বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। আর প্রতিটি ভোটের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে পিআর পদ্ধতির বিকল্প নেই।’
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল মহানগর জামায়াত আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মুজিবুর বলেন, ‘দেশের মানুষ এমন একটি নির্বাচন চায় যাতে তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে। প্রত্যেকটি ভোটের মূল্যায়নের একমাত্র উপায় হলো পিআর পদ্ধতি। এ বিষয়ে গড়িমসি না করে প্রয়োজনে গণভোটের মাধ্যমে জনমত যাচাই করা উচিত।’
তিনি আরো বলেন, ‘প্রশাসনের ভেতরে এখনো ফ্যাসিস্টদের দোসররা ঘাপটি মেরে আছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য তাদের সরিয়ে প্রয়োজনীয় সংস্কার জরুরি। জাতীয় পার্টিসহ যে-সব রাজনৈতিক দল ফ্যাসিবাদের সহযোগী হিসেবে কাজ করেছে, তাদেরও বিচারের আওতায় আনতে হবে।’
জামায়াতের এই নেতা বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এরপরেই নির্বাচন হতে পারে। একই সঙ্গে ফ্যাসিস্ট ও তাদের সহযোগীদের বিচার নিশ্চিত করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।’
এর আগে শহরের ফজলুল হক অ্যাভিনিউতে অনুষ্ঠিত সমাবেশে জামায়াতের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিলের মাধ্যমে যোগ দেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
কেএন/টিকে