সৌদিতে প্রথমবারের মতো শুধুমাত্র নারীদের খেলা সম্প্রচারের জন্য একটি টিভি চ্যানেল চালু হয়েছে। দেশটির নারী প্রিমিয়ার লীগ ফুটবলের ম্যাচ এবং অন্যান্য খেলাধুলার ইভেন্ট এই চ্যানেলটি দেখাবে। চ্যানেলটি ২৪ ঘণ্টা খোলা থাকবে এবং প্রতিদিনই নারীদের বিভিন্ন খেলা সম্প্রচারিত হবে।
নতুন চ্যানেলটি চালু করেছে অল ওমেন্স স্পোর্টস নেটওয়ার্ক (এডব্লিউএসএন)। সৌদি আরবের ফুটবল ফেডারেশন এবং জাতীয় ব্রডকাস্টার সৌদি স্পোর্টস কোম্পানির সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ‘এসএসজি এডব্লিউএসএন’ নামের চ্যানেলটির সম্প্রচার এমবিসি শহীদ স্ট্রিমিং প্ল্যাটফর্মে শুক্রবার (১২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে।
ভিশন ২০৩০ অনুযায়ী সৌদিতে নারীদের স্বাধীনতা ও সুযোগ-সুবিধার ক্ষেত্র সম্প্রসারণের অংশ হিসেবে এ চ্যানেলের যাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটিতে নারীরা বর্তমানে আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি স্বাধীন। তারা নিজেই গাড়ি চালাতে পারেন এবং বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণে স্বাধীন।
নারী প্রিমিয়ার লীগের খেলা সম্প্রচারের সঙ্গে সঙ্গে এই চ্যানেলে ইউয়েফা ম্যাচ এবং অন্যান্য আন্তর্জাতিক খেলাও দেখানো হবে। দেশটির বাইরে থেকেও দর্শকরা সরাসরি সৌদির নারী লীগের খেলা দেখতে পারবেন।
এডব্লিউএসএনের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা জর্জ চাং বলেন, “সৌদির নারীদের খেলাধুলাকে বিশ্বমঞ্চে তুলে ধরার মাধ্যমে আমরা শুধু প্রচলিত বাধাগুলো ভাঙছি না, একই সঙ্গে দেশটিতে আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন লীগ ও প্রতিভাকে প্রথমবারের মতো বিশ্বে পরিচয় করিয়ে দিচ্ছি।”
এই নতুন উদ্যোগ সৌদিতে নারী খেলাধুলার বিকাশে একটি নতুন অধ্যায়ের সূচনা করছে। দেশটিতে নারীদের খেলাধুলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি, আন্তর্জাতিক পর্যায়ে তাদের খেলার মান বৃদ্ধি পাবে এবং বিশ্বের নারীদের খেলাধুলার সঙ্গে সৌদির নারীদের সংযোগ আরও দৃঢ় হবে।
ইকে/টিকে