অস্কারটা যদিও জেতা হয়নি, তবু পশ্চিমা বিনোদনজগতে এমি পোলারের নাম ও অবস্থান মোটেও নিষ্প্রভ নয়। অভিনয় ও কমেডিতে নিজেকে প্রথম সারির তারকায় প্রতিষ্ঠিত করেছেন। জিতেছেন প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস ও গোল্ডেন গ্লোবের মতো পুরস্কার। পেয়েছেন হলিউড ওয়াক অব ফেম সম্মানও।
সেই তারকা যখন অস্কারের সমালোচনা করেন, তখন বিষয়টা আমলে নেওয়ার মতোই। আর সমালোচনার বিষয়বস্তুও কমেডি। এমির মতে, অস্কারে বরাবরই কমেডি ছবিকে বঞ্চিত করা হয়েছে।
নিজের পডকাস্ট শো ‘গুড হ্যাং’-এ এমি পোলার বলেন, ‘প্রতিবছর অস্কারে কমেডিয়ানরা খালি হাতে ফেরেন। কেবল সিরিয়াস মানুষজন পুরস্কার পায়। এটা জঘন্য ব্যাপার। কারণ কমেডি তো সহজ কিছু নয়।’
যদিও সাম্প্রতিক সময়ে এমন কিছু ছবি অস্কারে পুরস্কৃত হয়েছে, যেগুলোতে কমেডির আঁচ রয়েছে। যেমন- গত আসরে পুরস্কৃত ‘আনোরা’ কিংবা এর আগে ‘এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স’। তবে এসব ছবিতে মূল ধারার কমেডি নেই। অস্কার মনোনয়নে অবশ্য গ্রেটা গারউইগের ‘বার্বি’ ব্যতিক্রম নজির গড়েছিল। কিন্তু ফলাফল ঘুরেফিরে একই। সেরা ছবির পুরস্কারটি জোটেনি।
এমির ওই পডকাস্টে উপস্থিত ছিলেন অভিনেত্রী অলিভিয়া কলম্যান। ২৯ আগস্ট মুক্তি পেয়েছে তাঁর অভিনীত কমেডি ছবি ‘দ্য রোজেস’। অলিভিয়াও এমির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, ‘তুমি যদি কমেডি করতে পারো, তাহলে সবকিছুই করতে পারবে। এটা আমি প্রবলভাবে বিশ্বাস করি।’
এসএস/এসএন