আসন্ন দুর্গাপূজায় যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য আমাদের যা করা প্রয়োজন তা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিন।
উপদেষ্টা বলেন, আপনারা জানেন পূজা একেবারেই নিকটে চলে এসেছে। পূজার ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি আমাদের নিতে হবে। এটি একটি ধর্মীয় অনুষ্ঠান। এর পবিত্রতা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। কে কোন ধর্মের আমরা সে বিচারে যাব না। এর পবিত্রতা রক্ষা করা আমাদের দায়িত্ব। তারা (সনাতন ধর্মাবলম্বীরা) যেন ভালোভাবে পূজাটা করতে পারেন। এজন্য আপনাদের সবার সাহায্য এবং সহযোগিতা প্রয়োজন।
উপদেষ্টা বলেন, পূজায় যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য আমাদের যা করা প্রয়োজন তা করব। সবাই যেন নির্বিঘ্নে এবং ধর্মীয় রীতিনীতি মেনে পূজা করতে পারে আমরা সে ব্যবস্থা করব। এর পবিত্রতা রক্ষায় আমরা সব ব্যবস্থা নেব।
তিনি বলেন, অনেক জায়গায় পূজা কমিটিতে নিজেদের মধ্যে একটি কোন্দল রয়ে গেছে। আমরা অনুরোধ করব তারা নিজেদের কোন্দল মিটিয়ে কীভাবে ভালো করে পূজা উদযাপন করা যায় সে ব্যবস্থা করবে। আমরা আশা করি এবারের পূজা নির্বিঘ্নে, উৎসবমুখর পরিবেশে ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে উদযাপন করা যাবে।
ইএ/টিকে