আমাদের চাপ নেই, শ্রীলঙ্কা চাপে থাকবে: গুলবাদিন

হংকং চায়নার বিপক্ষে জিতলেও বাংলাদেশের সঙ্গে পেরে উঠতে পারেনি আফগানিস্তান। অর্থাৎ দুই ম্যাচ খেলা আফগানদের এক জয়ের বিপরীতে হার আছে একটিতে। দুই পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থাকলেও নেট রান রেটে সবার চেয়ে এগিয়ে আফগানিস্তান। রশিদ খানদের নেট রান রেট +২.১৫০ হওয়ায় শেষ ম্যাচ জিতলেই সুপার ফোরে জায়গা করে নেবে তারা। ১৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে তাই আফগানিস্তানের জয় চাই ই।

আফগানিস্তান যদি জিততে না পারে তাহলে ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরে উঠে যাবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। আফগানদের সঙ্গে ৭০ রান কিংবা তার চেয়ে বেশি ব্যবধানে অথবা ৫৩ বল বাকি থাকতে হারলে বাদ পড়বেন চারিথ আসালাঙ্কা। ৪ পয়েন্টের সঙ্গে নেট রান রেটও ভালো থাকায় সবচেয়ে স্বস্তিতে শ্রীলঙ্কা। যদিও গুলবাদিন নাইব মনে করেন, আফগানিস্তানের চেয়ে শ্রীলঙ্কা বেশি চাপে থাকবে।

এ প্রসঙ্গে গুলবাদিন বলেন, ‘আমরা এসব টুর্নামেন্ট খেলে এখন অভ্যস্ত। কোনো চাপ নেই। হ্যাঁ, শ্রীলঙ্কা ভালো দল। তারা জিততে চাইবে। আপনি যদি ভাবেন আমরা চাপে আছি, শ্রীলঙ্কাও কিন্তু চাপে। তারা ২টা ম্যাচ জিতেছে, একটা বাকি আছে। আমরা একটা হেরেছি আর একটা জিতেছি। বাংলাদেশের ক্ষেত্রেও তাই। আপনি যখন পেশাদার ক্রিকেট খেলবেন তখন প্রত্যেকটা দিনই কঠিন। আমার মনে হয় দারুণ একটা ম্যাচ হবে।’

২০১৯ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সমীকরণ নির্ভর করেছিল আফগানিস্তান ম্যাচের উপর। প্রথম ছয় ম্যাচের সবকটিতে হেরে আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল আফগানিস্তান। সেই সময় দেশটির অধিনায়ক গুলবাদিন বলেছিলেন, ‘আমরা তো ডুবেছিই, তবে তোমাদের নিয়েই ডুবব।’ এবারও বাংলাদেশের সুপার ফোরে যাওয়া নির্ভর করছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচের উপর।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে যদি শ্রীলঙ্কা জিতে যায় তাহলে তাদের সঙ্গে সেরা চারে যাবে বাংলাদেশ। আর যদি আফগানিস্তান জেতে তাহলে তখন নেট রান রেটের হিসেবে আসবে। স্বাভাবিকভাবেই নিজেদের জয়ের কথাই ভাববে আফগানরা। তবুও ম্যাচের আগের দিন পুরনো সামনে এনে গুলবাদিনের কাছে জানতে চাওয়া হয় এবারও তারা এমন কিছুই ভাবছে কিনা।

এ প্রশ্নের জবাবে আফগান অলরাউন্ডার বলেন, ‘দেখুন- প্রত্যেকটা দিন একটা নতুন দিন। অতীতে আপনি কী করেছেন কিংবা কী অর্জন করেছেন সেটার দিকে তাকাতে পারবেন না। প্রত্যেকটা দিনই চ্যালেঞ্জিং। আপনি যদি আমাদের ক্রিকেট দেখেন আমরা এখন আর ২০১৯ সালের অবস্থায় নেই। আমাদের জন্য নতুন একটা স্টেজ।’

‘আমরা অনেক কিছু অর্জন করেছি। আমাদের ক্রিকেট বোর্ড ভারত কিংবা অস্ট্রেলিয়ার বোর্ডের মতো নয়। কঠিন একটা সিচুয়েশন এবং আমরা এরকম সিচুয়েশন পছন্দ করি। আমরা এমন সিচুয়েশনের সঙ্গে বেশ পরিচিত। এরকম কঠিন সিচুয়েশন ফেস করতে আমরা ভালোবাসি। আপনি যদি আমাদের ক্রিকেট ইতিহাস দেখেন আমরা একটা কোথায় ছিলাম আর এখন কোথায় আছি। দুইটা সময়ের অনেক পার্থক্য।’

ইএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
যুক্তরাষ্ট্রের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসিকে প্রকাশ্যে 'শয়তান' আখ্যা ট্রাম্পের Nov 07, 2025
img
বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত অন্তত ৩১ Nov 07, 2025
img
ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না : মির্জা ফখরুল Nov 07, 2025
img
গত আট মাসের মধ্যে প্রথমবার অক্টোবর মাসে রপ্তানি কমলো চীনের Nov 07, 2025
img
আর নেই বলিউড অভিনেত্রী জেরিন খান Nov 07, 2025
img
গণতন্ত্রকে হুমকির মুখে ফেলতে বিভিন্ন চক্রান্ত চলছে: মির্জা ফখরুল Nov 07, 2025
img
জাপানের জনশক্তির ঘাটতি পূরণের উদ্যোগ বাংলাদেশের Nov 07, 2025
img
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান Nov 07, 2025
img
জায়েদ খানের অতিথি ঋতুপর্ণা Nov 07, 2025
img
তৃতীয় বিমানবাহী রণতরী নামালো চীন Nov 07, 2025
img
নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ Nov 07, 2025
img
আফগানিস্তানকে স্তব্ধ করল নেপালের রশিদ খানের হ্যাটট্রিক! Nov 07, 2025
img
সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, দেশবাসীকে সতর্ক থাকার অনুরোধ Nov 07, 2025
img
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক ইপিজেড শ্রমিকের Nov 07, 2025
img
খুলনার আওয়ামী লীগ নেতা কাজী ফয়েজ মাহমুদ গ্রেপ্তার Nov 07, 2025
img
রাজস্থানেই বিয়ে করবেন বিজয়-রাশমিকা Nov 07, 2025
img
বাগেরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ জনের Nov 07, 2025
img
কাছের মানুষ হারালেন হৃতিকের প্রাক্তন স্ত্রী Nov 07, 2025
img
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে জায়গা হয়নি উইলিয়ামসনের Nov 07, 2025
img
জামায়াত এখন জিয়াউর রহমানের বিএনপির মতোই জনপ্রিয় : তাহের Nov 07, 2025