এশিয়া কাপের উত্তেজনাপূর্ণ ভারত-পাকিস্তান ম্যাচ শেষে ভারতের ক্রিকেটাররা পাকিস্তান দলের সঙ্গে হ্যান্ডশেক না করায় হতাশা প্রকাশ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভাপতি মহসিন নাকভি। পাকিস্তানের বিপক্ষে সাত উইকেটের জয়ের পর হাত মেলানো ছাড়াই সরাসরি মাঠ ছেড়ে চলে যায় সূর্যকুমার যাদবের দল।
এ নিয়ে নাকভি সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম ‘এক্সে’ লিখেছেন, ‘আজকের খেলায় খেলোয়াড়দের মধ্যে স্পোর্টসম্যানশিপের অভাব দেখার বিষয়টি অত্যন্ত হতাশাজনক। খেলায় তের রাজনীতি টেনে আনা স্পোর্টসম্যানশিপের পরিপন্থী।
আশা করি ভবিষ্যতে সব দল বিজয় উদযাপন করবে সৌজন্য এবং মর্যাদার সঙ্গে।’
ম্যাচে পাকিস্তান আগে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করে সাহিবজাদা ফারহান। শেষদিকে শাহিন আফ্রিদির ১৬ বলের ঝোড়ো ৩৩ রানে মোটামুটি একটা সংগ্রহ পায় পাকিস্তান।
জবাবে ভারত ১৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৮ রান তাড়া করে জয় নিশ্চিত করে। অধিনায়ক সূর্যকুমার যাদব অপরাজিত ৪৭ রানে থাকেন, আর তিলক ভার্মা ও অভিষেক যথাক্রমে ৩১ রানের ইনিংস খেলেন।
ম্যাচ শেষে সূর্যকুমার ও শিবম দুবে মাঠে উদযাপন করে সরাসরি ড্রেসিংরুমে চলে যান। টসের সময়ও দুই অধিনায়ক হাত মেলানো এড়িয়ে গিয়েছিলেন, যার পুনরাবৃত্তি হলো ম্যাচ শেষেও।
টিকে/