আগে বায়ার্ন মিউনিখকে হারাই, তারপর পরের ম্যাচ নিয়ে ভাবব: চেলসি কোচ

দুই মৌসুম পর ফিরেই জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ মিশন শুরু হচ্ছে চেলসির। অতীত পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও এ ম্যাচে জয় তুলে নেয়ার লক্ষ্য ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়নদের। অন্যদিকে ঘরের মাঠে আত্মবিশ্বাস নিয়ে নামার বার্তা হ্যারি কেইনদের।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ১টায় শুরু হবে ম্যাচ।

দুই মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগে ফেরা চেলসির। এই দুই বছরে বদলে গেছে চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাট। তবে লম্বা সময়েও চেলসি বদলাতে পারেনি বায়ার্ন মিউনিখের বিপক্ষে তাদের রেকর্ড। জার্মান জায়ান্টদের বিপক্ষে খেলা ৬০ শতাংশ ম্যাচই হেরেছে ব্লুজ। তাই বলা যায় ইউসিএল-এ ফিরেই যেনো আগুনের মুখে চেলসি।

তবে এই চেলসি এখন বদলে গেছে। যার প্রমাণ এঞ্জো মারেসকার শিষ্যরা দিয়েছে ক্লাব বিশ্বকাপে। আবার এটাও ঠিক, সেই ফর্ম ব্লুরা এখন পর্যন্ত দেখাতে পারেননি লিগে। তাই মিশ্র একটা পরিস্থিতির মাঝেই চ্যাম্পিয়ন্স লিগ শুরু হচ্ছে তাদের। তবে স্বস্তির খবর পুরোপুরি ফিট হয়েছেন কোল পালমার। তাই মারেসকা তার সেরা একাদশই পাচ্ছেন মহারণের আগে। লড়াইয়ে নামার আগে বায়ার্নকে হারানোর হুঁশিয়ারি দিয়ে রেখেছেন চেলসি কোচ।
গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি সব সময় ম্যাচ বাই ম্যাচ নিয়ে চিন্তা করি। আগে বায়ার্ন মিউনিখকে হারাই, তারপর পরের ম্যাচ নিয়ে ভাবব। আমরা যে দলের বিপক্ষে খেলতে যাচ্ছি ওরা টুর্নামেন্টের সেরা তিন দলের মধ্যে একটি। সুতরাং কঠিন ম্যাচ হবে।’

২০১১-১২ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের দুঃখ বাদ দিলে চেলসির বিপক্ষে সমৃদ্ধ রেকর্ড বায়ার্ন মিউনিখের। সেটা অবশ্যই এগিয়ে রাখবে বাভারিয়ানদের। তার ওপর ম্যাচ হবে অ্যালিয়েঞ্জ অ্যারেনায়। এখন পর্যন্ত লিগ চলছে তাদের ঠিকঠাক। ইনজুরির কারণে লম্বা সময় দলকে সার্ভিস দিতে পারবে না জামাল মুসিয়ালা। এছাড়াও আলফোনসো ডেভিস এবং রাফায়েল গুরেইরোর খেলা নিয়ে আছে সংশয়।

ম্যাচ নিয়ে গণমাধ্যমকে বায়ার্নের তারকা স্ট্রাইকার হ্যারি কেইন বলেন, ‘আমরা যখন অ্যালিয়েঞ্জ অ্যারেনায় খেলতে নামি, সেটা ফেবারিট হিসেবেই। অবশ্যই আমরা পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে খেলি এবং এই ম্যাচেও আমাদের অবস্থান একই। তবে চেলসির মতো একটা দলের বিপক্ষে জয় পেতে হলে আমাদের সর্বোচ্চ লেভেলের পারফর্ম করতে হবে।’

