সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে বহুল আলোচিত সিরিজ ‘আকা’। ভিকি জাহেদের সঙ্গে আফরান নিশোর আরেকটি কাজ, যা বেশ আলোচনার জন্ম দিয়েছে দর্শকদের মাঝে। তবে এবার নেতিবাচক আলোচনাই যেন বেশি! দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সিরিজটি নিয়ে। গল্প ও অভিনয়ের প্রশংসা থাকলেও একটি বিষয় নিয়ে সমালোচনা বাড়ছে—সিরিজজুড়ে অতিরিক্ত গালিগালাজের ব্যবহার।
দর্শকদের অভিযোগ, অশালীন ভাষার মাত্রাতিরিক্ত ব্যবহার সিরিজটিকে পারিবারিকভাবে দেখার উপযোগিতা নষ্ট করেছে। অনেকেই বলছেন, কাহিনির গতি ও আবহ বজায় রাখার জন্য কিছুটা রুক্ষ ভাষা হয়তো গ্রহণযোগ্য, কিন্তু বারবার গালিগালাজ শুনতে বিরক্তিকর মনে হয়েছে।
তবে সিরিজটির অভিনেতা আজিজুল হাকিম মনে করছেন, গল্পের প্রয়োজনে গালিগালাজ থাকতে পারে। সম্প্রতি এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি।
আজিজুল হাকিম বলেন, ‘এ ধরনের গালিগালাজ কায়সার চাচা চরিত্রটির স্বাভাবিক আচরণের মধ্যে পড়ে। সেসব ফুটিয়ে তুলতে যতটুকু করা দরকার আমি করেছি। তবে চরিত্রটিতে আরও বেশি গালাগাল ছিল। দর্শকদের কাছে যেন বেশি খারাপ না লাগে পরিচালকের সঙ্গে আলাপ করে সেই অনুযায়ী করার চেষ্টা করেছি।
আমার কাছে যতটুকু স্ল্যাং দরকার মনে হয়েছে সেটুকু ব্যবহার করা হয়েছে।’
তবে অহেতুক গালিগালাজের পক্ষে নন জানিয়ে আজিজুল হাকিম আরো বলেন, ‘আমি অযথা গালাগালির পক্ষে না। চরিত্রের প্রয়োজনে স্ল্যাং থাকতে পারে। একটা সময় অনেকে বলতেন আঞ্চলিক ভাষায় নাটক হচ্ছে। ক্যারেক্টার যদি আঞ্চলিক ভাষায় কথা বলে তাহলে হতেই পারে।
কিন্তু অযথা হাইপ সৃষ্টি করতে কিংবা লজিক ছাড়া গালিগালাজ থাকলে দর্শক সেটা ছুঁড়ে ফেলবেন।’
এসএন