রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, জামায়াতের সুরে কথা বলতে গিয়ে দুইটি নির্বাচন থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) বাদ পড়ে গেছে। সারা দেশে এটা প্রমাণিত হলো- এনসিপি ও বাগছাসের আসলে কিছু নেই। তাদের কোনো অস্তিত্ব নেই।
নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, যারা ছাত্রদের পক্ষে দুদিন আগে বলতেন, তারা এখন ছাত্রদের নানা রকমের সমালোচনা করছেন। এই একটা গোষ্ঠী যেমন তাদের ব্যবহার করেছে, আরেকটা গোষ্ঠী তাদের সমীহ করে চলতে গিয়ে নিজেদের রাজনীতিটা না করে এদের বিপদে ফেলেছে। এরা (ছাত্ররা) নিজেরাও এর-ওর সঙ্গে মিলেমিশে এর-ওর বিরোধিতা করে নিজেরাও বিপদে পড়েছে।
জিল্লুর রহমান বলেন, যে শক্তিকে অনেকেই চাইছিলেন না দেশের ভাবমূর্তির স্বার্থে, দেশের জন্মের যে অঙ্গীকার, সেই অঙ্গীকারকে পূরণ করবার স্বার্থে, রাজনীতিতে খুব একটা যাদের জন্য সম্ভাবনা ছিল না, তারা এখন ক্রমশ সম্ভাবনাময় হচ্ছেন।
দেশের জন্য এটা ভালো কি খারাপ, সেটা ভবিষ্যৎই বলবে। তবে যদি খারাপ হয়, এর দায় আওয়ামী লীগকে নিতে হবে। কারণ আওয়ামী লীগ কখনোই অন্য কোনো গণতান্ত্রিক শক্তিকে স্পেস দিতে চায়নি। বিএনপিকে তারা স্পেস দিতে চায়নি। দিলে হয়তো পরিস্থিতিটা এ রকম জায়গায় দাঁড়াত না।
এসএস/এসএন