প্রায় আট মাস ধরে আফগানিস্তানে কারাবন্দি থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন এক ব্রিটিশ দম্পতি। ৮০ বছর বয়সী পিটার রেনল্ডস ও তার স্ত্রী ৭৬ বছর বয়সী বারবি রেনল্ডসকে গত ফেব্রুয়ারি মাসে আটক করেছিল তালেবান। কাতারের মধ্যস্থতায় তাদের মুক্ত করা হয়। মুক্তির পর তারা প্রাথমিক চিকিৎসার জন্য কাতারে যাবেন এবং সেখান থেকে যুক্তরাজ্যে ফিরবেন।
তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বলেন,‘আফগানিস্তানের আইন ভঙ্গ করার দায়ে আটক ব্রিটিশ নাগরিক পিটার ও বারবি রেনল্ডস, বিচারিক প্রক্রিয়ার পর আজ মুক্তি পেয়েছেন।’তিনি আরও জানান, তালেবান সরকার বিদেশি নাগরিকদের বিষয়গুলোকে রাজনৈতিক বা লেনদেনমূলক দৃষ্টিকোণ থেকে দেখে না। বালখি নিশ্চিত করেছেন, এই দম্পতিকে যুক্তরাজ্যের বিশেষ প্রতিনিধি রিচার্ড লিন্ডসের কাছে হস্তান্তর করা হয়েছে।
রেনল্ডস দম্পতি ১৯৭০ সালে কাবুলে বিয়ে করেছিলেন এবং প্রায় দুই দশক ধরে আফগানিস্তানে শিক্ষামূলক কার্যক্রম চালাচ্ছিলেন। পরবর্তীতে তারা আফগান নাগরিকত্বও পান। তবে ফেব্রুয়ারিতে বামিয়ান প্রদেশে তাদের বাড়িতে ফেরার পথে কেন তাদের আটক করা হয়েছিল, সে বিষয়ে তালেবান কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা দেয়নি।
পরিবারের দাবি, বন্দি অবস্থায় তাদের স্বাস্থ্যের অবনতি হয়। পিটার রেনল্ডস খিঁচুনি এবং বারবি অ্যানিমিয়া ও পুষ্টিহীনতায় ভুগছিলেন। ছয় সপ্তাহ পর্যন্ত তাদের একটি বেসমেন্টের অন্ধকার কক্ষে আটকে রাখা হয়েছিল বলেও অভিযোগ করে পরিবার। তবে তালেবানের দাবি, বন্দিদের পর্যাপ্ত চিকিৎসা দেয়া হয়েছে এবং তাদের মানবাধিকারের প্রতি সম্মান জানানো হয়েছে।
উল্লেখ্য, যুক্তরাজ্য সরকার তালেবানকে এখনো স্বীকৃতি দেয়নি এবং কাবুলে তাদের দূতাবাসও বন্ধ রয়েছে।
সূত্র- বিবিসি
ইএ/টিকে