আন্তর্জাতিক বিরতি থেকে ফিরেই পয়েন্ট হারালো চেলসি। ব্রেন্টফোর্ডের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে কোল পালমার ও মোইজেস কাইসেডোর গোলে জয়ের স্বপ্ন দেখছিল ব্লুরা। কিন্তু যোগ করা সময়ের গোলে সমতায় ফেরে ব্রেন্টফোর্ড।
শনিবার (১৩ সেপ্টেম্বর) জিটেক কমিউনিটি স্টেডিয়ামে স্বাগতিক ব্রেন্টফোর্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে চেলসি। চেলসির পক্ষে পালমার ও কাইসেডো গোল করেন। ব্রেন্টফোর্ডের পক্ষে গোল করেন কেভিন শ্যাডে ও ফাবিও কারভালহো।
এই ম্যাচে পালমারকে একাদশের বাইরে রেখে মাঠে নেমেছিল চেলসি। বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও প্রথম গোলও তারাও হজম করে। ১৬টি শটের ৬টি লক্ষ্যে রেখেছিল ব্লুরা। বিপরীতে ব্রেন্টফোর্ড ৭ শটের ৪টি লক্ষ্যে রাখতে পেরেছিল।
প্রথমার্ধে আক্রমণে স্বাগতিকরাই উজ্জ্বল ছিল বেশি। ৩৫ মিনিটে শ্যাডে গোল করে ব্রেন্টফোর্ডকে লিড এনে দেন। জর্ডান হেন্ডারসনের লং বল থেকে শুরু হওয়া কাউন্টার-অ্যাটাকে নিখুঁত ফিনিশিং দেন এই জার্মান ফরোয়ার্ড।
চেলসির কোচ এনজো মারেস্কা বিরতিতে দলে তিনটি পরিবর্তন আনেন। রিস জেমস, মার্ক কুকুরেলা এবং টাইরিক জর্জ মাঠে নামেন নবাগত ফাকুন্ডো বুয়েনানোত্তে, জোরেল হাতো এবং বড়সড় হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে প্রথমবারের মতো শুরুর একাদশে নামা ওয়েসলি ফোফানার পরিবর্তে।
এই সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ থাকায় মারেস্কা প্রথম একাদশের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিলেন। কিন্তু পরিকল্পনা সফল হয়নি,দ্বিতীয়ার্ধের শুরুতেই জেমি গিটেন্সের পরিবর্তে পালমারকেও নামানো হয়। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আসা আলেহান্দ্রো গারনাচোও বদলি হিসেবে নামেন। তাদের যুগলবন্দীতেই প্রথম গোলটি পায় চেলসি। পালমারের গোলে ৬১ মিনিটে সমতায় ফেরে ব্লুরা। ৮৫ মিনিটে ব্যবধান বাড়ান কাইসেডো।
তবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি চেলসি। ৯৩ মিনিটে গোল করে ব্রেন্টফোর্ডকে ১ পয়েন্ট এনে দেন কারভালহো।
চার ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে চেলসি পঞ্চম স্থানে রয়েছে এবং এই সপ্তাহেই চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামবে তারা। এরপর ঘরোয়া প্রতিযোগিতায় ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে। ব্রেন্টফোর্ড আছে ১২ নম্বরে।
ইএ/টিকে