আমরা জোর করে নয়, জনগণের ভোটের মাধ্যমেই সরকার গঠন করতে চাই- এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি বলেন, নারী অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচনকে সামনে রেখে নারী ভোটারদের ঐক্যবদ্ধ হতে হবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ফুটবল মাঠে উপজেলা মহিলা দল আয়োজিত মহিলা সমাবেশে তিনি এসব কথা বলেন।
তালা উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন নেছা মিনির সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমানের সঞ্চালনায় সমাবেশের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। সমাবেশে প্রধান বক্তা ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ।
এবি/এসএস