এশিয়া কাপের ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছে পাকিস্তান ও ভারত। আগামীকাল চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল মুখোমুখি হবে। তবে সাবেক ভারতীয় বোলার অতুল ওয়াসান মনে করেন, দুই দলের মধ্যে গুণগত পার্থক্য এতটাই বড় যে, ভারতের ‘বি’ দলও সালমান আঘার নেতৃত্বাধীন পাকিস্তান দলকে সহজেই হারাতে পারবে।
ওয়াসান বলেন, ‘রোহিত শর্মা এবং বিরাট কোহলির অনুপস্থিতি ভারতের জন্য কোনো সমস্যা হয়নি।
বর্তমানে ভারতীয় দলের এমন সমৃদ্ধি সিলেক্টরদের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে -কাকে রাখবেন, কাকে বাদ দেবেন তা ঠিক করা কঠিন।’
তিনি আরো যোগ করেন, ‘৯০-এর দশকে আমরা যখন খেলতাম, পাকিস্তান খুবই শক্তিশালী দল ছিল। এখন পরিস্থিতি পাল্টেছে। আমি রোহিত এবং কোহলিকে মিস করব না, তাহলে সুনীল গাভাস্কার ও কপিল দেবকেও মিস করা শুরু করতে হবে।
দ্য কিং ইজ ডেড, লং লিভ দ্য কিং। সময় এগোচ্ছে, নতুন সুপারস্টার আসছে। এটাই খেলাধুলার নিয়ম।’
সাবেক ভারতীয় লেগ স্পিনার পিউষ চাওলাও ওয়াসানের মতামতকে সমর্থন করেছেন।
তিনি বলেন, ‘বর্তমান ভারতীয় দল রোহিত ও কোহলি যুগের পরও অবিশ্বাস্যভাবে ভালো করছে। এমনকি টপ ফাইভ বিশ্ব টি-টোয়েন্টি বোলার আর্শদীপও প্লেয়িং ইলেভেনে সুযোগ পাচ্ছেন না। এই দলটি খুবই সজ্জিত। একজন খেলোয়াড় চলে যায়, আরেকজন আসে-এটাই খেলাধুলার নিয়ম।’
চাওলা আরও উল্লেখ করেন, ‘বর্তমান ভারতীয় দল অভিজ্ঞতায় পরিপূর্ণ।
তারা আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটের চাপ সামলাতে জানে, তাই বড় মঞ্চেও ভালো করবে।’
পিএ/টিএ