বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ও বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, আগামীর রাজনীতি হবে মেধানির্ভর। এটাই তারেক রহমানের রাজনৈতিক অঙ্গীকার।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে লালপুরের প্রয়াত মন্ত্রী ফজলুর রহমান পটলের বাসভবনে কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভিপি নির্বাচিত হওয়ায় ছাত্রদলকর্মী শেখ রিফাদ মাহামুদকে সংবর্ধনা প্রদান শেষে পুতুল এ কথা বলেন।
ফারজানা শারমিন পুতুল বলেন, আজকের বাংলাদেশ এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে, যেখানে সবখানেই অচলাবস্থা।
এই অচলাবস্থা থেকে মুক্তির একমাত্র উপায় হলো রাজনীতিকে নতুন ধারায় রূপান্তর করা। সেই নতুন ধারা হচ্ছে মেধা, যোগ্যতা ও সততার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা।
পুতুল বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে রাজনৈতিক দর্শন তুলে ধরেছেন, তা আগামী বাংলাদেশের দিকনির্দেশক। তিনি সব সময় বলেছেন ক্ষমতার জন্য রাজনীতি নয়, বরং রাষ্ট্র গঠনের জন্য রাজনীতি করতে হবে।
আর সেই রাষ্ট্র গঠন সম্ভব কেবল যোগ্য ও মেধাবী নেতৃত্বের মাধ্যমেই।’
তিনি আরো বলেন, ‘কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (সিএসএ) ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন নাটোর জেলা ছাত্রদলের কর্মী শেখ রিফাদ মাহমুদ। এটা শুধু নাটোর নয়, সমগ্র ছাত্রদল পরিবারের জন্য গর্বের বিষয়। তার সামনের দিনের পথ চলায় বিএনপি ও তারেক রহমান সব সময় পাশে থাকবে।
’
এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপি সাবেক সদস্যসচিব হারুনুর রশিদ পাপ্পু, যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, জেলা ছাত্রদলের সহসভাপতি মিনহাজুল রহমান মনির প্রমুখ।
ইএ/টিএ