কুয়েতে পৌঁছেছেন বাংলাদেশের ব্যবসায়ী নেতারা

কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেসিসিআই) দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে কুয়েতে পৌঁছেছেন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং শীর্ষ ব্যবসায়ী নেতাদের একটি দল। এতে কুয়েত-বাংলাদেশের নতুন বাণিজ্যিক একটি অধ্যায় সৃষ্টি হবে ধারণা করছেন অংশগ্রহণকারীরা।

কুয়েতে এই প্রথমবারের মতো কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেসিসিআই) ব্যবসায়ীদের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সভার আয়োজন করেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস।কুয়েতের বর্তমান রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন দায়িত্ব নেওয়ার পর থেকে প্রবাসীদের কল্যাণে অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন।

এতে নতুন ভিসায় কুয়েতে গিয়ে প্রবাসীদের ভোগান্তি কমতে শুরু করছে। ভিসা সত্যায়নে কঠোরতা, দূতাবাসে প্রতি মাসে গণশুনানি ও কাজের জবাবদিহিতা নিশ্চিত করা, দূতাবাস স্টাফদের নেমপ্লেট বাধ্যতামূলক করে পরিচয় নিশ্চিত, অসাধু দালাল শনাক্ত করে বিচারের আওতায় আনা, ভিসা ও পাসপোর্ট প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতিশীলতা, দূতাবাসের ফেসবুক পেজ ও ওয়েবসাইট হালনাগাদ করে তথ্য সেবা বৃদ্ধি, অভিযোগ বাক্স ও হটলাইন চালু রাখা, মৃত প্রবাসীর মরদেহ সরকারি খরচে ৩-৭ দিনের মধ্যে দেশে পাঠানোর ব্যবস্থা, দূতাবাসের দুর্নীতিপরায়ণ ও অযোগ্য কর্মকর্তাদের অব্যাহতি এবং যোগ্য জনবল নিয়োগ, ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেই চলেছেন।

এরই ধারাবাহিকতায় কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেসিসিআই) সঙ্গে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীদের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সভার আয়োজন করা হয়েছে। বাণিজ্যিক সভায় বাংলাদেশের পোশাক, ওষুধ, কৃষি শিল্পসহ বাংলাদেশে বিভিন্ন প্রস্তুতকারক ও রপ্তানিকারক শিল্প কুয়েতের বাজারে প্রবেশের বিশেষ ভূমিকা রাখার একটি পথ উন্মুক্ত হতে পারে।

কেসিসিআইর দ্বিপাক্ষিক বাণিজ্যিক সভায় যোগদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কুয়েতে পৌঁছান বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খান, উপ-সচিব মনসুরিন খান চৌধুরী, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (FBCCI) চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (FBCCI) ব্যবস্থাপনা পরিচালক ড. এবিএম হারুন, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (BGMEA) পরিচালক ড. রশিদ আহমেদ হোসেনী, বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (BKMEA) সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (BAPI) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা লোকিয়াত উল্লাহ, বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (BAPI) বিপণন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রধান ও বাংলাদেশ আগ্রা-প্রসেসার্স অ্যাসোসিয়েশন (BAPA) নির্বাহী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। এ ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (পশ্চিম এশিয়া) এম. আরিকুজ্জামান তিয়াশ কুয়েত সফর করবেন বলে তথ্য পাওয়া গেছে।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আগস্টে ৪৯ মামলায় জড়িত ৩১১ দুর্নীতিবাজ Sep 15, 2025
img
১৫ কেজির কোরাল মাছ বিক্রি ১৮ হাজারে Sep 15, 2025
img
শ্রীলঙ্কার সামনে হংকংয়ের ১৫০ রানের চ্যালেঞ্জ Sep 15, 2025
img
নিকুঞ্জে নাগরিক জাগরণ: হারানো শান্তি ফিরে পাওয়ার গল্প Sep 15, 2025
img
সুপার ফোরে খেলবে বাংলাদেশ, আত্মবিশ্বাসী কোচ Sep 15, 2025
img
ম্যাচের আগে বাংলাদেশের প্রশংসায় জনাথন ট্রট Sep 15, 2025
img
অসুস্থ অমিতাভকে ২০০ জন ৬০ ব্যাগ রক্ত দিয়েছিলেন Sep 15, 2025
img
অতিরিক্ত ৬ বছরের কারাভোগ শেষে ভারতে ফিরলেন রামাতা Sep 15, 2025
এশিয়া কাপে হাড্ডাহাড্ডি লড়াই, সুপার ফোর নিশ্চিত কার? Sep 15, 2025
img
আলোচনা ভেস্তে দিতেই দোহায় হামলা : কাতারি আমির Sep 15, 2025
img
তিস্তা প্রকল্পে আগ্রহী চীন, পাঠাচ্ছে কারিগরি বিশেষজ্ঞ দল Sep 15, 2025
img
ভাঙ্গায় পুলিশের গাড়ি ভাঙচুর, ক্ষতিগ্রস্ত ৮ গাড়ি ও ১৯ মোটরসাইকেল Sep 15, 2025
img

কাতারে হামলা

নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী Sep 15, 2025
img
দেশবাসী আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করুন : জামায়াত সেক্রেটারি Sep 15, 2025
img
লেভেল ফোর কোচিং শেষ করলেন মঞ্জু Sep 15, 2025
img
ওমানকে হারিয়ে প্রথম জয় আমিরাতের Sep 15, 2025
img
বিসিবি নির্বাচনে খেলোয়াড় প্রতিনিধি চায় কোয়াব! Sep 15, 2025
img
নয় ঘণ্টার ম্যারাথন জেরা শেষে ইডির দপ্তর থেকে বের হলেন মিমি Sep 15, 2025
img
আমরা ১৭ বছর ক্ষমতায় নাই, তবুও মানুষের পাশে থাকার চেষ্টা করেছি: শামা ওবায়েদ Sep 15, 2025
img
আদালতকেন্দ্রিক ড্রামায় শাহ্‌ বানু চরিত্রে ইয়ামি গৌতম Sep 15, 2025