টপঅর্ডারের ব্যর্থতায় বড় হারের স্বীকার বাংলাদেশ: জাকের

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শুরুতে ব্যাটিংয়ে বিপর্যয়ের পর পুরো ম্যাচে আর লিটন দাসের দল দাঁড়াতেই পারেনি। জাকের আলি অনিক এবং শামীম হোসেন পাটোয়ারীর ৮৬ রানের জুটিতে ভর করে কোনোমতে ১৩৯ রানের পুঁজি পায় বাংলাদেশ। লঙ্কানরা যা ৩২ বল এবং ৬ উইকেট হাতে রেখে পেরিয়েছে।

ম্যাচ শেষে ব্যাটিং ইউনিটকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন জাকের। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ভালো করিনি। তারাও ভালো বল করেছে। পাওয়ারপ্লেতে এত উইকেট হারিয়ে ফেললে এমন উইকেটে ভালো করা কঠিন। ১৬০-১৭০ রান এখানে ফাইটিং স্কোর। তবে আমরা সেখানে যেতে পারিনি। এখানেই তফাতটা হয়েছে।’

জাকের আরও বলেন, ‘(টায়ার্ড ছিলেন কিনা) যেহেতু একটু গরম ছিল। মাঠের এক সাইডে বাতাসের ব্যাপার ছিল। দুই সাইডেই মারা যায় না। বেশি সিঙ্গেলস খেলতে গেলে একটু টায়ার্ডনেস আসবেই। তবুও আমরা চেষ্টা করেছি। ওরা অনেক ভালো বোলিং করেছে। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ভালো করিনি। যত ভালো জুটিই হোক, ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ভালো করতে পারিনি।’

ঘরের মাঠের সবশেষ সিরিজ এবং এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশ। যা নিয়ে কম কথা হয়নি। আগে ব্যাট না করার অভ্যাস দলকে ভুগিয়েছে কি না প্রশ্নে জাকেরের জবাব, ‘আমরা সবসময় এভাবে অনুশীলন করি। আগে নাকি পরে ব্যাটিং আসলে ম্যাটার করে না। আমরা ভালো করতে পারিনি। নতুন বলে পাওয়ারপ্লেতে এত বেশি উইকেট হারিয়ে ফেললে বড় স্কোর করা কঠিন।’

টপঅর্ডারে বাউন্ডারি ও সিঙ্গেল রানের মধ্যে সমন্বয় করতে না পারা নিয়ে এই তরুণ ব্যাটার বলেন, ‘অবশ্যই ওপেনিং ও নম্বর থ্রি অনেক জরুরি। আমাদের দলের জন্য। এগুলো মাথায় আছে। ওদেরকে অবশ্যই এই জিনিসে সতর্ক হতে হবে। পাওয়ারপ্লে মানে এই না যে বলে বলে চার ছয় মারতে হবে। ড্রপ এন্ড রান এগুলোও মাথায় রাখতে হবে। আমি নিশ্চিত ওরা এগুলো নিয়ে ভাববে, পরের ম্যাচে অবশ্যই আরও ভালো কিছু করবে।’

দলগতভাবেই বাংলাদেশ ভালো খেলতে পারেনি। ফলে টপঅর্ডার ব্যাটারদের পাশাপাশি নিজেদের ঘাড়েও কিছুটা দায় নিলেন জাকের, ‘এটা তারাই বলতে পারবে যারা ফেইস করেছে। আমার কাছে মনে হয় প্রপার প্ল্যান, টাইমিংয়ের দিকে যদি আরও মনোযোগ দিতাম তাহলে ভালো হতো। আমি এবং পাটোয়ারী ভালো খেলা মানে এই না আমরা খুব ভালো। আমরা সবাই মিলে বাজে খেলেছি, সবাই মিলে হেরেছি। সবাই মিলেই আমাদের ভালো করতে হবে।’

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

বিএনপি দেশের বাজারে যেখানে বিনিয়োগ করতে চায় Nov 11, 2025
এফবিআই প্রধানের গোপনে আকস্মিক চীন সফর! Nov 11, 2025
জামায়াত ছোট দল ছিল, হুট করে বড় হয়ে গেছে গ্যাপ মার্কেটে : পাটওয়ারী Nov 11, 2025
বাবাকে ঘিরে গুজবের জবাবে মুখ খুললেন বিএনপি মহাসচিব Nov 11, 2025
img
ধামরাইয়ের আমতলা বাজারে আগুন Nov 11, 2025
৫ দফা কর্মসূচি যে কারণে দিলো জামায়াত! Nov 11, 2025
সরকার সর্বোচ্চটুকু দিয়ে অস্থিরতা নিয়ন্ত্রণের চেষ্টা করবে- পরিবেশ উপদেষ্টা Nov 11, 2025
সোলজার নিয়ে আলোচনা মধ্যেই শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমাকে অমিতাভের শুভকামনা Nov 11, 2025
img
মধ্যরাতে রাজধানীর আরেক স্থানে বাসে আগুন Nov 11, 2025
img
জামায়াত ক্ষমতায় গেলে নারীরা ৫ ঘণ্টা কাজ করে পারিশ্রমিক পাবেন ৮ ঘণ্টার : জামায়াত আমির Nov 11, 2025
img
জারাকে নিয়ে মধ্যরাতে সারজিসের ফেসবুক পোস্টে চমক Nov 11, 2025
img
ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন, মুখ খুললেন সানি দেওল Nov 11, 2025
img
শিল্প যে বোঝে, সে ধ্বংসবিরোধী মানুষ : মোশাররফ করিম Nov 11, 2025
img
গ্রেপ্তারের ৩ দিন পর প্রাণ গেল স্ত্রী-সন্তানের, প্যারোলে মুক্তি পেয়ে জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা Nov 11, 2025
img
মেডিকেল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন করতে পারবেন যা Nov 11, 2025
img
বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত Nov 11, 2025
img
হাসপাতাল থেকে তুলে নেয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকে থানায় দিতে গিয়ে গ্রেপ্তার ৩ Nov 11, 2025
img
গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত Nov 11, 2025
img
ভোটের প্রচারণায় প্রথমবারের মতো পোস্টার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ Nov 11, 2025
img
পিছিয়ে গেল বিপিএলের নিলাম Nov 11, 2025