চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে ঘিরে ১০টি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। আসন্ন ১২ অক্টোবরের চাকসু ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা প্যানেল ঘোষণা করে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণ ও জমাদান শেষ হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে চলে রাজনৈতিক , সামাজিক সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীদের প্যানেল ঘোষণার কাজ।
ছাত্রদলের প্যানেল:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি হিসেবে শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, জিএস মো. শাফায়াত হোসেন, এজিএস পদে আইয়ুবুর রহমান তৌফিক নির্বাচন করবেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির এ প্যানেল ঘোষণা করেন।
ছাত্রশিবিরের প্যানেল:
চাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ ঘোষণা করেছে। এতে ভিপি হিসেবে কেন্দ্রীয় ছাত্রশিবিরের কার্যকরী সদস্য ইব্রাহিম হোসেন রনি, জিএস ইতিহাস বিভাগের সাঈদ বিন হাবিব, এজিএস পদে ফাইন্যান্স বিভাগের সাজ্জাদ হোসাইন মুন্না নির্বাচন করবেন।
ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন। এতে ভিপি পদে আব্দুর রহমান রবিন, জিএস পদে আব্দুর রহমান ও এজিএস পদে আমিনুল ইসলাম রাকিব নির্বাচন করবেন।
বাম সংগঠনগুলোর প্যানেল:
চাকসু নির্বাচনে বাম সংগঠনগুলোর প্যানেল ‘বৈচিত্রের ঐক্য’ প্রায় ১০টি সংগঠন একত্রে এই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি পদে আছেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ধ্রুব বড়ুয়া, জিএস পদে পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা, এজিএস পদে বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি জশদ জাকির।
স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেল:
জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারির নেতাকর্মীদের সমন্বয়ে চাকসু নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ নামে একটি প্যানেল ঘোষণা করে। এতে ভিপি পদে আছেন বাগছাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরবি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মাহফুজুর রহমান, জিএস পদে ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রশিদ দিনার এবং এজিএস পদে জান্নাতুল ফেরদৌস নির্বাচন করবেন।
স্বতন্ত্র শিক্ষার্থী জোট প্যানেল:
চাকসু নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী জোট’ নামে আরেকটি প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি হিসেবে আছেন স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসির (স্যাড) সদস্য সচিব আবির বিন জাবেদ, জিএস পদে আছেন পদার্থবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী চৌধুরী তাসনিম জাহান শ্রাবন এবং এজিএস পদে আছেন পলাশ দে।
সার্বভৌম শিক্ষার্থী ঐক্য প্যানেল:
অরাজনৈতিক শিক্ষার্থীদের নিয়ে ‘সার্বভৌম শিক্ষার্থী ঐক্য’ নামে একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি পদে তাওসিফ মুত্তাকি চৌধুরী, জিএস সাজ্জাদ হোসেন এবং এজিএস পদে সাইদ মোহাম্মদ মুশফিক হাসান মনোনয়ন পেয়েছেন।
অহিংস শিক্ষার ঐক্য প্যানেল:
সুফিবাদি আদর্শে বিশ্বাসি ‘অহিংস শিক্ষার ঐক্য’ নামে একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি হিসেবে আছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফরহাদুল ইসলাম, জিএস পদে ইয়াসিন উদ্দিন সাকিব এবং এজিএস পদে শহীদুল ইসলাম শাহেদ।
দ্রোহ পর্ষদ প্যানেল:
চাকসু নির্বাচনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জোট প্যানেল ‘দ্রোহ পর্ষদ’। এতে ভিপি পদে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক ঋজুলক্ষ্মী অবরোধ, জিএস পদে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ইফাজ উদ্দিন আহমদ ইমু এবং এজিএস পদে লড়বেন ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক শেখ জুনায়েদ কবির।
ছাত্র অধিকার পরিষদ:
চাকসু নির্বাচনে ‘চাকসু ফর র্যাপিড চেইঞ্জ’ নামে প্যানেল ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ। এতে ভিপি হিসেবে ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক ও ইলেক্ট্রিকাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তামজীদ উদ্দিন, জিএস পদে ইসলামী ছাত্র মজলিসের চবি সভাপতি সাকিব মাহমুদ রুমী, এজিএস পদে ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব রোমান রহমান নির্বাচন করবেন।
এর আগে, মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিন পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের চবি শাখার নেতা-কর্মীরা। এদিকে চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণ ও জমাদানের সময় শেষ হয়। রাত ৮টায় শেষ হয় মনোনয়নপত্র জমাদানের সময়। মনোনয়নপত্র সংগ্রহ করে ১ হাজার ১৬২ জন প্রার্থী। জমা পড়ে ৯৩১ প্রার্থীর মনোনয়ন। জমা পড়েনি ২৩১টি মনোনয়ন।
নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
এসএস/এসএন