জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়া জানিয়েছেন, এই মাসের জাতিসংঘের বৈঠকে জাপান ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা করছে না।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
তিনি আরও জানিয়েছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ক্ষেত্রে এখনও পরিষ্কারভাবে কিছু বলা যাচ্ছে না। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।
জাপান গাজা যুদ্ধে ইসরায়েলের কার্যক্রমকে নিয়ে একটি সূক্ষ্ম সমঝোতার পথে চলার চেষ্টা করছে, যেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহকারী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভারসাম্য বজায় রাখার প্রচেষ্টা করা হচ্ছে।
এমআর/টিকে