এদিন রাতে অবশ্য থাকছে একাধিক বিগ ম্যাচের উত্তাপ। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই আগুনের মুখে অ্যাতলেটিকো মাদ্রিদ। ইপিএলে দুর্দান্ত সময় কাটানো লিভারপুলের মাঠে গিয়ে খেলাটা সব সময়ই চ্যালেঞ্জিং। তবে এই জায়গায় অল রেডস বেশ সাবধানী। ধারে ভাবে প্রতিপক্ষের চেয়ে এগিয়ে থাকলেও অতি আত্মবিশ্বাসী হচ্ছে না আর্ন স্লট। এই ম্যাচে লিভারপুলের হয়ে অভিষেক হওয়ার সম্ভাবনা আছে আলেক্সান্ডার ইসাকের।

লিভারপুল কোচ আর্নে স্লট বলেন, ‘ইসাকের অভিষেক হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। কারণ তাকে ঘিরেই আমরা পরিকল্পনা সাজিয়েছি। তবে হয়তো পুরো ৯০ মিনিট সে খেলবে না। আমাদের গেম প্ল্যানে এমন কিছু নেই। অ্যানফিল্ডে হয়তো আমরা কিছুটা সুবিধা পাবো। তবে সতর্ক থাকতে হবে। কারণ ওরা ভালো দল।’

লিভারপুল বায়ার্ন কিংবা চেলসির তুলনায় সহজ প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করছে চ্যাম্পিয়ন্স পিএসজি। পার্ক দো প্রিন্সেসে আতালান্তা বলতে গেলে সহজ প্রতিপক্ষই। তবে তাদের ভাবতে হচ্ছে ইনজুরি নিয়ে। আন্তর্জাতিক বিরতি শেষে দেম্বেলে এবং ডিসায়ার ডুয়ো দলের সঙ্গে যোগ দিয়ে।

ইএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
জাহানারার অভিযোগে বরখাস্ত করাসহ যেসব পদক্ষেপ নিচ্ছে বিসিবি Nov 07, 2025
img
পাঁচ বলের খেলায় জীবনের মানে খুঁজলেন জিৎ Nov 07, 2025
img
নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও জুলাই ব্যবসা চলবে না: ডাকসু ভিপি Nov 07, 2025
img
নতুন লুকে বনানীতে জনসমাগমে শাকিব Nov 07, 2025
img
ঐক্য ও দেশপ্রেমে জাতি সব বাধা অতিক্রম করতে পারে : চসিক মেয়র Nov 07, 2025
img
শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য লড়াই চালিয়ে যাব: নাহিদ ইসলাম Nov 07, 2025
img
নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারো নেই : প্রেস সচিব Nov 07, 2025
img
বৃহৎ নেতৃত্বের জন্য তরুণদের প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির Nov 07, 2025
ভোলার বিভিন্ন মাছ ঘাটে বসছে সামুদ্রিক মাছের হাট Nov 07, 2025
রিজুর গান যেখানে মিশে আছে ভালোবাসা, সুর আর স্বপ্ন Nov 07, 2025
img
বয়স নয়, স্থবিরতাই বার্ধক্যের চিহ্ন: হৃতিক রোশন Nov 07, 2025
img
এক বছর পর ফ্রান্সের জাতীয় দলে ডাক পেলেন কন্তে Nov 07, 2025
img
পুত্রসন্তানের মা হলেন ক্যাটরিনা কাইফ Nov 07, 2025
img
বর্তমান পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগ ৪ টি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে: গোলাম মাওলা রনি Nov 07, 2025
img
কোন সেলিব্রেটির বাগদানের আংটি সবচেয়ে দামী? Nov 07, 2025
img
ভোটের রাজনীতিতে প্রতিটি মানুষের ভোট মূল্যবান : জাহেদ উর রহমান Nov 07, 2025
img
শ্রীলীলার ক্যারিয়ারে নতুন মোড় ‘পরাশক্তি’ Nov 07, 2025
img
জাল নোটের উৎস অনুসন্ধানে সীমান্তে বিজিবির বাড়তি নজরদারি Nov 07, 2025
img
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির Nov 07, 2025
img
২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযানে আরও ১৮৩১ জন গ্রেপ্তার Nov 07, 2025