শচীন টেন্ডুলকারের নাকচ

বিসিসিআই সভাপতির দৌড়ে হরভজন সিং

কয়েকদিন আগেই শোনা যাচ্ছিল ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার হতে পারেন দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের প্রধান। সম্প্রতি তিনি সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। এবার একই গুঞ্জন শুরু হয়েছে আরেক সাবেক ভারতীয় তারকা হরভজন সিংকে নিয়ে। পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন (পিসিএ) ৪৫ বছর বয়সী এই তারকাকে মনোনয়ন দেওয়ায় সেই আলোচনা আরও জোরালো হয়েছে।

ভারতের হয়ে সব ফরম্যাট মিলিয়ে ৩৬৭টি ম্যাচ খেলেছেন হরভজন। তাকে নিয়ে মনোনয়ন দেওয়ার তথ্য প্রকাশ করেছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ, তবে এখনও পিসিএ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বিভিন্ন রাজ্যের ক্রিকেট সংস্থার অনুমোদন পেলেই কেবল বিসিসিআইয়ের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকছে। এর আগেও ভারতীয় সরকারি দল বিজেপি ক্রীড়াঙ্গনে সফল ব্যক্তিত্বদের বিভিন্ন সংস্থায় দায়িত্ব দিতে আগ্রহ দেখা গেছে।



এর আগে সৌরভ গাঙ্গুলি ও রজার বিন্নি উভয়েই ভারতের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে এই নীতির সুফল পেয়ে বিসিসিআই সভাপতি পদে আসীন হয়েছিলেন। হরভজনকে নিয়ে গুঞ্জন শুরুর পর ক্রিকবাজ তার সঙ্গে যোগাযোগ করতে চায়, তবে ফোনকল ও বার্তায় সাড়া দেননি তিনি। ফলে সত্যটা নিশ্চিত হতে দুই সপ্তাহের অপেক্ষায় থাকতে হচ্ছে, যখন প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে। বিসিসিআইয়ের নির্বাচনী কর্মকর্তা একে জোতির ঘোষণায় বলা হয়েছে, মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা ২০ থেকে ২১ সেপ্টেম্বর। ভোটগ্রহণ হবে ২৮ সেপ্টেম্বর।

অতীতে বিসিসিআই বা এর সদস্য সংস্থার কোনো নির্বাচিত পদে ছিলেন কি না তা প্রার্থীদের বলা হয়েছে নির্বাচনী কর্মকর্তার নির্দেশনায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রতিনিধিকে একটি তথ্যপত্রে (ইনফরমেশন শিট) পূর্বে বা বর্তমানে বিসিসিআই এবং/অথবা বিসিসিআইয়ের কোনো পূর্ণ সদস্য সংস্থায় পালন করা সমস্ত নির্বাচিত পদ ও তাদের মেয়াদ উল্লেখ করতে হবে। এই তথ্য নির্ধারিত ফরম ‘সি’-তে পূরণ করতে হবে, যা সংশ্লিষ্ট প্রতিনিধির স্বাক্ষরিত এবং নোটারি/শপথ কমিশনার কর্তৃক প্রত্যয়িত হতে হবে।’ 

বিসিসিআইয়ের আসন্ন নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সচিব, যুগ্ম সচিব ও কোষাধ্যক্ষ-এই পাঁচ পদে ভোটগ্রহণ করা হবে। তবে সম্প্রতি অনুষ্ঠিত বিসিসিআই এজিএমের ধারা অনুসারে এসব পদে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা কম। বর্তমান সচিব দেবজ্যোতি সাইকিয়া, কোষাধ্যক্ষ প্রভতেজ সিং ভাটিয়া ও যুগ্ম সচিব রোহন দেসাই যথাক্রমে তাদের পদে বহাল থাকবেন বলেই ধারণা করা হচ্ছে। 

নির্বাচনের সূচি অনুযায়ী, গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) ছিল রাজ্য ক্রিকেট সংস্থাগুলোর প্রতিনিধি মনোনয়নের শেষ দিন। এই প্রতিনিধিরাই এজিএমে উপস্থিত থাকবেন এবং প্রয়োজনে ভোট দেবেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) তাদের তালিকা প্রকাশ হওয়ার কথা। মনোনয়ন জমার (২০-২১ সেপ্টেম্বর) পর ২২ সেপ্টেম্বর হবে যাচাই-বাছাই। ২৩ সেপ্টেম্বর প্রার্থীরা চাইলে মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ভোটগ্রহণ ও গণনা হবে ২৮ সেপ্টেম্বর।

এর আগে শচীন টেন্ডুলকারের ব্যবস্থাপক প্রতিষ্ঠান এসআরটি স্পোর্টস ম্যানেজমেন্ট এক বিবৃতিতে জানায়, ‘শচীন টেন্ডুলকারকে বিসিসিআইয়ের সভাপতি পদের জন্য বিবেচনা ও মনোনয়ন প্রদানসংক্রান্ত গুঞ্জন ও খবরের দিকে আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। আমরা সুস্পষ্টভাবে জানাতে চাই যে এ ধরনের কোনো কিছুই ঘটেনি। আমরা সবাইকে ভিত্তিহীন গুঞ্জনকে প্রতিষ্ঠিত করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’ 

ইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
পদত্যাগ করলেন জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্য ড. স্নিগ্ধা Sep 13, 2025
img
শ্রীলেখাকে বয়কট ইস্যুতে নীরব পুলিশ, পদক্ষেপ নিল আদালত Sep 13, 2025
img
অবশেষে শেষ হলো জাকসুর ভোট গণনা Sep 13, 2025
img
সড়ক দুর্ঘটনায় ১১ বছরে প্রাণহানি ৮৬ হাজারের বেশি Sep 13, 2025
img
জামায়াত আমিরের উদ্দেশে নীলা ইসরাফিলের বার্তা Sep 13, 2025
img
আজ রাতেই প্রকাশিত হবে চাকসু নির্বাচনের সংশোধিত ভোটার তালিকা Sep 13, 2025
img
একাত্তর সম্মানের, জুলাইও অস্বীকার করা যাবে না : মাওলানা হালিম Sep 13, 2025
img
সুনামগঞ্জে কার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ Sep 13, 2025
img
হঠাৎ মণিপুর সফরে গেলেন প্রধানমন্ত্রী মোদি! Sep 13, 2025
img
নেপালের নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা Sep 13, 2025
img
ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে এনসিপি নাই হয়ে গেছে : মোস্তফা ফিরোজ Sep 13, 2025
img
গ্রুপ অব ডেথে বাংলাদেশ নয়, শোয়েবের পছন্দ অন্য দুটি দল! Sep 13, 2025
img
মাহফুজ আলমের গাড়িতে ডিম নিক্ষেপ, ক্ষোভ প্রকাশ রাশেদ খাঁনের Sep 13, 2025
img
৩৩ বছর জাকসু হয়নি, অভিজ্ঞতা কম থাকায় ফল প্রকাশে সময় লাগছে: জাবি প্রক্টর Sep 13, 2025
img
এমপি-মন্ত্রী হওয়ার জন্য পাগল হবেন না : গয়েশ্বর Sep 13, 2025
img
জাকসুর ১৯ কেন্দ্রের ভোট গণনা শেষ Sep 13, 2025
img
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার বিরুদ্ধে মশাল মিছিল Sep 13, 2025
img
রাকসু: মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, কাল চূড়ান্ত প্রার্থিতা প্রকাশ Sep 13, 2025
img
৫ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব: বাণিজ্য উপদেষ্টা Sep 13, 2025
img
কুয়েতে বাংলাদেশিসহ ৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর Sep 13, 2025