মোহামেডানের হয়ে জেতা পুরস্কার আবাহনীর জার্সিতে নিলেন দিয়াবাতে

২০২৪-২৫ মৌসুম শেষ হয়েছে তিন মাসের বেশি। দিন পাঁচেক পর শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। ফেডারেশন কাপের ড্রয়ের দিন বাফুফের লিগ কমিটি সদ্য সমাপ্ত লিগের ব্যক্তিগত কয়েকটি পুরস্কার দিয়েছে।

গোলের খেলা ফুটবল। লিগের সর্বোচ্চ গোলদাতার আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি ছিল না বাফুফের। নানা সমালোচনার পর গত মৌসুম থেকে বাফুফে সর্বোচ্চ গোলদাতা, সেরা খেলোয়াড়, সেরা গোলরক্ষকের পুরস্কারের রীতি চালু করেছে। রহমতগঞ্জের ঘানাইয়ান ফরোয়ার্ড স্যামুয়েল বোয়েটাং ১৯ গোল করে গত লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। তিনি রহমতগঞ্জ থেকে এবার দল বদল করে মোহামেডানে এসেছেন। আজ অনুষ্ঠানে মোহামেডানের জার্সি পড়ে গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতার ক্রেস্ট গ্রহণ করেছেন।

গত মৌসুমে সেরা গোলরক্ষক মিতুল মারমা আবাহনীতে থাকলেও সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়া মোহামেডানের দিয়াবাতে এবার আবাহনীতে গেছেন। আজকের অনুষ্ঠানে তিনি না আসায় তার পুরস্কার মোহামেডান না আবাহনীর কর্মকর্তা নেবেন এটা নিয়ে খানিকটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। সুলেমান যেহেতু আবাহনীতে শেষ পর্যন্ত আবাহনীর প্রতিনিধি মানস দাস ধলু দিয়াবাতের হয়ে ক্রেস্ট গ্রহণ করেন। মঞ্চে বসে মোহামেডানের কর্মকর্তা রসিকতার সুরে বলছিলেন, 'মোহামেডানের হয়ে সেরা খেলোয়াড় হলো অথচ পুরস্কার নিচ্ছে আবাহনী।'



সর্বোচ্চ গোলদাতার ক্রেস্ট হাতে নিয়ে বোয়েটাং বলেন, 'এটি আমার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি। ২০২১ সালে ঘানার দ্বিতীয় স্তরের লিগে ২১ গোর করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলাম। বাংলাদেশে প্রথম মৌসুম ছিল গতবার। প্রথমেই সর্বোচ্চ গোলদাতা হতে পারব ভাবিনি। এখন ক্লাব বদল করে মোহামেডানে এসেছি। এখানেও সর্বোচ্চ গোলদাতা হতে চাই।'

ফেডারেশন কাপের ড্র এবং গত লিগের ব্যক্তিগত পুরস্কার প্রদানের পর সাংবাদিকদের প্রশ্ন উত্তর পর্ব ছিল। সেখানে প্রথম প্রশ্নই ছিল এক ক্লাবের হয়ে অর্জন করে আরেক ক্লাবের জার্সিতে পুরস্কার গ্রহণ। চ্যাম্পিয়ন, রানার্স আপ ট্রফি যেমন খেলার পর মাঠেই দেয়া হয় এই পুরস্কারগুলোও মাঠে বা মৌসুম শেষের পরপর প্রদান করা হয় না কেন এমন প্রশ্নের উত্তরে লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বলেন, 'সর্বোচ্চ গোলদাতা, সেরা খেলোয়াড় একেবারে শেষ রাউন্ড পর্যন্ত হিসাব চলে। এক সঙ্গে পাঁচ ভেন্যুতে খেলা হয়। ফলে এটি তখনই দেয়া সম্ভব হয় না।'

