শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জাজনক হারে হতাশ সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ম্যাচ হারের জন্য বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং; তিন বিভাগের বাজে পারফরম্যান্সকে দায়ী করেছেন তিনি। তবে এখনও টাইগারদের সুপার ফোরে খেলার স্বপ্ন দেখছেন সাবেক এই অধিনায়ক। এর জন্য আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের প্রত্যাশা তার।
হংকংয়ের বিপক্ষে সাদামাটা জয়, এরপর শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জাজনক হার। সব মিলিয়ে এশিয়া কাপে বাংলাদেশে রয়েছে নড়বড়ে অবস্থানে।
টাইগাররা যেন ফিরেছে পুরোনো রূপে। লঙ্কানদের বিপক্ষে পাওয়ার প্লেতেই হারায় ৩ গুরুত্বপূর্ণ উইকেট। টপ অর্ডার ব্যর্থ হলে শেষদিকে জাকের-শামীমের ব্যাটে কিছুটা আশা জাগলেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। এদিন ব্যাটারদের মতো ব্যর্থ হয়েছে বোলিং বিভাগও। গুরুত্বপূর্ণ ম্যাচে এমন হার হতাশার বলছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা এত বাজেভাবে হারব, সেটা কখনো চিন্তাতে আসেনি। পাওয়ার প্লেতেই ম্যাচ আমাদের হাতের বাইরে চলে গিয়েছিল। এরপর স্কোরবোর্ডে ১৪০ রান (১৩৯) যোগ করার পর আমরা যে বোলিং করেছি, এমন হতাশাজনক বোলিং কিন্তু আশা করা যায় না।’
দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট খেললেও, এখনও টাইগারদের আত্মবিশ্বাসের ঘাটতি দেখছেন সাবেক এই অধিনায়ক।
তিনি বলেন, ‘আমাদের আত্মবিশ্বাসের ঘাটতি এখানে দেখা দিয়েছে। এগুলো থেকে অনেক কিছু শিক্ষনীয় আছে। এখন টিম ম্যানেজমেন্টকে চিন্তা করতে হবে, কীভাবে পরবর্তী ম্যাচে পরিকল্পনা সাজাবে।’
শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হারলেও, এখনও সুপার ফোরে বাংলাদেশের সম্ভাবনা দেখছেন নান্নু। তবে এর জন্য আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয় চান তিনি।
প্রত্যাশা রেখে বলেন, ‘শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ আছে। আমাদেরও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ আছে। সুতরাং এখনো (সুপার ফোরের) সুযোগ আছে। আফগানিস্তানের বিপক্ষে ভালো রান রেট করে আগাতে হবে।’
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে লড়বে লিটন দাসের দল।
ইএ/টিকে