দুই বছর আগে যখন আন্দ্রে ওনানা ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন, তখনই ক্লাবটির এক নম্বর গোলকিপার বনে যান তিনি। তবে ইউনাইটেডে যোগ দেয়ার পরই তার পারফরমেন্সে ভাঁটা পড়ে। চলতি মৌসুমে বেলজিয়ান গোলকিপার সেনে ল্যামেন্সকে দলে টানে ইউনাইটেড। তাতেই নিশ্চিত হয়ে যায়, দুই নম্বর গোলকিপার হিসেবেও থাকছেন না ওনানা। যার কারণে ইউনাইটেড ছেড়ে তুর্কির ক্লাবে যোগ দেন ক্যামেরুনের এই গোলকিপার।
২৯ বছর বয়সি ওনানা ইউনাইটেড ছেড়ে তুর্কি সুপার লিগের ক্লাব ট্রাবজনস্পোরে যোগ দিয়েছেন। তবে সেটা পাকাপোক্তভাবে নয়, এক বছরের ধারে সেই ক্লাবে খেলতে গিয়েছেন তিনি।
ইএসপিএন জানিয়েছে, ওনানার এই চুক্তিতে কোনো লোন ফি নেই এবং স্থায়ীভাবে তুর্কি ক্লাবটিতে যাওয়ারও কোনো সুযোগ রাখা হয়নি। অর্থাৎ, আগামী গ্রীষ্মে ম্যানচেস্টারে ফিরবেন ওনানা। এছাড়া ম্যানইউকে তার বেতনও বহন করতে হবে না ধারের সময়।
এদিকে ম্যানইউ এক বিবৃতিতে বলেছে, ‘ম্যানচেস্টার ইউনাইটেড গোলরক্ষক আন্দ্রে ওনানা ২০২৫-২৬ মৌসুমের জন্য আন্তর্জাতিক ছাড়পত্র ও নিবন্ধনের শর্তে ট্রাবজনস্পোরে ধারে যোগ দিয়েছেন। ট্রান্সফারটি শুক্রবার (১২ সেপ্টেম্বর) তুর্কি ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে সম্পন্ন হয়েছে। আমরা আন্দ্রেকে শুভকামনা জানাই।’
ওনানা ২০২৩ সালে ইন্টার মিলান থেকে ৪৩.৮ মিলিয়ন পাউন্ডে (৫৯.১ মিলিয়ন ডলার) ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন। ইউনাইটেডের জার্সিতে ওনানা মোট ১০২টি ম্যাচ খেলেছেন এবং ২০২৪ সালে এফএ কাপ জিতেছেন।
এসএস/এসএন