বিশ্বকাপের টিকিট পেতে ২৪ ঘণ্টায় আবেদন দেড় মিলিয়ন!

২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট পেতে প্রাথমিক আবেদন শুরু হয়েছে গত ১০ সেপ্টেম্বর থেকে। ২৪ ঘণ্টা পেরোতেই সেই আবেদন দেড় মিলিয়ন ছাড়িয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। তথ্যমতে- সবচেয়ে বেশি আবেদন এসেছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার সমর্থকদের কাছ থেকে। এর পরের সারিতে রয়েছে আর্জেন্টিনা, কলম্বিয়া, ব্রাজিল, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল ও জার্মানির ভক্তরা।

আসন্ন ২০২৬ বিশ্বকাপের চিফ অপারেটিং অফিসার হেইমো শিরগি জানিয়েছেন, ‘এত বিপুল সংখ্যক আবেদনই প্রমাণ করে, ফিফা বিশ্বকাপ ২০২৬ গোটা বিশ্বে কতটা উত্তেজনা ছড়িয়েছে এবং ফুটবল ইতিহাসে এটি যে এক মাইলফলক হয়ে উঠবে তা নিশ্চিত।’ এই প্রাথমিক আবেদন চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর বাছাইয়ের পর আবেদনকারীদের ই-মেইল দেওয়া হবে ১৯ সেপ্টেম্বর।

পরবর্তীতে ১ অক্টোবর থেকে নির্দিষ্ট দিন ও সময়ের স্লটে ফুটবলভক্তরা টিকিট কিনতে পারবেন। টিকিট কেনার এই প্রক্রিয়ার পুরোটাই হবে অনলাইনে। সরাসরি ক্রয়ের সুযোগ নেই। প্রথম ধাপ শেষে আসন ফাঁকা থাকলে পুনরায় টিকিট বিক্রি সংক্রান্ত তথ্য জানানো হবে ওয়েবসাইটে। এভাবে ২০২৬ সালের ১৯ জুলাই (ফাইনাল) পর্যন্ত টিকিট ক্রয়ের সময়সীমা ঠিক করেছে ফিফা। টিকিটের জন্য আবেদনে ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন করে ফিফা আইডি তৈরি করে নিতে হবে। পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এই ওয়েবসাইটে।

ভিসা প্রি-সেল ড্র সম্পূর্ণভাবে উল্লেখিত ওয়েবসাইটের প্রকাশিত আনুষ্ঠানিক নিয়মের অধীন। আবেদন প্রক্রিয়ায় অংশ নিতে হলে ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। ভক্তরা গ্রুপ-পর্বের টিকিট শুরুতে মাত্র ৬০ মার্কিন ডলার থেকে সংগ্রহ করতে পারবেন। টিকিট বিক্রি শুরুর সময়ই সব ১০৪টি ম্যাচের জন্য একক ম্যাচ টিকিট ছাড়াও ভেন্যু-নির্দিষ্ট ও দল-নির্দিষ্ট টিকিট পাওয়া যাবে। বিশ্বকাপের আয়োজক সংশ্লিষ্টরা জানান, গ্রুপ পর্বের ম্যাচে ৬০ ডলার (প্রায় ৭,৩০৭ টাকা) থেকে শুরু হবে টিকিটের দাম। ক্যাটাগরিভেদে সেই দাম বাড়তে থাকবে।

টিকিটের দাম ফাইনালে বেড়ে হবে ৬,৭৩০ ডলার (প্রায় ৮ লাখ ১৯ হাজার ৬৯৫ টাকা)। তবে চাহিদার ভিত্তিতে টিকিটের দাম ওঠা-নামা করতে পারে বলেও জানা গেছে। বিশ্বকাপ টিকিটের এমন উচ্চমূল্য নিয়েও বেশ সমালোচনা রয়েছে, যেমনটা গত জুনে হওয়া ফিফা ক্লাব বিশ্বকাপেও হয়েছিল। উচ্চমূল্যসহ নানা কারণে ওই টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন ভেন্যুর গ্যালারি ছিল ফাঁকা। অবস্থা বেগতিক দেখে বড় অঙ্কের মূল্য ছাড় দেওয়ার নজিরও দেখা গেছে।

প্রাথমিকভাবে শুধু ভিসা কার্ডধারীরাই টিকিটের জন্য আবেদন করতে পেরেছেন। ৪৮ দল নিয়ে আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে বিশ্বকাপ। মোট ১৬টি ভেন্যুর মধ্যে যুক্তরাষ্ট্রে ১১টি, মেক্সিকোয় ৩টি এবং ২টি কানাডায়। ২০২৬ সালের বিশ্বকাপে ৪৮ দল ও ১০৪ ম্যাচের বৃহৎ আসরে ৬.৫ মিলিয়ন দর্শকের উপস্থিতি থাকবে বলে প্রত্যাশা ফিফার।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
নগর ভবন ৪০ দিন বন্ধ তবুও তেল খরচ, তদন্ত করবে ডিএসসিসি Sep 12, 2025
img
বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানের সক্ষমতা মূল্যয়নে ডিএসসিসির কমিটি গঠন Sep 12, 2025
img
বিদেশি সিনেমা দেখলেই উত্তর কোরিয়ায় ‘ভয়ঙ্কর মৃত্যুদণ্ড’ Sep 12, 2025
চবির ছাত্র আন্দোলনের সবশেষ অবস্থা কী ? Sep 12, 2025
রাজনীতিবিদদের সন্তানদের বিলাসী জীবন নিয়ে ছাত্র-জনতার ক্ষোভ! Sep 12, 2025
img
ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ গড়তে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই : চরমোনাই পীর Sep 12, 2025
img
ম্যানুয়াল পদ্ধতিতেই চলবে ভোট গণনা, ফলাফল আজকের মধ্যেই : নির্বাচন কমিশন Sep 12, 2025
img
রাজধানীতে আ. লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১২ নেতা গ্রেপ্তার Sep 12, 2025
img
হিজাবের কারণে মাঠে হেনস্থার শিকার হয়েছিলেন অজি ক্রিকেটার খাজার মা! Sep 12, 2025
img

নয়াদিল্লিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা সভা

জামায়াত হচ্ছে চিতাবাঘ, কখনও তারা অবস্থান পরিবর্তন করে না: ভারতের সাবেক রাষ্ট্রদূত Sep 12, 2025
img
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নৈশভোজ Sep 12, 2025
আমরা কি স্বাধীন হয়ে গিয়েছি | ইসলামিক জ্ঞান Sep 12, 2025
পাঞ্জাবের বন্যায় শাহরুখের সহায়তা, ১৫০০ পরিবার পেল জরুরি ত্রাণ Sep 12, 2025
প্রকাশিত হলো ২০২৬ বিশ্বকাপের টিকিট মূল্যতালিকা! Sep 12, 2025
“ভুল স্বীকার করলেই সমাধান” আওয়ামী লীগকে ইঙ্গিত ফখরুলের Sep 12, 2025
শিক্ষক মোনামির কাছে দুঃখ প্রকাশ হামিমের! Sep 12, 2025
দোহায় বিমান হামলা: কাতার বলল আন্তর্জাতিক আইন লঙ্ঘন Sep 12, 2025
img
নেপালের মতো গণ-অভ্যুত্থানের ডাক দিয়ে ১৪ মামলা খেলেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা Sep 12, 2025
img
কক্সবাজারে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের গ্যালারিতে আগুন, সংঘর্ষ Sep 12, 2025
img
বাংলাদেশকে সুপার ফোরে দেখছেন শোয়েব মালিক Sep 12, 2025