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ। সেই লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন পিডব্লিউডি’র মিনহাজুল করিম স্বাধীন। ৮ গোল করা এই ফুটবলার বলেন, 'আরেকটি পুরস্কার পেয়ে ভালোই লাগছে। বিসিএলের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছিলাম। আমার মতো শীতলও আট গোল করেছে।’ কম্পিটিশন ম্যানেজার ঘোষণার সময় যৌথ গোলদাতার কথা বললেও আনুষ্ঠানিক বিবৃতিতে অবশ্য শুধু স্বাধীনের নামই রয়েছে।

২৩ বছর পর গত বছর লিগ চ্যাম্পিয়ন হয়েছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেই মোহামেডানের শিরোপা জয়ের কারিগর আলফাজ আহমেদ পেয়েছেন লিগ সেরা কোচের স্বীকৃতি। ক্যারিয়ারে খেলোয়াড় হিসেবে ফেডারেশনের অনেক ক্রেস্টই পেয়েছেন। কোচ হিসেবে আলফাজের এটাই আনুষ্ঠানিক ক্রেস্ট ফেডারেশনের পক্ষ থেকে।

বাফুফে আগে অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠান করত। এক দশকের বেশি সময় সেই অনুষ্ঠান হয় না। আজ পুরস্কার প্রদানের পর অ্যাওয়ার্ড নাইট নিয়েও প্রশ্ন উঠেছিল। এ নিয়ে লিগ কমিটির চেয়ারম্যানে উত্তর, 'মাঠেই ট্রফি প্রদানের দাবি ছিল যেন মাঠেই উৎসব করতে পারবেন ফুটবলাররা। এজন্য মাঠেই ট্রফি প্রদান করা হচ্ছে। মাঠে ট্রফি প্রদানের পর আর আলাদা নাইট অনুষ্ঠান করার সুযোগ সেই অর্থে থাকে না।'

এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
যা ভাগ্যে লেখা, সেটাই ঘটে: কারিশমা কাপুর Nov 11, 2025
img
মাঝে মাঝে ভেঙেছি, তবু থামিনি: পার্থ বেরা Nov 11, 2025
img
শেখ হাসিনা তো ভারতে পালিয়েছেন, তারেক পালাবেন কোথায়: নাসীরুদ্দীন পাটওয়ারী Nov 11, 2025
img
সরকারি চাকরিজীবীদের বেতন থেকে আয়কর কাটার নতুন নির্দেশনা Nov 11, 2025
img
ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে Nov 11, 2025
img
ফ্রান্সের দল থেকে ছিটকে গেলেন মুয়ানি Nov 11, 2025
img
দূষিত শহরের তালিকায় শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান চতুর্থ Nov 11, 2025
img
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ২ Nov 11, 2025
img
শুভশ্রীর সম্মান যেন নষ্ট না হয়: দেব Nov 11, 2025
img
১১ নভেম্বর: ইতিহাসের এই দিনে কী ঘটেছিল Nov 11, 2025
img
পঞ্চগড়ে শীতের আগমনী হাওয়া, তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে Nov 11, 2025
img
বাংলাদেশের বিপক্ষে নিজেদের অবস্থান যাচাই করতে চায় আয়ারল্যান্ড Nov 11, 2025
img
খেতে না পেয়ে কেঁদেছি: ভারতী সিং Nov 11, 2025
img
ঢাকায় কর্মসূচিতে যোগ দিতে বাসে ওঠার সময় আওয়ামী লীগ নেতা আটক Nov 11, 2025
img
বিএনপি-জামায়াতের দ্বন্দ্ব ক্ষমতার : মঞ্জু Nov 11, 2025
img
জামিনে বেরিয়ে সংঘবদ্ধ করার চেষ্টা, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার Nov 11, 2025
বিএনপি দেশের বাজারে যেখানে বিনিয়োগ করতে চায় Nov 11, 2025
এফবিআই প্রধানের গোপনে আকস্মিক চীন সফর! Nov 11, 2025
জামায়াত ছোট দল ছিল, হুট করে বড় হয়ে গেছে গ্যাপ মার্কেটে : পাটওয়ারী Nov 11, 2025
বাবাকে ঘিরে গুজবের জবাবে মুখ খুললেন বিএনপি মহাসচিব Nov 11, 2025