‘জেন-জি’ কিশোর তরুণের ডাকে সরকারবিরোধী আন্দোলনে তোপের মুখে পদত্যাগের ১০ দিন পর শুক্রবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশ্যে এসেছেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। মন্তব্য করেছেন, নেপালের সরকার কখনও বিক্ষোভকারীদের গুলি করতে পুলিশকে নির্দেশ দেয়নি। এছাড়াও বিক্ষোভে প্রাণ হারানোদের প্রতি শোক প্রকাশ করেছেন ওলি।
তবে, ক্ষমতাচ্যুতের পর হঠাৎ প্রকাশ্যে এসে এমন মন্তব্য এবং দুঃখ প্রকাশ করা ইংরেজি বাগধারা ‘ক্রোকোডাইল টিয়ারস’ কিংবা মায়া কান্না হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ওলি অভিযোগ করেছেন, তার পদত্যাগের পর সিংহদুরবারে আগুন জ্বালানো হয়েছে, নেপালের মানচিত্র পুড়ানো হয়েছে এবং দেশের পরিচয় মুছে ফেলার চেষ্টা করা হয়েছে।
তিনি বলেন, ‘সকল প্রতিষ্ঠান, আদালত, ব্যবসা, রাজনৈতিক দল ও নেতাদের বাড়ি এবং ব্যক্তিগত সম্পত্তি ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘রহস্যজনক ব্যক্তিরা সহিংসতা সৃষ্টি করেছে আর প্রাণ হারিয়েছে আমাদের যুবকরা। পুলিশকে গুলি করার নির্দেশ দেয়া হয়নি। তদন্তে খুঁজে বের করতে হবে, কে স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করেছে যা পুলিশের কাছে ছিল না।’
উল্লেখ্য, নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধে সরকারের ব্যর্থ চেষ্টা রূপ নিয়েছে গণআন্দোলনে। বিক্ষোভের মুখে আর ১৯ জনের মৃত্যুর ঘটনার পর গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পদত্যাগ করেছিলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
ইএ/টিকে