অভিনেত্রী আনুশকা শেঠির বহুল আলোচিত ছবি ঘাটি এবার আসছে ওটিটিতে। কৃষ জগারলামুড়ির পরিচালনায় নির্মিত এই অ্যাকশন-ক্রাইম ড্রামা ২ অক্টোবর থেকে দেখা যাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে।
প্রেক্ষাগৃহে মুক্তির সময় ছবিটি একাধিক বড় বাজেটের ছবির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পড়ে, ফলে ব্যবসায়িক সাফল্য পায়নি। যদিও তারকাখচিত কাস্টে ছিলেন বিক্রম প্রভু, জগপতি বাবু, জিশু সেনগুপ্ত, রবিদ্র বিজয় ও জন বিজয়ের মতো অভিনেতারা, তারপরও বক্স অফিসে ব্যর্থ হয় ছবিটি।
পূর্বঘাট পর্বতমালার প্রান্তিক জনগোষ্ঠীর শোষণ ও অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের গল্প নিয়ে তৈরি এই সিনেমা সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল। তবে আনুশকা শেঠির দুর্দান্ত উপস্থিতি এবং শক্তিশালী অভিনয় প্রশংসা কুড়িয়েছিল সবার।
যদিও প্রেক্ষাগৃহে যাত্রা আশানুরূপ হয়নি, নির্মাতারা ওটিটি প্ল্যাটফর্মে রেকর্ডমূল্যে ছবিটির ডিজিটাল স্বত্ব বিক্রি করেছেন। এটাই আনুশকা শেঠির ক্যারিয়ারে সর্বোচ্চ ওটিটি সেল। ফলে স্ট্রিমিং প্ল্যাটফর্মে ছবিটি নতুন দর্শক পাবে এবং সম্ভবত প্রেক্ষাগৃহে পাওয়া না-পাওয়ার ক্ষতি কাটিয়ে উঠবে।