আধিপত্য ধরে রেখে গোলের জন্য একের পর এক প্রচেষ্টা চালিয়েও সফল হচ্ছিল না লিভারপুল। মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট হারানোর আশঙ্কা তখন পেয়ে বসেছিল অলরেডদের। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় জালের দেখা পেতে ব্যর্থ লিভারপুলের ত্রানকর্তা হয়ে আরও একবার আবির্ভূত হলেন মোহামেদ সালাহ। স্পটকিক থেকে জাল খুঁজে নিয়ে লিভারপুলের জয়রথ জারি রাখলেন 'ইজিপশিয়ান কিং'।
রোববার (১৪ সেপ্টেম্বর) টার্ফ মুরে প্রিমিয়ার লিগের ম্যাচে স্বাগতিক বার্নলির বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে লিভারপুল। ম্যাচের ৯৫ মিনিটে স্পটকিক থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন মোহামেদ সালাহ।
কষ্টার্জিত এই জয়ে ৪ ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে লিভারপুল। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল।
এদিন ম্যাচের ৮০ শতাংশ সময় বল দখলে রেখেছিল লিভারপুল। গোলের জন্য ২৭টি শট নিলেও মাত্র ৪টি শট লক্ষ্যে রাখতে পারে আর্নে স্লটের শিষ্যরা। বিপরীতে বার্নলি মোটে ৩টি শট নিলেও কোনোটিই লক্ষ্যে ছিল না।
আগের তিন ম্যাচে মাত্র একটি জয় পাওয়া বার্নলিকে শুরু থেকে চেপে ধরলেও গোলের সামনে খেই হারিয়েছে অলরেডরা। ১৩টি কর্নার আদায় করে নিলেও কোনোটিই কাজে লাগাতে পারেননি সালাহরা।
দ্বিতীয়ার্ধের ৮৪ মিনিটে ১০জনের দলে পরিণত হয় বার্নলি। ফ্লোরিয়ান ভিৎজকে বাজেভাবে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন মিডফিল্ডার লেসলি উগুচুকয়ু। তবে ১০ জনের দলের বিপক্ষেও কাঙ্ক্ষিত গোল পাচ্ছিলেন না অলরেডরা।
অবশেষে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বার্নলির ডি-বক্সে হানিবাল মেজব্রির হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। অন্তিম সময়ে পাওয়া সুযোগ কাজে লাগাতে ভুল করেননি সালাহ। স্পটকিক থেকে এই মৌসুমে নিজের দ্বিতীয় গোলটি করে অলরেডদের উল্লাসে ভাসান।
এমকে/এসএন