নেপালের রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশি পাট রপ্তানিতে ধস!

ভারত ও ভুটান থেকে আমদানি করা বোল্ডার পাথরবোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করলেও নেপালের অভ্যন্তরে চলা সরকার পতনের আন্দোলনে গত এক সপ্তাহ ধরে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আটকা পড়েছে রফতানি করা একাধিক পাটের ট্রাক। এতে নেপালের রাজনৈতিক সংকটেরমুখে বাংলাদেশে পাট ব্যবসায় ধস নেমেছে বলে জানান সংশ্লিষ্টরা।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বন্দর এলাকায় কর্মযজ্ঞ চললেও রফতানি করা পাটের ট্রাক নিয়ে দুশ্চিন্তা করতে দেখা গেছে চালকদের। তবে বন্দর কর্তৃপক্ষের দাবি, দ্রুত সমস্যার সমাধান হলে আবারও স্বাভাবিক হবে নেপালে রফতানি কার্যক্রম।

কুষ্টিয়া থেকে পাট নিয়ে আসা গাড়িচাল রনি ইসলাম ও সাইফুল ইসলাম দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘গত সাত দিন আগে আমরা পাটের গাড়ি নিয়ে বন্দরে এসেছি। এখানে এসে আটকা পরে মানবেতর অবস্থায় আছি। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি তারা বলছেন, বিষয়টি দেখা হচ্ছে। না জানি কবে সমস্যার সমাধান হবে এবং আমরা কবে গাড়ি নিয়ে নেপাল যেতে পারবো‌‌।

এ দিকে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিক নেতারা দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘বিগত কয়েক মাস নানা সমস্যার সম্মুখীন হয়েছিলাম আমরা সবাই। বর্তমানে আমদানি-রফতানি স্বাভাবিক থাকায় বন্দর এলাকায় সবাই নিজ নিজ কাজে সময় পার করছি। তবে এখন বন্দরে সব স্বাভাবিক থাকলেও, নেপালের সরকার পতনের আন্দোলনের কারণে পাটের গাড়ি বাংলাদেশ থেকে নেপালে যাচ্ছে না। এতে বেশকিছু ট্রাক আটকা পড়েছে।’

বন্দরের উদ্ভিদ সংগনিরোধকেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর লতিফুলবাড়ি দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘আলু নেপালের উদ্দেশ্যে আজকে যাচ্ছে। তবে পাট রফতানিতে মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে। যেকোনো সময় অনুমোদন পেলে আবারও কার্যক্রম শুরু হবে।’

এ দিকে বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘বন্দরে বর্তমানে ২৫০ থেকে ৩০০ পণ্যবাহী ট্রাক বাংলাদেশ আমদানি হচ্ছে এবং বাংলাদেশ থেকে ৪০ থেকে ৫০ পণ্যবাহী ট্রাক রফতানি হচ্ছে। সবকিছু স্বাভাবিক থাকলেও নেপালের অভ্যন্তরের পরিস্থিতির কারণে বন্দরে কিছু পাটের গাড়ি আটকা পড়ে আছে। আমরা আশা করছি দ্রুত সমস্যা কেটে গিয়ে আবারো কার্যক্রম স্বাভাবিক হবে।’

বন্দর তথ্য, ২০২৪-২৫ অর্থবছরের শুরুতে দুদেশের মধ্যকার দ্বন্দ্বের কারণে ভুটান থেকে পাথর আমদানি বন্ধ হয়ে যায় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে। পরে সীমিত আকারে আমদানি শুরু হলেও, নতুন করে ভারতের সঙ্গে বাংলাদেশি ব্যবসায়ীদের পাথরের দাম নিয়ে মতবিরোধ দেখা দেয়। এতে বছরের শুরু থেকে ভারতের পাথর আমদানি পুরোপুরি বন্ধ হয়ে যায়।

এ দিকে ভুটানের আমদানি স্বাভাবিক থাকলেও- সেপ্টেম্বরের শুরু থেকে আবারো ভারত থেকে পাথর আমদানি শুরু হয়। এর মাঝে নেপালের সরকার পতন আন্দোলনে বন্দরে আটকা পড়ে রফতানি করা পাটের বেশ কিছু ট্রাক।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

এশিয়া কাপে হাড্ডাহাড্ডি লড়াই, সুপার ফোর নিশ্চিত কার? Sep 15, 2025
img
আলোচনা ভেস্তে দিতেই দোহায় হামলা : কাতারি আমির Sep 15, 2025
img
তিস্তা প্রকল্পে আগ্রহী চীন, পাঠাচ্ছে কারিগরি বিশেষজ্ঞ দল Sep 15, 2025
img
ভাঙ্গায় পুলিশের গাড়ি ভাঙচুর, ক্ষতিগ্রস্ত ৮ গাড়ি ও ১৯ মোটরসাইকেল Sep 15, 2025
img

কাতারে হামলা

নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী Sep 15, 2025
img
দেশবাসী আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করুন : জামায়াত সেক্রেটারি Sep 15, 2025
img
লেভেল ফোর কোচিং শেষ করলেন মঞ্জু Sep 15, 2025
img
ওমানকে হারিয়ে প্রথম জয় আমিরাতের Sep 15, 2025
img
বিসিবি নির্বাচনে খেলোয়াড় প্রতিনিধি চায় কোয়াব! Sep 15, 2025
img
নয় ঘণ্টার ম্যারাথন জেরা শেষে ইডির দপ্তর থেকে বের হলেন মিমি Sep 15, 2025
img
আমরা ১৭ বছর ক্ষমতায় নাই, তবুও মানুষের পাশে থাকার চেষ্টা করেছি: শামা ওবায়েদ Sep 15, 2025
img
আদালতকেন্দ্রিক ড্রামায় শাহ্‌ বানু চরিত্রে ইয়ামি গৌতম Sep 15, 2025
img
মাঝআকাশে যাত্রীর প্রাণ বাঁচালেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী Sep 15, 2025
রানীর মতো ফিরলেন অপু বিশ্বাস, ব্রাইডাল লুকে মুগ্ধ ভক্তরা Sep 15, 2025
‘আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম’ হেনস্তা নিয়ে মুখ খুললেন সোহা Sep 15, 2025
আশা টিকে আছে! সুপার ফোরে উঠতে বাংলাদেশের সামনে তিনটি পথ Sep 15, 2025
ইউরোপে তিন পরাশক্তির জয়ের হ্যাটট্রিক Sep 15, 2025
গতকালের ঘটনার যে ব্যাখ্যা দিলেন সূর্যসেন হলের ভিপি Sep 15, 2025
৪৫বছরেও আলোর মুখ দেখেনি কুমিল্লা-ঢাকা সরাসারি রেল যোগাযোগ Sep 15, 2025
রাশিয়া জানালো, ভারত-বিরোধী যে কোনো পদক্ষেপ ফলহীন! Sep 15, 2025