ন্যাটোভুক্ত দেশগুলোকে রাশিয়ার তেল কেনা বন্ধ করার আহ্বান ট্রাম্পের

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা এবং চীনের ওপর ৫০ শতাংশ থেকে ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ন্যাটো দেশগুলোকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, ন্যাটো দেশগুলো যদি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় তাহলে যুক্তরাষ্ট্রও দেবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি মনে করেন, রাশিয়ার বিরুদ্ধে বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও মস্কোর তেল কেনার জন্য চীনের ওপর ৫০ শতাংশ থেকে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হলে ইউক্রেন যুদ্ধের অবসান হতে পারে।

তিনি বলেন, ‘আমি রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত আছি। যদি ন্যাটো দেশগুলো রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় তাহলে আমিও নিষেধাজ্ঞা দেব।’

সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার অনুসারে, চীন ও ভারতের পর রুশ তেলের তৃতীয় বৃহত্তম ক্রেতা ন্যাটো সদস্য তুরস্ক। রুশ তেল কেনার সঙ্গে যুক্ত ৩২-রাষ্ট্রীয় জোটের অন্যান্য সদস্যদের মধ্যে হাঙ্গেরি ও স্লোভাকিয়াও রয়েছে।

ট্রাম্প তার পোস্টে আরও বলেন, রাশিয়ার তেলের ওপর ন্যাটোর নিষেধাজ্ঞা এবং চীনের ওপর শুল্ক আরোপ ‘মারাত্মক কিন্তু হাস্যকর’ ইউক্রেন যুদ্ধের অবসানে অনেক সাহায্য করবে।

তিনি বলেন, ন্যাটো সদস্যদের চীনের ওপর ৫০ শতাংশ থেকে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা উচিত এবং যুদ্ধ শেষ হলে তা প্রত্যাহার করা উচিত। ট্রাম্প আরও বলেন, রাশিয়ার ওপর চীনের একটি শক্তিশালী নিয়ন্ত্রণ এবং শক্তিশালী শুল্ক সেই দখল ভেঙে দেবে।

মার্কিন প্রেসিডেন্ট ইতোমধ্যেই রাশিয়া থেকে জ্বালানি কেনার জন্য ভারতের পণ্যের ওপর অতিরিক্ত ৫০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছেন। পোস্টে ট্রাম্প আরও বলেন, যুদ্ধের দায় তার পূর্বসূরী জো বাইডেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর বর্তায়। তবে তিনি এই তালিকায় ভ্লাদিমির পুতিনকে অন্তর্ভুক্ত করেননি।

জি-৭ দেশগুলোকেও ভারতের ওপর শুল্ক চাপানোর জন্য চাপ দিতে শুরু করেছেন ট্রাম্প। গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) কানাডার অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেনের সভাপতিত্বে বৈঠকে জি-৭ অর্থমন্ত্রীরা নতুন নিষেধাজ্ঞা, বাণিজ্য সীমাবদ্ধতা এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধে রাশিয়ার আর্থিক সাহায্য সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনা করেন।

সেই বৈঠকেও রাশিয়ার থেকে তেল কেনা দেশগুলোর বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা এবং শুল্ক চাপানোর আহ্বাবন করা হয়। যুক্তরাষ্ট্রের দাবি, তেল বিক্রি করে রাশিয়া যে টাকা আয় করছে, সেই টাকা দিয়ে যুদ্ধের খরচ জোগাচ্ছে দেশটি। ট্রাম্প প্রশাসন বলছে, ‘ঐক্যবদ্ধ ভাবে পুতিনের যুদ্ধের আর্থিক জোগান বন্ধ করতে পারলে আমরা রাশিয়ার বিপক্ষে যথেষ্ট অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে সক্ষম হব।’
 
এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
চীনা বাণিজ্য সম্মেলনে যোগ দিল বাংলাদেশি প্রতিনিধি দল Sep 13, 2025
img
পিআর পদ্ধতি সাধারণ মানুষ বোঝে না: মাহমুদুর রহমান মান্না Sep 13, 2025
img
পাকিস্তানে সংঘর্ষে প্রাণ গেল অন্তত ১৯ সৈন্যের Sep 13, 2025
img
দেড় কোটি টাকা কানাডায় মেয়ের কাছে পাচার, অভিযোগে ও আলোচনায় সাবেক প্রধান শাহীনুল Sep 13, 2025
img
ফের শক্তিশালী বৃষ্টিবলয়ে প্রবেশ করছে দেশ Sep 13, 2025
img
জাকসুর ফলাফল ঘোষণায় এত সময় লাগার কারণ Sep 13, 2025
img
জাকের ও শামিমের ব্যাটে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ Sep 13, 2025
‘আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা জানি, গোপালগঞ্জে দেখে এসেছি’ Sep 13, 2025
img
ছেলে ভিপি নির্বাচিত হওয়ায় গর্বিত সাদিক কায়েমের বাবা Sep 13, 2025
img
জুবিমেন্দির জোড়াগোলে আর্সেনালের দাপুটে জয় Sep 13, 2025
img
বিসিবির দায়িত্ব নিয়ে আবেগ প্রকাশ করলেন সাইমন টাফেল Sep 13, 2025
img
গতানুগতিক ধারার ভোটে ফের ফ্যাসিস্ট তৈরি হবে, টাকা পাচার হবে : রেজাউল করীম Sep 13, 2025
img
জামায়াত আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না: মাসুদ সাঈদী Sep 13, 2025
img
অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় নাগরিকদের অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ : ডিএমপি কমিশনার Sep 13, 2025
img
রাশমিকাকে জাতীয় ক্রাশ বলা প্রচারের একটি কৌশল : মনোজ বাজপেয়ী Sep 13, 2025
img
পাঠ্যপুস্তকে জুলাই গণঅভ্যুত্থানকে অন্তর্ভুক্ত করতে হবে, মন্তব্যে শিক্ষা সচিব কবিরুল ইসলাম Sep 13, 2025
img
সংবিধান পরিবর্তন করে দিবেন, এটা সম্ভব নয়: সুব্রত চৌধুরী Sep 13, 2025
img
৪ অক্টোবর বিসিবি নির্বাচন Sep 13, 2025
জাতীয় দলে ফেরার আগে নেইমারকে যা করতে হবে স্পষ্ট করলেন কোচ Sep 13, 2025
ইতিহাস গড়ল ছাত্রশিবির: শিক্ষার্থীদের মুখে উচ্ছ্বাস Sep 13, 2025