গত মৌসুম শেষে রিয়াল মাদ্রিদের কোচের পদ ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নেন কার্লো আনচেলত্তি। ক্লাব কোচিংয়ে এই ইতালিয়ানের ক্যারিয়ার শেষ হয়ে গেছে বলে অনেকেই ভাবছেন। কিন্তু খোদ আনচেলত্তির ভাবনা ভিন্ন। ভবিষ্যতে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে তৃতীয় দফায় ফেরার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না কোচ হিসেবে সর্বোচ্চ পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগজয়ী এই কিংবদন্তি কোচ।
গত মৌসুম ট্রফিহীনভাবে শেষ করার পর রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নেন কার্লো আনচেলত্তি। দুই দফায় মোট ১৫টি ট্রফি জিতে তিনি ক্লাবের ইতিহাসে সবচেয়ে সফল ম্যানেজার হিসেবে বিদায় নেন এই ইতালিয়ান, নেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কোচের দায়িত্ব। কোচ হিসেবে তার তিন দশকের ক্যারিয়ারে ব্রাজিলের দায়িত্বটাই শেষ বড় চাকরি বলে মনে হচ্ছিল। তবে, আনচেলোত্তি নিশ্চিত করেছেন যে, সান্তিয়াগো বের্নাব্যুতে ফেরার সম্ভাবনা তিনি বাতিল করছেন না।
৬৬ বছর বয়সী এই কোচের দাবি, রিয়াল মাদ্রিদই একমাত্র দল যারা তাকে আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিল অভিযানের পর আবারো ক্লাব ফুটবলে ফিরতে প্রলুব্ধ করতে পারে।
সম্প্রতি ইএসপিএন'কে দেয়া সাক্ষাৎকারে আনচেলত্তি সেলেসাওদের সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন এবং স্বীকার করেন যে, 'সিবিএফ (ব্রাজিল ফুটবল ফেডারেশন) চাইলে আমার কোনো সমস্যা নেই সম্পর্ক চালিয়ে যেতে।'
ব্রাজিলের সঙ্গে এই ইতালিয়ান কোচ মাত্র এক বছরের জন্য চুক্তি করেছেন, যা আগামী বছরের বিশ্বকাপের পর শেষ হবে। তবে আনচেলোত্তি বলেন, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকা 'ভালো' ব্যাপার হবে।
গত মে মাসে আনচেলত্তি বলেছিলেন যে তার ক্লাব ক্যারিয়ার শেষ হতে পারে, তবে স্প্যানিশ রাজধানীতে ফিরতে এবং আবারো রিয়াল মাদ্রিদকে কোচিং করাতে তিনি আগ্রহী। লে'কিপ'কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'ব্রাজিলের পর আর কোনো চাকরির প্রস্তাব এলে আমি কেবল রিয়াল মাদ্রিদকেই গ্রহণ করব।'
আগামী বছরের বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলা আনচেলত্তির শিষ্যরা আগামী মাসে আবার মাঠে নামবে। এশিয়ার সফরে প্রীতি ম্যাচে তারা শক্তিশালী দক্ষিণ কোরিয়া ও জাপানের মুখোমুখি হবে।
এমকে/এসএন