ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ফুটবলার ওয়েইন রুনি বলেছেন, পর্তুগিজ কোচ রুবেন আমোরিমের অধীনে দলটি ‘আরো খারাপ হয়েছে’।
২০ বার ইংলিশ চ্যাম্পিয়ন ইউনাইটেড গত বছরের ১ নভেম্বর কোচ এরিক টেন হাগের স্থলাভিষিক্ত হিসেবে আমোরিমকে নিয়োগ দেয়। তবে ১০ মাস পার হলেও দলের পারফরম্যান্সে কোনো উন্নতি দেখা যায়নি। রবিবার ম্যানচেস্টার সিটির সঙ্গে ডার্বি ম্যাচে ৩-০ হারের পর অনেক সমর্থক ম্যাচ শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ত্যাগ করেন।
‘দ্য ওয়েইন রুনি শো’ অনুষ্ঠানে রুনি বলেন, ‘আমি কোচ এবং খেলোয়াড়দের প্রতি যতটা সম্ভব সমর্থনশীল এবং ইতিবাচক থাকতে চাই। কিন্তু এটা বলা খুবই কঠিন যে আমরা কোন উন্নতি দেখছি। যা অদূর ভবিষ্যতে ফলাফল দেবে, আমরা তার কিছুই দেখছি না। সমর্থকরা আমোরিমের নাম চিৎকার করছেন, কিন্তু তারা ম্যাচ ছেড়ে যাচ্ছিলেন।
এটি দেখলেই বোঝা যায় হতাশা কতটা গভীর।’
গত মৌসুমে ইউনাইটেড লিগে ১৫তম অবস্থানে শেষ করেছে, যা ১৯৮৯–৯০ সালের পর সর্বনিম্ন। নতুন কোচের অধীনে প্রায় ২৫০ মিলিয়ন পাউন্ড খরচ করে দল সাজানো হলেও রুনির মতে পুরনো সমস্যা ফেরার লক্ষণ দেখা যাচ্ছে। তিনি বলেন, ‘যদি কোচ নিজের সাথে সৎ হন, তাহলে বলতে হবে পরিস্থিতি আরো খারাপ হয়েছে।
ইউনাইটেড ইতিমধ্যেই ক্যারাবাও কাপে লিগ টু ক্লাব গ্রিমসবি টাউনের কাছে হেরেছে। প্রথম চারটি লিগ ম্যাচে দল দুইবার হেরে এবং কেবল দুই গোল করেছে, যা ১৯৯২-৯৩ সালের পর সবচেয়ে খারাপ সূচনা।
রুনি আরো বলেছেন, ‘৩-৪-৩ সিস্টেমে দুজন মিডফিল্ডার ব্যবহার করা সমস্যার মূল কারণ। খেলোয়াড়দের পুরো মাঠে দৌড়ানোর শক্তি নেই। মিডফিল্ডে তারা অতিমাত্রায় হারছে।
সমস্যার সমাধান করতে হলে তিনজন মিডফিল্ডার ব্যবহার করা উচিত।’
আমোরিমের অধীনে ইউনাইটেডের জয়ের হার মাত্র ৩৬ শতাংশ, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো স্থায়ী কোচের জন্য সবচেয়ে খারাপ রেকর্ড। লিগে জয়ের হার আরো খারাপ, মাত্র ২৬ শতাংশ।
এবি/টিকে