এশিয়া কাপ ২০২৫-এ শ্রীলঙ্কা দল আত্মবিশ্বাসী মেজাজ নিয়ে মাঠে নামছে। দলটির অধিনায়ক চারিথ আশালঙ্কা মনে করেন, টি-টোয়েন্টি সংস্করণে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ায় মানসিকভাবে তাদের শক্তি বাড়বে। আজ শনিবার বাংলাদেশের বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচে এই আত্মবিশ্বাস কাজে লাগাতে চায় শ্রীলঙ্কা।
ম্যাচের আগের দিন আশালঙ্কা বলেন, ‘মানসিকভাবে, আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এই সত্যটি আমাদের জন্য বড় সুবিধা।
অনেক খেলোয়াড় আগের সংস্করণ থেকে দলের সঙ্গে আছেন। চ্যাম্পিয়ন হওয়া আমাদের বিশ্বাস জোগায়, আর খেলোয়াড়রা এটিকে মোটিভেশন হিসেবে ব্যবহার করছে।’ তিনি আবুধাবির ব্যাটিং কন্ডিশনের প্রসঙ্গেও আশাবাদ ব্যক্ত করেন। ‘যদি অন্য ভেন্যুর সঙ্গে তুলনা করি, আবুধাবির পিচ ব্যাটসম্যানদের জন্য সেরা।
বল নরম হলে খেলা অনেক সহজ হয়, আউটফিল্ডও চমৎকার। প্রত্যেক ব্যাটসম্যান এখানে ব্যাট করতে চাইবে।’ শ্রীলঙ্কা এবং বাংলাদেশ ইতিমধ্যে এই বছরে একাধিক সিরিজ খেলেছে। তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওডিআই এবং দুইটি টেস্টে মুখোমুখি হয়েছে তারা। শ্রীলঙ্কা ওডিআই এবং টেস্ট সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজে হেরেছে বাংলাদেশের কাছে।
এশিয়া কাপের ফরম্যাট আইসিসি বিশ্বকাপের সময়সূচির ওপর নির্ভর করে টি-টোয়েন্টি বা ওয়ানডে ফরম্যাটে হয়। ২০২৩ সালে ভারত ওয়ানডে সংস্করণে এশিয়া কাপ জিতেছিল। অন্যদিকে, শ্রীলঙ্কা ২০২২ সালে জিতে এখনো টি-টোয়েন্টি এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন।
ইকে/টিএ