আগামী ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ দাবিতে রাজপথে নামতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি। গত ১৫ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে জামায়াত ৫ দফা দাবি উত্থাপন করে এবং তিন দফা কর্মসূচি প্রকাশ করে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশবাসীর প্রতি দুই দিনব্যাপী কর্মসূচিতে সাধারণ মানুষকে নেমে আসার আহ্বান জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে বিক্ষোভ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ সময় কেন্দ্রীয় ও মহানগরীর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
কেন্দ্রীয়ভাবে ঘোষিত পরবর্তী কর্মসূচি অনুযায়ী ১৯ সেপ্টেম্বর শুক্রবার বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ ও সমাবেশ হবে। এতে বিভিন্ন স্থানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য দেবেন। বরিশালে নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, রংপুরে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, চট্টগ্রামে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সিলেটে সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ, রাজশাহীতে সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, ময়মনসিংহে সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং খুলনায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ উপস্থিত থাকবেন।
জামায়াত সংশ্লিষ্ট মহানগরীর জনগণকে এসব কর্মসূচিতে ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। দলটি আরও জানিয়েছে, ঘোষিত ৫ দফা বাস্তবায়নের জন্য আগামী ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা ও উপজেলায়ও কর্মসূচি পালন করা হবে।
এমআর