ম্যাচ রেফারিকে অপসারণে আইসিসিকে চিঠি দিল পাকিস্তান!

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে পাকিস্তান। তবে ম্যাচ নিয়ে নয় ম্যাচের পর পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতের ক্রিকেটারদের হ্যান্ডশেক না করা নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে।

তারা ভারত-পাকিস্তান ম্যাচের দায়িত্বে থাকা ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণের দাবি জানিয়েছে। ম্যাচ শেষে ভারতের ক্রিকেটারদের হাত না মেলানোর সিদ্ধান্তকে পিসিবি ক্রিকেটের চেতনা এবং এমসিসির আইন লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে। পাকিস্তানের বিপক্ষে জয়ের পর ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব জয় সূচক রানের পর সতীর্থ শিভম দুবের সঙ্গে উদযাপন করে সরাসরি ড্রেসিং রুমে ফিরে যান।

যেখানে ভারতীয় ক্রিকেটাররা নিজেদের মধ্যে ডাগআউটে জয় উদযাপন করেন, তারা পাকিস্তানি দলের সঙ্গে হ্যান্ডশেক বা সৌজন্য বিনিময় থেকে বিরত থাকেন। পাকিস্তানি খেলোয়াড়রা হাত মেলানোর জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন, কিন্তু ভারতীয় ক্রিকেটাররা ড্রেসিং রুমে ঢুকে দরজা বন্ধ করে দেন, যা পাকিস্তান দলকে হতাশ করেছে।



এরপর সংবাদ সম্মেলনে পাকিস্তান দলের প্রধান কোচ মাইক হেসন নিশ্চিত করেন যে দল ভারতের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানোর জন্য অপেক্ষা করছিলেন তারা, কিন্তু সেই সুযোগ আর আসেনি। প্রতিবাদস্বরূপ পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা ম্যাচ পরবর্তী পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেননি।

পিসিবি তাদের পাঠানো চিঠিতে এমসিসির নিয়মের উল্লেখ করেছে এবং বারবার ক্রিকেটের “চেতনা”র ওপর জোর দিয়েছে, একই সঙ্গে এই ব্যবহারের নিন্দা জানিয়েছে। এদিকে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি, যিনি আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান তিনি ম্যাচ রেফারির কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেনন।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, 'পিসিবি আইসিসির কাছে অভিযোগ দায়ের করেছে যে ম্যাচ রেফারি আইসিসির আচরণবিধি ও এমসিসির আইন লঙ্ঘন করেছেন। ম্যাচ রেফারির কর্মকাণ্ড ক্রিকেটের চেতনার বিরুদ্ধে গেছে। আমরা এশিয়া কাপ থেকে অ্যান্ডি পাইক্রফটকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছি।'

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয় যে টুর্নামেন্ট কর্মকর্তারা যে নির্দেশনা পেয়েছিলেন, তা শেষ পর্যন্ত ভারতীয় বোর্ড এবং পরবর্তীতে ভারত সরকারের পক্ষ থেকে এসেছিল-যা বিষয়টিকে আরও জটিল করেছে। টুর্নামেন্ট ডিরেক্টর রাসেল অ্যান্ডুর পাকিস্তান দলকে প্রথমে বলেছিলেন যে এই নির্দেশনা ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে এসেছে, তবে পরে স্পষ্ট করেন যে নির্দেশনা আসলে ভারত সরকারের পক্ষ থেকেই দেয়া হয়েছিল।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
শুটিং সেটে গুলশানের ব্যবহারে মুগ্ধ গিরিজা Nov 10, 2025
img
বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেছে নয়াদিল্লি, সাধারণ মানুষের বিক্ষোভ Nov 10, 2025
শেখ হাসিনা নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাব যেভাবে দিলেন উপদেষ্টা রিজওয়ানা Nov 10, 2025
শেখ হাসিনার প্লট দুর্নীতি মামলায় আসামি খুরশীদ আলম আদালতে Nov 10, 2025
প্রাথমিক শিক্ষক হয়েও দুধ নয়, বিশুদ্ধ পানিও খেতে পারি না Nov 10, 2025
ট্রাম্পের ভাষণ বিকৃতির অভিযোগে মহাপরিচালক ও সিইওর পদত্যাগ Nov 10, 2025
img
টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ জারি Nov 10, 2025
img
ময়মনসিংহে হেলমেট পরে নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগের ঝটিকা মিছিল Nov 10, 2025
img
মানুষের জন্য দিনে ১৮ ঘণ্টা কাজ করতে চাই : আবদুল গফুর ভূঁইয়া Nov 10, 2025
img
যুবলীগ নেতা শাহ্ আলম গ্রেপ্তার Nov 10, 2025
img
জাতীয় পার্টির সঙ্গে বৈঠকের খবর মিথ্যা : জামায়াত Nov 10, 2025
img
উখিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল ১ জনের Nov 10, 2025
img
শাবনূরের ‘রঙ্গনা’ মুক্তির আগেই ইউটিউবে, বিস্ময়ে ভক্তরা Nov 10, 2025
img
১৫ বাংলাদেশিসহ ১১৩ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া Nov 10, 2025
img
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৭৯ Nov 10, 2025
img
আত্মপ্রকাশ করল এনসিপির আইনজীবী সংগঠন Nov 10, 2025
img
বনশ্রীতে লরির ধাক্কায় স্কুলশিক্ষার্থী নিহত Nov 10, 2025
img
রাতে জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান Nov 10, 2025
img
হক ছবিতে ইয়ামির অভিনয়ে মুগ্ধ দর্শক-সমালোচক Nov 10, 2025
পুরান ঢাকায় গুলিতে নিহত কে সেই মামুন? Nov 10, 2025