লালনগানের রানী ফরিদা পারভীন: এক অনন্ত সুরের যাত্রী

বাংলা লোকসঙ্গীতের আকাশ আজ আরও নিঃসঙ্গ। লালনগানের রানী ফরিদা পারভীন চলে গেছেন, রেখে গেছেন বেদনার দীর্ঘ রেশ আর অমর সব সুর।

১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিডনির জটিলতায় দীর্ঘদিন ভুগছিলেন, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত তার ভেতরে ছিল সংগীতের প্রতি অগাধ টান, এক অদম্য নিবেদন।

নাটোরে জন্ম, কুষ্টিয়ার মাটিতে বেড়ে ওঠা-সেখানেই লালন গানের সঙ্গে তার আত্মিক মেলবন্ধন। নজরুলসংগীত দিয়ে পথচলা শুরু করলেও লালনের সুরই হয়ে ওঠে তার জীবনের স্থায়ী ঠিকানা। কোমল অথচ দৃঢ় কণ্ঠে তিনি লালনকে পৌঁছে দিয়েছিলেন ঘরে ঘরে, শহরে গ্রামে, দেশ-বিদেশে। তাই সংগীতপ্রেমীরা তাকে আখ্যা দিয়েছিলেন ‘লালনগানের রানী’।

তার গাওয়া বহু গান শ্রোতাদের হৃদয়ে গেঁথে আছে অমূল্য ধন হয়ে। “এই পদ্মা এই মেঘনা, এই যমুনা গঙ্গা” শুধু নদীর নাম উচ্চারণ নয়, বরং বাংলার মাটির টানকে অমর সুরে গেঁথে দিয়েছে। “নিন্দার কাঁটা জুড়ি” গানটি মানুষের সামাজিক বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। আবার “তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম” পরিবেশনায় তিনি তুলে ধরেছেন এক গভীর বেদনা, যা যুগে যুগে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে।

এছাড়া “মন রে, কৃষিকাজ জানো না”, “সত্য বল সুপথে চল”, “আমার গুরুবিহীন রাতে ঘুম আসে না”, “অপরের ঘরে ধান ফলবে, আমার ঘরে চাষ নাই”-এসব গান তার কণ্ঠে হয়ে উঠেছিল জীবন্ত দর্শন। লালনের ভাবধারা যে কেবল দর্শনের বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, বরং সাধারণ মানুষের হৃদয়ে তা কেমন করে বাজে, তার বাস্তব উদাহরণ ছিলেন ফরিদা পারভীন।

ফরিদা পারভীন শুধু গায়কী নয়, লালনের দর্শনকেও বহন করতেন হৃদয়ে। তার পরিবেশনা ছিল স্রেফ গান নয়, বরং আত্মিক আর দার্শনিক সংলাপের মতো। শ্রোতারা অনুভব করতেন, লালনের সুর যেন নতুন করে তাদের ভেতরে প্রবাহিত হচ্ছে।

১৯৮৭ সালে একুশে পদক, ১৯৯৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ২০০৮ সালে ফুকুওকা এশিয়ান কালচার অ্যাওয়ার্ড-পুরস্কারের তালিকা দীর্ঘ হলেও তিনি নিজে ছিলেন নিভৃতচারী। বলতেন, “সঙ্গীত আমার ধ্যান, পুরস্কার নয়।” এই নিরাসক্তি তাকে আরও অনন্য করে তুলেছিল।

ব্যক্তিজীবনে তিনি ছিলেন গীতিকার ও সুরকার আবু জাফরের জীবনসঙ্গিনী। আবু জাফর চলে যাওয়ার পর তিনি ভীষণ একা হয়ে পড়েছিলেন। সেই শূন্যতাকে তিনি ভরাট করেছিলেন সুরের ভুবনে, শ্রোতাদের ভালোবাসায়।

আজ তিনি নেই, কিন্তু থেকে গেছে তার গানের ভাণ্ডার, যা প্রজন্ম থেকে প্রজন্মকে ছুঁয়ে যাবে। ফরিদা পারভীন প্রমাণ করে গেছেন-একজন শিল্পীর মৃত্যুই কেবল মৃত্যু, তার সৃষ্টির মৃত্যু হয় না।

লালন গানের রানী হয়তো থেমে গেছেন, কিন্তু তার কণ্ঠে বাজতে থাকা সুর চিরকালীন হয়ে থাকবে। বাংলার লোকসঙ্গীত তাকে মনে রাখবে শ্রদ্ধা আর ভালোবাসার অনন্ত আবেশে।

টিকে/

Share this news on:

সর্বশেষ

img
রাস্তা অবরোধ করার অধিকার কারো নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা Sep 14, 2025
img
মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য : প্রধান উপদেষ্টা Sep 14, 2025
img
ভাঙ্গায় মহাসড়ক অবরোধের প্রধান সমন্বয়ক গ্রেপ্তার Sep 14, 2025
img
রাকসু নির্বাচনে প্রার্থীর চূড়ান্ত তালিকা সন্ধ্যায়, এরপর প্রচার-প্রচারণা Sep 14, 2025
img
নির্বাচনকে সামনে রেখে এক ঘোর অনিশ্চয়তা তৈরি হচ্ছে : জাহেদ উর রহমান Sep 14, 2025
img
কারাবন্দি আসামিদের সাজার মেয়াদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা Sep 14, 2025
img
পটুয়াখালীর বাউফল আওয়ামী লীগ নেতা সেলিম আটক Sep 14, 2025
img
সীমানা পুনর্বহালের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ Sep 14, 2025
img
মেক্সিকোর ইউকাতানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ Sep 14, 2025
img

জুলাই অভ্যুত্থান

আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলার সাক্ষ্যগ্রহণ আজ Sep 14, 2025
img
আগারগাঁওয়ে পিকেএসএফ ভবন-২ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা Sep 14, 2025
img
ডাকসু নেতাদের মধ্য থেকে ৫ সিনেট সদস্য নির্বাচিত Sep 14, 2025
img
ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে দুবাই পুলিশের কড়া সতর্কবার্তা Sep 14, 2025
img
মেসির পেনাল্টি মিস, শার্লটের কাছে বড় হার মিয়ামির Sep 14, 2025
img
হ্যারি কেইনের জোড়া গোলে হামবুর্গকে উড়িয়ে দিল বায়ার্ন Sep 14, 2025
img
এখনো আমরা ডোর টু ডোর শিক্ষার্থীদের কাছে যাব: সাদিক কায়েম Sep 14, 2025
img
বিএনপি নির্বাচিত হলে দুই মাসে গ্যাস সুবিধা পাবে নাটোরবাসী: দুলু Sep 14, 2025
img
ফরিদা পারভীনের মৃত্যুতে শাকিব খানের শোকবার্তা Sep 14, 2025
img
ঢাকাসহ ৬ বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা Sep 14, 2025
img
নেপালে অন্তর্বর্তী সরকারের নতুন মন্ত্রিসভা গঠিত হবে জনতার ভোটে, ঘোষণা আজ Sep 14, 2025