শচীন টেন্ডুলকারের নাকচ

বিসিসিআই সভাপতির দৌড়ে হরভজন সিং

কয়েকদিন আগেই শোনা যাচ্ছিল ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার হতে পারেন দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের প্রধান। সম্প্রতি তিনি সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। এবার একই গুঞ্জন শুরু হয়েছে আরেক সাবেক ভারতীয় তারকা হরভজন সিংকে নিয়ে। পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন (পিসিএ) ৪৫ বছর বয়সী এই তারকাকে মনোনয়ন দেওয়ায় সেই আলোচনা আরও জোরালো হয়েছে।

ভারতের হয়ে সব ফরম্যাট মিলিয়ে ৩৬৭টি ম্যাচ খেলেছেন হরভজন। তাকে নিয়ে মনোনয়ন দেওয়ার তথ্য প্রকাশ করেছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ, তবে এখনও পিসিএ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বিভিন্ন রাজ্যের ক্রিকেট সংস্থার অনুমোদন পেলেই কেবল বিসিসিআইয়ের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকছে। এর আগেও ভারতীয় সরকারি দল বিজেপি ক্রীড়াঙ্গনে সফল ব্যক্তিত্বদের বিভিন্ন সংস্থায় দায়িত্ব দিতে আগ্রহ দেখা গেছে।



এর আগে সৌরভ গাঙ্গুলি ও রজার বিন্নি উভয়েই ভারতের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে এই নীতির সুফল পেয়ে বিসিসিআই সভাপতি পদে আসীন হয়েছিলেন। হরভজনকে নিয়ে গুঞ্জন শুরুর পর ক্রিকবাজ তার সঙ্গে যোগাযোগ করতে চায়, তবে ফোনকল ও বার্তায় সাড়া দেননি তিনি। ফলে সত্যটা নিশ্চিত হতে দুই সপ্তাহের অপেক্ষায় থাকতে হচ্ছে, যখন প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে। বিসিসিআইয়ের নির্বাচনী কর্মকর্তা একে জোতির ঘোষণায় বলা হয়েছে, মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা ২০ থেকে ২১ সেপ্টেম্বর। ভোটগ্রহণ হবে ২৮ সেপ্টেম্বর।

অতীতে বিসিসিআই বা এর সদস্য সংস্থার কোনো নির্বাচিত পদে ছিলেন কি না তা প্রার্থীদের বলা হয়েছে নির্বাচনী কর্মকর্তার নির্দেশনায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রতিনিধিকে একটি তথ্যপত্রে (ইনফরমেশন শিট) পূর্বে বা বর্তমানে বিসিসিআই এবং/অথবা বিসিসিআইয়ের কোনো পূর্ণ সদস্য সংস্থায় পালন করা সমস্ত নির্বাচিত পদ ও তাদের মেয়াদ উল্লেখ করতে হবে। এই তথ্য নির্ধারিত ফরম ‘সি’-তে পূরণ করতে হবে, যা সংশ্লিষ্ট প্রতিনিধির স্বাক্ষরিত এবং নোটারি/শপথ কমিশনার কর্তৃক প্রত্যয়িত হতে হবে।’ 

বিসিসিআইয়ের আসন্ন নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সচিব, যুগ্ম সচিব ও কোষাধ্যক্ষ-এই পাঁচ পদে ভোটগ্রহণ করা হবে। তবে সম্প্রতি অনুষ্ঠিত বিসিসিআই এজিএমের ধারা অনুসারে এসব পদে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা কম। বর্তমান সচিব দেবজ্যোতি সাইকিয়া, কোষাধ্যক্ষ প্রভতেজ সিং ভাটিয়া ও যুগ্ম সচিব রোহন দেসাই যথাক্রমে তাদের পদে বহাল থাকবেন বলেই ধারণা করা হচ্ছে। 

নির্বাচনের সূচি অনুযায়ী, গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) ছিল রাজ্য ক্রিকেট সংস্থাগুলোর প্রতিনিধি মনোনয়নের শেষ দিন। এই প্রতিনিধিরাই এজিএমে উপস্থিত থাকবেন এবং প্রয়োজনে ভোট দেবেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) তাদের তালিকা প্রকাশ হওয়ার কথা। মনোনয়ন জমার (২০-২১ সেপ্টেম্বর) পর ২২ সেপ্টেম্বর হবে যাচাই-বাছাই। ২৩ সেপ্টেম্বর প্রার্থীরা চাইলে মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ভোটগ্রহণ ও গণনা হবে ২৮ সেপ্টেম্বর।

এর আগে শচীন টেন্ডুলকারের ব্যবস্থাপক প্রতিষ্ঠান এসআরটি স্পোর্টস ম্যানেজমেন্ট এক বিবৃতিতে জানায়, ‘শচীন টেন্ডুলকারকে বিসিসিআইয়ের সভাপতি পদের জন্য বিবেচনা ও মনোনয়ন প্রদানসংক্রান্ত গুঞ্জন ও খবরের দিকে আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। আমরা সুস্পষ্টভাবে জানাতে চাই যে এ ধরনের কোনো কিছুই ঘটেনি। আমরা সবাইকে ভিত্তিহীন গুঞ্জনকে প্রতিষ্ঠিত করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’ 

ইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
৫ দফা দাবিতে ঢাকায় জামায়াতসহ ৮ দলের সমাবেশ দুপুরে Nov 11, 2025
img
গাজায় ত্রাণ আটকে দিচ্ছে ইসরায়েল, জাতিসংঘের অভিযোগ Nov 11, 2025
img
দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর Nov 11, 2025
img
সেবা প্রাপ্তি সহজ করতে ৭ দফা নির্দেশনা জারি গণপূর্ত মন্ত্রণালয়ের Nov 11, 2025
img
সাজতে ভালবাসি, নিন্দা করুক কেউ: সাবিত্রী চট্টোপাধ্যায় Nov 11, 2025
img
ট্রাম্পের মধ্যস্থতায় স্বাক্ষরিত শান্তি চুক্তি স্থগিত করল থাইল্যান্ড Nov 11, 2025
img
বিশ্বের সবাই ট্রাম্পকে ভয় পায়, আমি পাই না: জেলেনস্কি Nov 11, 2025
img
ধর্মেন্দ্র’র শারীরিক অবস্থা স্থিতিশীল, চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে Nov 11, 2025
img
ঢাকা-৯ আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন তাসনিম জারা Nov 11, 2025
img
যা ভাগ্যে লেখা, সেটাই ঘটে: কারিশমা কাপুর Nov 11, 2025
img
মাঝে মাঝে ভেঙেছি, তবু থামিনি: পার্থ বেরা Nov 11, 2025
img
শেখ হাসিনা তো ভারতে পালিয়েছেন, তারেক পালাবেন কোথায়: নাসীরুদ্দীন পাটওয়ারী Nov 11, 2025
img
সরকারি চাকরিজীবীদের বেতন থেকে আয়কর কাটার নতুন নির্দেশনা Nov 11, 2025
img
ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে Nov 11, 2025
img
ফ্রান্সের দল থেকে ছিটকে গেলেন মুয়ানি Nov 11, 2025
img
দূষিত শহরের তালিকায় শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান চতুর্থ Nov 11, 2025
img
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ২ Nov 11, 2025
img
শুভশ্রীর সম্মান যেন নষ্ট না হয়: দেব Nov 11, 2025
img
১১ নভেম্বর: ইতিহাসের এই দিনে কী ঘটেছিল Nov 11, 2025
img
পঞ্চগড়ে শীতের আগমনী হাওয়া, তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে Nov 11, 2025