকে, পেরু বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করেছে টেবিলের নয় নম্বরে থেকে। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট মাত্র ১২। তাদের নিচে আছে কেবল চিলি। বাছাইয়ের লড়াই শেষ হওয়ার পরই কোচ ওস্কার ইবানেজের সঙ্গে পথচলায় ইতি টেনেছে পেরু। ৫৮ বছর এই কোচ জর্জ ফোসাতিকে বিদায়ের পর অন্তর্বর্তীকালীন দায়িত্ব পেয়েছিলেন। ইবানেজের অধীনে ৬ ম্যাচে কেবল একটি জয় পেয়েছে পেরু। দেশটি সর্বশেষ ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলেছিল।

প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ২০২৬ বিশ্বকাপের আসর বসবে। যেখানে বাছাইপর্ব খেলে লাতিন আমেরিকা থেকে সরাসরি ৬টি দলের কোটা রাখা হয়েছিল। সবার আগে সেটি নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল। এরপর একে একে ব্রাজিল, ইকুয়েডর, উরুগুয়ে, কলম্বিয়া ও প্যারাগুয়ে বিশ্বকাপের টিকিট কেটেছে। প্লে-অফ খেলে সপ্তম দল হিসেবে একই মিশন সম্পন্ন করার সুযোগ রয়েছে বলিভিয়ার সামনেও।

লাতিন অঞ্চলের ১৮ রাউন্ডের বিশ্বকাপ বাছাইপর্ব শেষে ৩৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে আর্জেন্টিনা। এরপর যথাক্রমে আছে ইকুয়েডর (২৯ পয়েন্ট), উরুগুয়ে (২৮), কলম্বিয়া (২৮), ব্রাজিল (২৮) ও প্যারাগুয়ে (২৮)।

চারটি দলের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে অবস্থান নির্ধারণ হয়েছে তাদের।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

আমরা কি স্বাধীন হয়ে গিয়েছি | ইসলামিক জ্ঞান Sep 12, 2025
পাঞ্জাবের বন্যায় শাহরুখের সহায়তা, ১৫০০ পরিবার পেল জরুরি ত্রাণ Sep 12, 2025
প্রকাশিত হলো ২০২৬ বিশ্বকাপের টিকিট মূল্যতালিকা! Sep 12, 2025
“ভুল স্বীকার করলেই সমাধান” আওয়ামী লীগকে ইঙ্গিত ফখরুলের Sep 12, 2025
শিক্ষক মোনামির কাছে দুঃখ প্রকাশ হামিমের! Sep 12, 2025
দোহায় বিমান হামলা: কাতার বলল আন্তর্জাতিক আইন লঙ্ঘন Sep 12, 2025
img
নেপালের মতো গণ-অভ্যুত্থানের ডাক দিয়ে ১৪ মামলা খেলেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা Sep 12, 2025
img
কক্সবাজারে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের গ্যালারিতে আগুন, সংঘর্ষ Sep 12, 2025
img
বাংলাদেশকে সুপার ফোরে দেখছেন শোয়েব মালিক Sep 12, 2025
img
প্রো কাবাডি খেলতে ভারতে শাহান Sep 12, 2025
img
জাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: ভিপি প্রার্থী আরিফ উল্লাহ Sep 12, 2025
img
ফের জাকসুর ভোট গণনা বন্ধ, চলছে জরুরি সভা Sep 12, 2025
img
চার্লি কার্ক হত্যাকাণ্ডের সন্দেহভাজন ব্যক্তি এখন হেফাজতে: ট্রাম্প Sep 12, 2025
img
বালিতে ভয়াবহ বন্যা, প্রাণহানি ১৪ জনের Sep 12, 2025
img
সমসাময়িক কোনো স্প্রিন্টারের পক্ষে আমার রেকর্ড ভাঙা সম্ভব নয়: উসাইন বোল্ট Sep 12, 2025
img
জাকসুর ভোট গণনা পুনরায় শুরু Sep 12, 2025
img
ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান তারেক রহমানের Sep 12, 2025
img
চবিতে ৭ দাবিতে শিক্ষার্থীদের অনশন, ৫২ ঘণ্টা পর স্থগিত Sep 12, 2025
img
পল্লী বিদ্যুৎ সমিতির গণছুটি কর্মসূচি স্থগিত Sep 12, 2025
img
২ ওভার আগে বাংলাদেশের খেলা শেষ করা দরকার ছিল Sep 12, 2025