কিছুদিন আগেই শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। এশিয়া কাপের ম্যাচে তাই জয়ের ব্যাপারে আশাবাদী ছিল টাইগাররা। কিন্তু টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ রানের খাতা খোলার আগেই দুই ওপেনারকে হারায়। ঘুরে দাঁড়ানোর আগেই ৫৩ রানে পঞ্চম উইকেট হারিয়ে ফেলা টাইগাররা শেষ পর্যন্ত জাকের আলী-শামীম পাটোয়ারির ব্যাটে 'ভদ্রস্থ' স্কোর গড়ে। কিন্তু নিশঙ্কা-মিশারা ঝড়ে ৩২ বল হাতে রেখেই জয় পেয়েছে শ্রীলঙ্কা।
আবু ধাবিতে বাংলাদেশের দেয়া ১৪০ রানের লক্ষ্য ৬ উইকেট ও ৩২ বল হাতে রেখেই টপকে গেছে শ্রীলঙ্কা। এই বিশাল হারে সুপার ফোরে ওঠার লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়ল টাইগাররা। শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে এখন জিততেই হবে বাংলাদেশকে।
দশম ওভারে পঞ্চম উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করেছিল মোটে ৫৩ রান। শেষ ৬১ বলে জাকের আলী-শামীম পাটোয়ারির জুটি ৮৬ রান যোগ করেন। শুরুতে উইকেট হারানোয় বড় পুঁজি গড়া সম্ভব হয়নি বলে মনে করেন জাকের।
এদিন ম্যাচের পর সংবাদ সম্মেলনে জাকের বলেন, 'শুরুতে উইকেট হারানোয় বড় পুঁজি করা সম্ভব হয়নি।'
বাংলাদেশ যে উইকেটে রানের জন্য খাবি খেয়েছে, একই উইকেটে ঝড় তুলেছে লঙ্কানরা। নিজেরা ভালো ব্যাটিং না করতে পারলেও উইকেট ভালো ছিল বলে জানান জাকের। তিনি বলেন, 'শুরু থেকেই উইকেট ভালো ছিলো, তবে আমরা ভালো শুরু করিনি। দল হিসেবে আমরা ভালো করিনি।'
এদিন ষষ্ঠ উইকেট জুটিতে ৮৬ রান যোগ করেন জাকের-শামীম। এটিই ষষ্ঠ উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি। তবে শেষের দিকে কাঙ্ক্ষিত ঝড় তুলতে ব্যর্থ হয়েছেন তারা। জাকের বলেন, 'গরমের কারণে টায়ার্ড ছিলাম। ব্যাটিং ইউনিট হিসেবে ভালো করিনি। হাতে উইকেট থাকলে আরো রিস্ক নেয়া যেত।'
গ্রুপ পর্বের দুই ম্যাচেই ওপেনিং জুটি ভালো হয়নি টাইগারদের। ভাল করতে ওপেনারদের রান পাওয়া জরুরি বলে মনে করেন জাকের, 'ওপেনিং, নাম্বার থ্রি অনেক গুরুত্বপূর্ণ, এখানে রান করতে হবে। আমি চাই ওরা ভাবুক।'
গ্রুপ পর্বের শেষ ম্যাচটা বাংলাদেশের জন্য এখন 'ডু অর ডাই' ম্যাচ। তবে জিতলেও নিশ্চয়তা নেই। রান রেটে শ্রীলঙ্কা ও আফগানিস্তান বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। তবে এরপরও আশা ছাড়তে নারাজ জাকের। তিনি বলেন, 'সুপার ফোরে যাওয়ার আশা আছে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জেতার জন্য খেলবো । এছাড়া তো উপায় নেই। আমরা ট্রফি জেতার জন্য এসেছি।'
আগামী মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
ইউটি/টিএ