৭ কলেজ ইস্যুতে ফের আন্দোলনে শিক্ষার্থীরা

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে ঘিরে আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে সাত কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে। নতুন বিশ্ববিদ্যালয় গঠনের বিরোধিতা করে শিক্ষকরা আন্দোলনে নামলে, এর প্রতিবাদে শিক্ষার্থীরা বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজের শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেন।

সমাবেশে শিক্ষার্থীরা দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ অধ্যাদেশ জারির দাবি জানান। একই সঙ্গে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে স্লোগান দেন তারা। স্লোগানে শোনা যায় “শিক্ষা না সিন্ডিকেট, শিক্ষা শিক্ষা”, “অধ্যাদেশ জারি করো, শিক্ষা সিন্ডিকেট মুক্ত করো”, “শিক্ষা নিয়ে টালবাহনা, চলবে না চলবে না”, “সিন্ডিকেটের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন” ইত্যাদি।

শিক্ষার্থীদের অভিযোগ, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নতুন বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়া যখন চূড়ান্তের পথে, তখন কিছু শিক্ষা ক্যাডার কর্মকর্তা চাকরিবিধি ভঙ্গ করে আন্দোলনে নেমেছেন।

তারা সরকারের পদক্ষেপ ব্যাহত করার চেষ্টা করছেন। শিক্ষার্থীরা এসব কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও দাবি তোলেন।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা আন্দোলনের সঙ্গে জড়িত ঢাকা কলেজের শিক্ষার্থী আবদুর রহমান বলেন, “শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনের ফলেই সরকার নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। অধ্যাদেশ জারি হলেই এটি স্বাধীন কাঠামো পাবে। অথচ শেষ মুহূর্তে কিছু কর্মকর্তা উসকানি দিচ্ছেন। শিক্ষার্থীরা এই অপতৎপরতা প্রতিহত করবে।” তিনি দ্রুত অধ্যাদেশ জারি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের শাস্তির আওতায় আনার আহ্বান জানান।

এর আগে বুধবার (১৭ সেপ্টেম্বর) সাত কলেজে কর্মরত শিক্ষা ক্যাডারের শিক্ষকরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে স্বতন্ত্র কাঠামোয় রূপান্তরের প্রতিবাদে ইউজিসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা কমিটির ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে আহ্বায়ক ও ইডেন মহিলা কলেজের অধ্যাপক মাহফিল আরা বেগম বলেন, “অধিভুক্তি বাতিলের পর নতুন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালুর প্রস্তুতি চলছিল। কিন্তু হঠাৎ সংবাদমাধ্যমে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের খবর প্রকাশিত হয়। এটি কলেজগুলোর সক্ষমতা সংকোচন ও শতবর্ষের ঐতিহ্য ধ্বংস করবে।”

তিনি আরও বলেন, এ উদ্যোগ জাতীয় শিক্ষানীতি ২০১০-এর পরিপন্থি। নীতিতে যেখানে অবকাঠামো উন্নয়ন, গ্রন্থাগার ও ল্যাব সমৃদ্ধকরণ এবং উচ্চশিক্ষার প্রসারের কথা বলা হয়েছে, সেখানে উল্টো কলেজগুলোকে সীমাবদ্ধ করা হচ্ছে। তাই তারা অধিভুক্ত কলেজ কাঠামো বজায় রাখার পক্ষে এবং স্বতন্ত্র ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিরোধিতা করেন।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
১১ বছর পর ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন Sep 18, 2025
img
পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াতে ইসলামীর সমাবেশ শুরু Sep 18, 2025
img
নেপালের নতুন প্রধানমন্ত্রীকে ফোন দিলেন মোদি Sep 18, 2025
img
করণের প্রস্তাব ফিরিয়ে দিলেন কাজল কন্যা, মা বললেন ‘সিদ্ধান্ত ওর’ Sep 18, 2025
img
মনে হচ্ছে, লন্ডন থেকেই বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ হচ্ছে : গোলাম মাওলা রনি Sep 18, 2025
img
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৯০০ পরিবারের পাশে বাংলাদেশি সেবা সংস্থা Sep 18, 2025
img
নতুন ছবিতে খোলামেলা দৃশ্যে অভিনয় করবেন স্বস্তিকা, রেখেছে শর্ত Sep 18, 2025
img
উৎসবমুখর পরিবেশে এ বছর শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে: ডিএমপি কমিশনার Sep 18, 2025
img
একদিনে ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ৬৪৭ Sep 18, 2025
img

সৌদি-পাকিস্তান চুক্তি

প্রতিরক্ষা চুক্তি ছাড়া মুসলিম দেশগুলোর আর কোনো উপায় নেই : আসিফ নজরুল Sep 18, 2025
img
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল মিশা সওদাগরের মৃত্যুর গুজব Sep 18, 2025
img
ইসি সচিবালয় ও নির্বাচন কর্মকর্তা অধ্যাদেশের খসড়া অনুমোদন Sep 18, 2025
img
অনুষ্কার অরুন্ধতী ফিরছে নতুন রিমেকে, থাকছে শ্রীলীলা Sep 18, 2025
img
শেখ হাসিনার মামলায় নাহিদ ইসলামের পরবর্তী জেরা রোববার Sep 18, 2025
img
নির্বাচনে অবহেলা করলে জবাবদিহি: প্রেস সচিব Sep 18, 2025
img
সেই ফেলানীর ছোট ভাই যোগ দিলেন বিজিবিতে Sep 18, 2025
img
মাত্র ৭ মাসেই বিবাহ বিচ্ছেদ! Sep 18, 2025
img
অজনপ্রিয় সরকার যেকোনো সময়ই অজুহাত তৈরি করতে পারে: মাসুদ কামাল Sep 18, 2025
img
দেশের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে কৃষিখাতকে আরও শক্তিশালী করতে হবে: গভর্নর Sep 18, 2025
img
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ অক্টোবর : ইসি সচিব Sep 18, 2025