টলিউডে আবারও জমতে চলেছে আক্কিনেনি পরিবারের মহাসংযোগ। এক দশক আগে মানাম ছবিতে নাগার্জুনা, নাগা চৈতন্য ও আখিল আক্কিনেনিকে একসঙ্গে বড়পর্দায় দেখে আনন্দে ভেসেছিল দর্শকরা। এবার শোনা যাচ্ছে, নাগার্জুনার শততম ছবি কিং১০০-তে আবারও একসঙ্গে দেখা মিলতে পারে বাবা ও দুই ছেলের।
ছবিটি পরিচালনা করছেন রা কার্তিক। গল্পে থাকবে গ্রামীণ আবহ, অ্যাকশন আর পারিবারিক আবেগের সংমিশ্রণ। মূল চরিত্রে থাকছেন নাগার্জুনা, তবে চৈতন্য ও আখিলের উপস্থিতি নাকি বিশেষ আবেগময় মুহূর্ত তৈরি করবে। টলিউড মহলে জোর গুঞ্জন, দুই ছেলের ক্যামিও এই ছবিকে ভক্তদের কাছে আরও স্মরণীয় করে তুলবে।
বর্তমানে নাগার্জুনা ব্যস্ত বিগ বস তেলেগু ৯-এর সঞ্চালনায়। অনুষ্ঠান শেষ হলেই তিনি মন দেবেন এই বড় প্রজেক্টে। এর আগে কুবেরা ও কুলি ছবিতে শক্তিশালী অভিনয় দিয়ে দর্শককে মুগ্ধ করেছেন তিনি। তবে কিং১০০ হবে তাঁর পূর্ণাঙ্গ নায়ক হিসেবে প্রত্যাবর্তনের ছবি, আর সেটিই ভক্তদের কাছে বাড়তি আবেগ যোগ করছে।
যদি সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, তবে কিং১০০ শুধু নাগার্জুনার ক্যারিয়ারের মাইলফলকই নয়, আক্কিনেনি পরিবারের উত্তরাধিকারেরও বড় উদযাপন হয়ে উঠবে।
এমকে/এসএন