পাকিস্তানের ক্রিকেটারদের সাথে করমর্দন বা হ্যান্ডশেক না করেই মাঠ ছেড়ে গেছেন ভারতের ক্রিকেটাররা। এমনকি ড্রেসিংরুম থেকেও বাকি ক্রিকেটার-স্টাফরা নামেননি মাঠে। এ ঘটনায় যখন ক্রিকেট দুনিয়ায় আলোড়ন, তখন মুখ খুললেন সূর্যকুমার যাদব।
ভারতীয় অধিনায়ক নিজেই মাঠে থেকে জয় নিশ্চিত করেন। সাথে ছিলেন শিভম দুবে। তবে দুজনের কেউই পাকিস্তানের ক্রিকেটারদের সাথে করমর্দন করেননি। ম্যাচ শেষ হলে পাকিস্তানের ক্রিকেটাররা করমর্দনের অপেক্ষা করলেও ভারতীয় দুই ব্যাটার মাঠ ছেড়ে চলে যান।
এ সময় ভারতীয় দলের এক স্টাফ ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দিলে স্পষ্ট হয়, ভারতীয় দলের আর কেউ মাঠে নামবেন না। এ নিয়ে ক্রিকেট দুনিয়ায় প্রবল সমালোচনা তৈরি হয়। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে সূর্যকুমার জানান, কাশ্মীরের ঘটনায় ক্ষতিগ্রস্তদের ৭ উইকেটের এই জয় উৎসর্গ করছেন তারা।
এরপর সংবাদ সম্মেলনে হেন্ডশেক না করার বিষয়ে জানতে চাইলে কারণ খোলাসা করেন ভারতীয় দলপতি। তিনি দাবি করেন, স্পোর্টসম্যানশিপ স্পিরিটের চেয়েও বেশি কিছু তাদের মধ্যে কাজ করছিল।
সূর্যকুমার বলেন, 'আমি পোস্ট ম্যাচেও বলেছি, আমরা সব ভিকটিমের পাশে দাঁড়িয়েছি। তাদের পরিবারেরও পাশে আছি। আমাদের সহমর্মিতা জানাই। এই জয়ও তাদের উৎসর্গ করছি। তারা আমাদের প্রেরণা, আমরাও তাদের প্রেরণা দিতে আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করি।'
দুই দেশের সম্পর্কের নতুন করে অবনতি হওয়ার পর এবারই প্রথম ক্রিকেটে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। এশিয়া কাপের যে ম্যাচে ভারত পেয়েছে একপেশে জয়।
পিএ/টিএ