বিশ্বজুড়ে ভক্তদের তুমুল প্রতিক্রিয়ার পর অবশেষে আরিয়ানা গ্র্যান্ডে তাঁর বহুল প্রতীক্ষিত ইটার্নাল সানশাইন ট্যুরে নতুন পাঁচটি তারিখ যুক্ত করেছেন। টিকিট বিক্রিতে ভক্তদের ক্ষোভ, অতিরিক্ত দামে পুনর্বিক্রি এবং অনলাইনে ব্যাপক আলোচনা-সবকিছুর মাঝেই গায়িকা ঘোষণা করলেন লন্ডনের ওটু অ্যারেনায় অতিরিক্ত শো।
আগামী ২০২৬ সালের ২৪, ২৭, ২৮, ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর তিনি মঞ্চ মাতাবেন লন্ডনে। এর আগে শহরটিতে কয়েকটি শো আগেই ঘোষণা করা হয়েছিল। ইনস্টাগ্রামে শেয়ার করা নতুন পোস্টারে তিনি লিখেছেন-“আমাদের ছোট্ট ট্যুর এখন আর ছোট নেই, সব তারিখ ঘোষণা হয়ে গেছে। তোমাদের ভালোবাসি।”
এই ট্যুর শুরু হবে আগামী ১৬ জুন, লস অ্যাঞ্জেলেস থেকে। এরপর যুক্তরাষ্ট্রের বিভিন্ন বড় শহর যেমন অস্টিন, আটলান্টা, ব্রুকলিন ও বোস্টনেও আয়োজন করা হবে একের পর এক কনসার্ট।
গত সপ্তাহান্তে আরিয়ানা ভক্তদের সঙ্গে টিকিট কেলেঙ্কারি নিয়ে সরাসরি কথা বলেন। টিকিটমাস্টারে মুহূর্তের মধ্যেই টিকিট শেষ হয়ে যায় এবং পরবর্তীতে দ্বিগুণ দামে পুনর্বিক্রি হতে থাকে। বিষয়টি ভক্তদের ক্ষুব্ধ করে তোলে। আরিয়ানা নিজেও এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন, তবে একই সঙ্গে ভক্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
সব মিলিয়ে এবারের ইটার্নাল সানশাইন ট্যুর এখন শুধু একটি সংগীত সফর নয়, বরং আরিয়ানা গ্র্যান্ডের ভক্তদের সঙ্গে সম্পর্ককে আরও গভীর করার এক বিশেষ মুহূর্তে রূপ নিতে যাচ্ছে।
টিকে/