৪০ বছরে ব্রাজিল দলে ফিরতে পারেন সিলভা, ইঙ্গিত আনচেলত্তির

২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিদায়ের পর আর জাতীয় দলে দেখা যায়নি অভিজ্ঞ ডিফেন্ডার থিয়েগো সিলভাকে। ইতোমধ্যে বয়সটাও ৪০ এর কোটায় পৌঁছায় তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ বলেই মনে করেন অনেকে। তবে ব্রাজিলের প্রধান কোচ যে এখন কার্লো আনচেলত্তি, যার কাছে দলে ডাক পাওয়ার জন্য পারফরম্যান্স এবং ফিটনেসই আসল। তাই তো তিনি সিলভাকে নিয়ে আশার বাণী শুনিয়েছেন।

ব্রাজিল জাতীয় দলের হয়ে ১১৩টি ম্যাচ খেলা এই সেন্টারব্যাক ইউরোপীয় ফুটবল ছেড়ে বর্তমানে খেলছেন শৈশবের ঠিকানা ফ্লুমিনেন্সের হয়ে। ২০২৪ সালে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর চেলসি ছাড়েন সিলভা। এরপর গত জুনে ফ্লুমিনেন্সের হয়ে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালেও উঠেছিলেন। দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ৪০ বছর বয়সেও পারফরম্যান্সের কারণে ফের আলোচনায় আসেন সিলভা।

এদিকে, ব্রাজিলের বর্তমান কোচ আনচেলত্তির অধীনে এর আগে ইতালিয়ান ক্লাব এসি মিলান এবং ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) খেলেছেন এই ব্রাজিলিয়ান তারকা। ফলে কাছ থেকে পরস্পরের চেনা-জানা ও পরিচিতি আছে। আগের সংযোগ এবং বর্তমানেও মাঠের ফুটবলে ফুরিয়ে না যাওয়ার মনোভাব পুনরায় সিলভাকে কাছাকাছি এনেছে আনচেলত্তির। সাম্প্রতিক সময়ে কথা হয়েছে দুজনের। এরপর ইতালিয়ান কোচ জানিয়েছেন, ফ্লুমিনেন্স তারকাকে জাতীয় দলের স্কোয়াডে পেলে ভালো লাগবে তার। একইসঙ্গে ক্লাবের হয়ে পারফরম্যান্সে ধারাবাহিকতা রক্ষারও পরামর্শ দিয়েছেন।



বয়স বাড়লেও কেন সিলভাকে সেলেসাও স্কোয়াডে দেখতে চান সেই ব্যাখ্যাও দিয়েছেন আনচেলত্তি। গত মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছেড়ে এসি মিলানে যোগ দিয়েছেন লুকা মদ্রিচ। তার পাশাপাশি ক্লাবটির আরেক কিংবদন্তি পাউলো মালদিনির উদাহরণ টেনে ব্রাজিল কোচ বলেন, ‘থিয়েগো সিলভাকে আমি খুব ভালোভাবে জানি। আমিই তাকে এসি মিলান ও পিএসজি সাইনিং করাই। ১০ দিন আগে তার সঙ্গে কথা হয়েছে, তাকে জাতীয় দলে ডাকার বিষয়ে আমার কোনো পাসপোর্ট কিংবা বয়স দেখার প্রয়োজন নেই। যদি সিলভা অন্য কারও চেয়ে ভালো খেলে, তাকে নিতে কোনো সমস্যা হওয়ার কথা নয়।’

‘গত বছরও রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলেছে ক্লাবটির (অন্যতম) সেরা ফুটবলার মদ্রিচ, যার বয়স ছিল ৪০ বছর। ২০০৭ সালে আমি যখন চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি, তখন এসি মিলানের অধিনায়ক ছিল মালদিনি। ওই সময় তার বয়সও ৪০ বছর ছিল’, আরও যোগ করেন আনচেলত্তি। ব্রাজিল কোচের কথার সূত্র ধরে যদি অদূর ভবিষ্যতে সিলভাকে জাতীয় দলের আইকনিক হলুদ জার্সিতে ফের দেখার ভাবনা কারও মাথায় আসে, তাও অমূলক হবে না!

কনমেবল (লাতিন ফুটবলের সর্বোচ্চ সংস্থা) বিশ্বকাপ বাছাইপর্বে পাঁচ নম্বরে থেকে মেগা টুর্নামেন্টটির প্রস্তুতি সেরেছে ব্রাজিল। যদিও তাদের সাফল্যের পরিসংখ্যান নিজেদের ইতিহাসে সবচেয়ে খারাপ। তবে আনচেলত্তির ছোঁয়ায় বিশ্বকাপের আগেই ব্রাজিল দল গোছানো ও ফেভারিটের তকমা পাওয়ার উপযোগী হয়ে উঠবে সেটাই প্রত্যাশা ফুটবলভক্তদের। আগামী অক্টোবরে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আসন্ন এশিয়া সফরে সিলভা আনচেলত্তির স্কোয়াডে ডাক পান কি না সেটাই দেখার বিষয়!

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নারায়ণগঞ্জে আ. লীগ নেতা ডালিম গ্রেপ্তার Sep 17, 2025
img
চাকসু নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাফি Sep 17, 2025
img
আগামী নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে : দুদু Sep 17, 2025
img
সেনাপ্রধানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Sep 17, 2025
img
মনোনয়নপত্র নিলেন সাদিক কায়েমের ছোট ভাই Sep 17, 2025
img
প্রতিরক্ষা সহযোগিতা এগিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ: মার্কিন দূতাবাস Sep 17, 2025
img
পিআর নিয়ে আলোচনার টেবিলে আসুন: সালাহউদ্দিন আহমদ Sep 17, 2025
img
‘জানেই না তাদের ভেতরটা কত কুৎসিত’ কাদের বিষয়ে বললেন প্রভা? Sep 17, 2025
img
জাতিসংঘ অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা Sep 17, 2025
img
ডাকসুতে শিবিরের জয় জামায়াতের জাতীয় পর্যায়ের চ্যালেঞ্জ : তাসনুভা জাবিন Sep 17, 2025
img
আগামীর রাজনীতি হবে মেধানির্ভর : পুতুল Sep 17, 2025
img

জবানবন্দিতে নাহিদ ইসলাম

রাজাকারের নাতিপুতি ট্যাগ দেওয়া শিক্ষার্থীদের জন্য ছিল অমর্যাদাকর জবানবন্দিতে নাহিদ Sep 17, 2025
img
অ্যাডিশনাল ডিআইজি জালাল উদ্দিন চৌধুরী আর নেই Sep 17, 2025
img
দুর্গাপূজাকে ঘিরে যেকোনো হীন উদ্দেশ্য ব্যর্থ করে দিতে হবে : মির্জা ফখরুল Sep 17, 2025
img
আমি মুখ খুললে চাহালই বিপদে পড়বে : ধনশ্রী Sep 17, 2025
img
আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে কোন দলকে সমর্থন করবেন নাসুম Sep 17, 2025
img
অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সফরসঙ্গী হচ্ছেন ৪ রাজনীতিবিদ Sep 17, 2025
img
দুর্গাপূজায় ১৫ বছর অনুদান ছিল দুই কোটি টাকা, এবার পাঁচ কোটি : স্বরাষ্ট্র উপদেষ্টা Sep 17, 2025
img
আদর্শ মানুষ গড়তে নৈতিক শিক্ষার বিকল্প নেই : মেয়র শাহাদাত Sep 17, 2025
img
তিন মাসের জন্য নিষিদ্ধ হলেন নেদারল্যান্ডসের ফাস্ট বোলার Sep 17, 2025