মোহামেডানের হয়ে জেতা পুরস্কার আবাহনীর জার্সিতে নিলেন দিয়াবাতে

২০২৪-২৫ মৌসুম শেষ হয়েছে তিন মাসের বেশি। দিন পাঁচেক পর শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। ফেডারেশন কাপের ড্রয়ের দিন বাফুফের লিগ কমিটি সদ্য সমাপ্ত লিগের ব্যক্তিগত কয়েকটি পুরস্কার দিয়েছে।

গোলের খেলা ফুটবল। লিগের সর্বোচ্চ গোলদাতার আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি ছিল না বাফুফের। নানা সমালোচনার পর গত মৌসুম থেকে বাফুফে সর্বোচ্চ গোলদাতা, সেরা খেলোয়াড়, সেরা গোলরক্ষকের পুরস্কারের রীতি চালু করেছে। রহমতগঞ্জের ঘানাইয়ান ফরোয়ার্ড স্যামুয়েল বোয়েটাং ১৯ গোল করে গত লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। তিনি রহমতগঞ্জ থেকে এবার দল বদল করে মোহামেডানে এসেছেন। আজ অনুষ্ঠানে মোহামেডানের জার্সি পড়ে গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতার ক্রেস্ট গ্রহণ করেছেন।

গত মৌসুমে সেরা গোলরক্ষক মিতুল মারমা আবাহনীতে থাকলেও সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়া মোহামেডানের দিয়াবাতে এবার আবাহনীতে গেছেন। আজকের অনুষ্ঠানে তিনি না আসায় তার পুরস্কার মোহামেডান না আবাহনীর কর্মকর্তা নেবেন এটা নিয়ে খানিকটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। সুলেমান যেহেতু আবাহনীতে শেষ পর্যন্ত আবাহনীর প্রতিনিধি মানস দাস ধলু দিয়াবাতের হয়ে ক্রেস্ট গ্রহণ করেন। মঞ্চে বসে মোহামেডানের কর্মকর্তা রসিকতার সুরে বলছিলেন, 'মোহামেডানের হয়ে সেরা খেলোয়াড় হলো অথচ পুরস্কার নিচ্ছে আবাহনী।'



সর্বোচ্চ গোলদাতার ক্রেস্ট হাতে নিয়ে বোয়েটাং বলেন, 'এটি আমার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি। ২০২১ সালে ঘানার দ্বিতীয় স্তরের লিগে ২১ গোর করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলাম। বাংলাদেশে প্রথম মৌসুম ছিল গতবার। প্রথমেই সর্বোচ্চ গোলদাতা হতে পারব ভাবিনি। এখন ক্লাব বদল করে মোহামেডানে এসেছি। এখানেও সর্বোচ্চ গোলদাতা হতে চাই।'

ফেডারেশন কাপের ড্র এবং গত লিগের ব্যক্তিগত পুরস্কার প্রদানের পর সাংবাদিকদের প্রশ্ন উত্তর পর্ব ছিল। সেখানে প্রথম প্রশ্নই ছিল এক ক্লাবের হয়ে অর্জন করে আরেক ক্লাবের জার্সিতে পুরস্কার গ্রহণ। চ্যাম্পিয়ন, রানার্স আপ ট্রফি যেমন খেলার পর মাঠেই দেয়া হয় এই পুরস্কারগুলোও মাঠে বা মৌসুম শেষের পরপর প্রদান করা হয় না কেন এমন প্রশ্নের উত্তরে লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বলেন, 'সর্বোচ্চ গোলদাতা, সেরা খেলোয়াড় একেবারে শেষ রাউন্ড পর্যন্ত হিসাব চলে। এক সঙ্গে পাঁচ ভেন্যুতে খেলা হয়। ফলে এটি তখনই দেয়া সম্ভব হয় না।'

