পরিচালক হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। নির্মাণ করেছেন সিরিজ ‘ব্যাড্স অব বলিউড’। ইতিমধ্যে অন্তর্জালে উন্মুক্ত হয়েছে সিরিজটির প্রিভিউ, টিজার, ট্রেলার এমনকি গানও।
টিজার এবং ট্রেলার উন্মোচনের পর সিরিজটি নিয়ে অন্তর্জালে হৈচৈ শুরু হয়ে গেছে।
কারণ, এক সিরিজে পুরো বলিউডকেই হাজির করেছেন শাহরুখ পুত্র। শাহরুখ, সালমান, আমির থেকে শুরু করে কে নেই এই সিরিজে! সিরিজ মুক্তির আগেই একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন আরিয়ান।
এবার জানা গেল, সিরিজটিতে দেখা যাবে দক্ষিণি তারকা তামান্না ভাটিয়াকেও, যিনি সাম্প্রতিক সময়ে আইটেম গানে একের পর এক বাজিমাত করছেন। ‘ব্যাড্স অব বলিউড’ সিরিজেও আইটেম গার্ল হিসেবে হাজির হচ্ছেন এই দক্ষিণি সুন্দরী।
রবিবার অন্তর্জালে এসেছে সিরিজটির একটি প্রমোশনাল ভিডিও, যেখানে তামান্নার এক ঝলক দেখা গেছে। ‘মিটস দ্য আসলি ব্যাডস’ ইন ‘ব্যাড্স অব বলিউড’ ক্যাপশনের এই ভিডিও এখন সোশ্যালে সয়লাব।
জানা গেছে, ‘গফুর’ শিরোনামের এই গানটি আগামীকাল (১৫ সেপ্টেম্বর) অন্তর্জালে উন্মুক্ত হবে।
গৌরী খানের প্রযোজনায় ‘ব্যাড্স অব বলিউড’ সিরিজটি আগামী ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে।
এমকে/এসএন