বছরের অন্যতম আলোচিত মালয়ালম গ্যাংস্টার ড্রামা ‘মার্কো’ এবার ফিরছে নতুন রূপে। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি শতকোটি রুপির বেশি ব্যবসা করেছিল, অথচ টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মে নিষিদ্ধ হয়ে যায় অতিরিক্ত সহিংস দৃশ্যের কারণে। এবার সেই ছবির সিক্যুয়েলের প্রস্তুতি শুরু করেছে প্রযোজনা সংস্থা কিউবস এন্টারটেইনমেন্টস। নতুন শিরোনাম নিবন্ধিত হয়েছে ‘লর্ড মার্কো’।
তবে এবার আর দেখা যাবে না উননি মুকুন্দনকে। অভিনেতা আগেই ঘোষণা দিয়েছিলেন, বিতর্ক ও নেতিবাচকতার কারণে তিনি এই সিক্যুয়েলের অংশ হচ্ছেন না। কিন্তু পরিচালক হানিফ আদেনি ও প্রযোজক শরিফ মুহাম্মদ পিছিয়ে যাচ্ছেন না। তাদের আস্থা, গল্পের ভেতরে এমন সম্ভাবনা আছে যা দিয়ে সহজেই বড়সড় এক ইউনিভার্স গড়ে তোলা যাবে।
এখন ভক্তদের কৌতূহল, কে হবেন নতুন ‘মার্কো’? নির্মাতারা এখনও মুখ খোলেননি কাস্টিং নিয়ে। তবে শিরোনাম নিবন্ধনের খবরেই স্পষ্ট, সিক্যুয়েল নিয়ে তারা সিরিয়াস এবং বড় কিছু পরিকল্পনা করছেন। শিগগিরই কাহিনি ও নায়কের আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে।
এসএন