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ। সেই লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন পিডব্লিউডি’র মিনহাজুল করিম স্বাধীন। ৮ গোল করা এই ফুটবলার বলেন, 'আরেকটি পুরস্কার পেয়ে ভালোই লাগছে। বিসিএলের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছিলাম। আমার মতো শীতলও আট গোল করেছে।’ কম্পিটিশন ম্যানেজার ঘোষণার সময় যৌথ গোলদাতার কথা বললেও আনুষ্ঠানিক বিবৃতিতে অবশ্য শুধু স্বাধীনের নামই রয়েছে।

২৩ বছর পর গত বছর লিগ চ্যাম্পিয়ন হয়েছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেই মোহামেডানের শিরোপা জয়ের কারিগর আলফাজ আহমেদ পেয়েছেন লিগ সেরা কোচের স্বীকৃতি। ক্যারিয়ারে খেলোয়াড় হিসেবে ফেডারেশনের অনেক ক্রেস্টই পেয়েছেন। কোচ হিসেবে আলফাজের এটাই আনুষ্ঠানিক ক্রেস্ট ফেডারেশনের পক্ষ থেকে।

বাফুফে আগে অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠান করত। এক দশকের বেশি সময় সেই অনুষ্ঠান হয় না। আজ পুরস্কার প্রদানের পর অ্যাওয়ার্ড নাইট নিয়েও প্রশ্ন উঠেছিল। এ নিয়ে লিগ কমিটির চেয়ারম্যানে উত্তর, 'মাঠেই ট্রফি প্রদানের দাবি ছিল যেন মাঠেই উৎসব করতে পারবেন ফুটবলাররা। এজন্য মাঠেই ট্রফি প্রদান করা হচ্ছে। মাঠে ট্রফি প্রদানের পর আর আলাদা নাইট অনুষ্ঠান করার সুযোগ সেই অর্থে থাকে না।'

এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
জাকসুর ভিপি জিতুর ছাত্রলীগ থেকে পদত্যাগের কারণ ফাঁস Sep 14, 2025
img
সেই ফাইয়াজের ভাই এবার জাকসুর জিএস Sep 13, 2025
img
ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া ফারজানা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার Sep 13, 2025
img
জনপ্রিয় সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই Sep 13, 2025
হাইকমিশনের খালি গাড়িতে ডিম নিক্ষেপ, নিরাপদেই ছিলেন মাহফুজ আলম Sep 13, 2025
‘ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে’ Sep 13, 2025
img
লিটমাস টেস্টের ফল কী বার্তা দিচ্ছে? Sep 13, 2025
img
চীনা বাণিজ্য সম্মেলনে যোগ দিল বাংলাদেশি প্রতিনিধি দল Sep 13, 2025
img
পিআর পদ্ধতি সাধারণ মানুষ বোঝে না: মাহমুদুর রহমান মান্না Sep 13, 2025
img
পাকিস্তানে সংঘর্ষে প্রাণ গেল অন্তত ১৯ সৈন্যের Sep 13, 2025
img
দেড় কোটি টাকা কানাডায় মেয়ের কাছে পাচার, অভিযোগে ও আলোচনায় সাবেক প্রধান শাহীনুল Sep 13, 2025
img
ফের শক্তিশালী বৃষ্টিবলয়ে প্রবেশ করছে দেশ Sep 13, 2025
img
জাকসুর ফলাফল ঘোষণায় এত সময় লাগার কারণ Sep 13, 2025
img
জাকের ও শামিমের ব্যাটে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ Sep 13, 2025
‘আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা জানি, গোপালগঞ্জে দেখে এসেছি’ Sep 13, 2025
img
ছেলে ভিপি নির্বাচিত হওয়ায় গর্বিত সাদিক কায়েমের বাবা Sep 13, 2025
img
জুবিমেন্দির জোড়াগোলে আর্সেনালের দাপুটে জয় Sep 13, 2025
img
বিসিবির দায়িত্ব নিয়ে আবেগ প্রকাশ করলেন সাইমন টাফেল Sep 13, 2025
img
গতানুগতিক ধারার ভোটে ফের ফ্যাসিস্ট তৈরি হবে, টাকা পাচার হবে : রেজাউল করীম Sep 13, 2025
img
জামায়াত আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না: মাসুদ সাঈদী Sep 13, 2025