সমসাময়িক কোনো স্প্রিন্টারের পক্ষে আমার রেকর্ড ভাঙা সম্ভব নয়। তাই আমি এই বিষয় নিয়ে একেবারে নিশ্চিন্ত। এমন মন্তব্য করেছেন উসাইন বোল্ট। জ্যামাইকান কিংবদন্তি আরও বলেন, সম্প্রতি স্প্রিন্টাররা দৌড়ানোর জন্য যে কিটস ব্যবহার করে, তার সময়ে সেটা থাকলে আরও কম সময় নিয়ে রেকর্ড গড়তে পারতেন তিনি।
ট্র্যাক এন্ড ফিল্ডে উসাইন বোল্টের মতো কিংবদন্তির দেখা আবারো মিলবে কিনা তা নিয়ে আছে সংশয়। ১৬ বছর আগে করা ১০০ মিটার স্প্রিন্টে তার রেকর্ড এখনো অক্ষত। একমাত্র স্প্রিন্টার হিসেবে টানা তিন অলিম্পিকে ১০০ ও ২০০ মিটারে স্বর্ণ পদক ধরে রাখা অতি প্রাকৃত কিছুরই ইঙ্গিত বহন করে।
ট্র্যাক এন্ড ফিল্ড থেকে বোল্ট বিদায় নিয়েছেন। অলিম্পিক আর ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের মঞ্চে এখন অন্যরা ঝড় তোলেন। কিন্তু ছাড়িয়ে যেতে পারেনি বোল্টের তীব্রতা। তাই বেশ অহংকার নিয়েই এই কিংবদন্তি বলেন সমসাময়িকদের মাঝে এমন কেউ নেই যে তার রেকর্ডে ভাগ বসাবে।
উসাইন বোল্ট বলেন, ‘আমি মনে করি না আমার রেকর্ড ভাঙার মতো কোনো স্প্রিন্টার বর্তমান সময়ে খেলছে। তাই আমি এই বিষয় নিয়ে মোটেও চিন্তিত নই। তবে আমার বিশ্বাস পৃথিবীতে অনেক প্রতিভাবান অ্যাথলিট আছে। সময়ের সঙ্গে তারা আরও পরিণত হবে। তখন হয়তো এটা ভেঙে যতে পারে। এখন স্প্রিন্টাররা যেটা পড়ে দৌড়ায়, আমার সময় সেটা থাকলেও আরো কম সময় নিয়ে আমি রেকর্ড গড়তে পারতাম।’
ক্যারিয়ারের লম্বা সময় জাস্টিন গ্যাটলিনের সঙ্গে লড়াই চলেছে বোল্টের। সবেশষ ২০১৭ লন্ডন ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সে মার্কিন স্প্রিন্টারের কাছে হারেন লাইটনিং বোল্ট। এজন্য গ্যাটলিনের প্রতি রয়েছে তার আলাদা সম্মান। তবে নিজেকে তার চেয়েও বহু আলাদা ভাবেন জ্যামাইকান কিংবদন্তি।
তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় না জাস্টিন গ্যাটলিনের সঙ্গে নোয়া লাইলসের বিশেষ কোনো পার্থক্য আছে। সুতরাং এটা আলাদা করে দেখার কিছু নয়। গ্যাটলিন বহু বছর ধরে অনেক কিছু চেষ্টা করেছে। এসব নিয়ে আমাকে অনেক কথাও শুনিয়েছে। কিন্তু আমি শুধু নিজের দিকে ফোকাস করেছি।’
সম্প্রতি অস্ট্রেলিয়ান স্প্রিন্টার গাউটকে ঘিরে ব্যাপক শোরগোল। বোল্ট সম্ভাবনা দেখছেন এই তরুণ তুর্কিকে নিয়ে। যেমন তার স্বপ্ন আছে নিজ সন্তানদের ঘিরেও। অবশ্য নেই কোনো উচ্চাশা।
জ্যামাইকান এ স্প্রিন্টার বলেন, ‘আমি সময় সময় প্রত্যাশা করি আমার কোনো সন্তান অ্যাথলিট হবে। ট্র্যাক এন্ড ফিল্ডে তারা দৌড়াবে। আমি জানি না শেষ পর্যন্ত তারা কি করবে। এখন পর্যন্ত কারো মাঝে এমন কোরো প্রতিভাও লক্ষ্য করিনি। কিন্তু আশা করি হয়তো একদিন কিছু একটা হবে।’
খেলোয়াড়ী জীবনে স্বদেশি ইয়োহান ব্লেকের সঙ্গেও তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছিল উসাইন বোল্টের।
ইএ/টিকে