নেপালের রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশি পাট রপ্তানিতে ধস!

ভারত ও ভুটান থেকে আমদানি করা বোল্ডার পাথরবোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করলেও নেপালের অভ্যন্তরে চলা সরকার পতনের আন্দোলনে গত এক সপ্তাহ ধরে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আটকা পড়েছে রফতানি করা একাধিক পাটের ট্রাক। এতে নেপালের রাজনৈতিক সংকটেরমুখে বাংলাদেশে পাট ব্যবসায় ধস নেমেছে বলে জানান সংশ্লিষ্টরা।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বন্দর এলাকায় কর্মযজ্ঞ চললেও রফতানি করা পাটের ট্রাক নিয়ে দুশ্চিন্তা করতে দেখা গেছে চালকদের। তবে বন্দর কর্তৃপক্ষের দাবি, দ্রুত সমস্যার সমাধান হলে আবারও স্বাভাবিক হবে নেপালে রফতানি কার্যক্রম।

কুষ্টিয়া থেকে পাট নিয়ে আসা গাড়িচাল রনি ইসলাম ও সাইফুল ইসলাম দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘গত সাত দিন আগে আমরা পাটের গাড়ি নিয়ে বন্দরে এসেছি। এখানে এসে আটকা পরে মানবেতর অবস্থায় আছি। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি তারা বলছেন, বিষয়টি দেখা হচ্ছে। না জানি কবে সমস্যার সমাধান হবে এবং আমরা কবে গাড়ি নিয়ে নেপাল যেতে পারবো‌‌।

এ দিকে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিক নেতারা দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘বিগত কয়েক মাস নানা সমস্যার সম্মুখীন হয়েছিলাম আমরা সবাই। বর্তমানে আমদানি-রফতানি স্বাভাবিক থাকায় বন্দর এলাকায় সবাই নিজ নিজ কাজে সময় পার করছি। তবে এখন বন্দরে সব স্বাভাবিক থাকলেও, নেপালের সরকার পতনের আন্দোলনের কারণে পাটের গাড়ি বাংলাদেশ থেকে নেপালে যাচ্ছে না। এতে বেশকিছু ট্রাক আটকা পড়েছে।’

বন্দরের উদ্ভিদ সংগনিরোধকেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর লতিফুলবাড়ি দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘আলু নেপালের উদ্দেশ্যে আজকে যাচ্ছে। তবে পাট রফতানিতে মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে। যেকোনো সময় অনুমোদন পেলে আবারও কার্যক্রম শুরু হবে।’

এ দিকে বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘বন্দরে বর্তমানে ২৫০ থেকে ৩০০ পণ্যবাহী ট্রাক বাংলাদেশ আমদানি হচ্ছে এবং বাংলাদেশ থেকে ৪০ থেকে ৫০ পণ্যবাহী ট্রাক রফতানি হচ্ছে। সবকিছু স্বাভাবিক থাকলেও নেপালের অভ্যন্তরের পরিস্থিতির কারণে বন্দরে কিছু পাটের গাড়ি আটকা পড়ে আছে। আমরা আশা করছি দ্রুত সমস্যা কেটে গিয়ে আবারো কার্যক্রম স্বাভাবিক হবে।’

বন্দর তথ্য, ২০২৪-২৫ অর্থবছরের শুরুতে দুদেশের মধ্যকার দ্বন্দ্বের কারণে ভুটান থেকে পাথর আমদানি বন্ধ হয়ে যায় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে। পরে সীমিত আকারে আমদানি শুরু হলেও, নতুন করে ভারতের সঙ্গে বাংলাদেশি ব্যবসায়ীদের পাথরের দাম নিয়ে মতবিরোধ দেখা দেয়। এতে বছরের শুরু থেকে ভারতের পাথর আমদানি পুরোপুরি বন্ধ হয়ে যায়।

এ দিকে ভুটানের আমদানি স্বাভাবিক থাকলেও- সেপ্টেম্বরের শুরু থেকে আবারো ভারত থেকে পাথর আমদানি শুরু হয়। এর মাঝে নেপালের সরকার পতন আন্দোলনে বন্দরে আটকা পড়ে রফতানি করা পাটের বেশ কিছু ট্রাক।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব Sep 15, 2025
img
আবুধাবিতে ওমানকে ১৭৩ রানের লক্ষ্য দিল আমিরাত Sep 15, 2025
img
বাগদান সারলেন হুমা কুরেশি! Sep 15, 2025
img
জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক Sep 15, 2025
img
নেটফ্লিক্স, থ্রিলার ও মহাকাব্যিক ছবিতে সানি দেওলের ব্যস্ত সময় Sep 15, 2025
img
বেনেটের সেঞ্চুরি মিসেও জিম্বাবুয়ের বড় জয় Sep 15, 2025
img
পিআর একটি সুপরিকল্পিত মাস্টারপ্ল্যান : রিজভী Sep 15, 2025
img
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন জরুরি: ইইউ রাষ্ট্রদূত Sep 15, 2025
img
এনসিপির সংগঠক শিরীনকে সাময়িক অব্যাহতি Sep 15, 2025
img
নির্বাচন যারা বানচাল করার চেষ্টা করছে তারা সচিবালয়ে অবস্থান করছে: ফারুক Sep 15, 2025
img
চ্যাম্পিয়ন হয়েও মূল পর্বে খেলছে না ঋতুপর্ণা-মনিকাদের রাঙামাটি Sep 15, 2025
img
সেমন্তী সৌমির পছন্দ দেশি ছেলে! Sep 15, 2025
img
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠায় একযোগে কাজ করতে হবে : চসিক মেয়র Sep 15, 2025
img
রাজপথ নয়, এখন সময় জনগণের মালিকানা বুঝিয়ে দেওয়ার : আমীর খসরু Sep 15, 2025
img
শৈশবে ভোরে ফুল বিক্রি করে ইডলি কিনতেন ধানুশ Sep 15, 2025
img
যুগ্মসচিব পদে পদোন্নতি পাওয়া দুই ডিসি প্রত্যাহার Sep 15, 2025
img
২ কোটি ২৮ লাখ টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছি : তনুশ্রী দত্ত Sep 15, 2025
নায়িকা মানেই প্রতিদ্বন্দ্বী? আনুশকা-প্রিয়াঙ্কার দ্বন্দ্ব ফের সামনে এলো | Sep 15, 2025
img
বাংলাদেশ ম্যাচের আগে আফগানিস্তান দলের জন্য দুঃসংবাদ Sep 15, 2025
img
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক Sep 15, 2025