বিএনপি নেতাকর্মীরা পূজামণ্ডপ পাহারা দেবে বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় তারা মনে করত হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা তাদের লোক। কিন্তু আমরা মনে করি তারা এদেশের লোক।’
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আসন্ন শারদীয় দূর্গাপূজা ২০২৫ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিতকল্পে ব্রাহ্মণবাড়িয়া শহরের কেন্দ্রীয় মন্দির শ্রীশ্রী আনন্দময়ী কালী বাড়ী মন্দিরে পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শ্যামল বলেন, ‘আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আগামী দুর্গাপূজা আপনারা নির্বিঘ্নে করবেন। আমরা আপনাদের পাশে থাকব। বিগত দিনে যেভাবে ছিল, সেই ধারাবাহিকতায় আমরা ইতিমধ্যে আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল নিয়ে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা একটি টাস্কফোর্স গঠন করব। আমাদের টাস্কফোর্সের মাধ্যমে আপনাদের পাশাপাশি আমাদের দলের লোক বিভিন্ন পূজা মণ্ডপে পাহারা দেবে।
একই সঙ্গে আমরা যারা পূজা মণ্ডপের দায়িত্বে আছেন, তাদের অনুরোধ জানাব আপনারা প্রতিটি পূজা মণ্ডপকে সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণে আনবেন। কোনো পূজামণ্ডপ যেন সিসি ক্যামেরার বাইরে না যায়। কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন নাসিরনগরে একটি স্বার্থন্বেষী মহল বিভিন্ন ধর্মীয় স্থাপনায় আঘাত করে একটা ফায়দা লুটতে চেয়েছিল।’
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক পলাশ ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে, বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি বর্তমান জেলা বিএনপির কমিটির ১নম্বর সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, জহিরুল হক খোকন, সহ-সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম, এবিএম মমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সদর উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম খান রুমা, সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, ব্রাহ্মণবাড়িয়া আনন্দময়ী কালী বাড়ি পরিচালনা পরিষদের ট্রাস্টি, আশীষ পাল, জেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক স্বপন দেব, অ্যাডভোকেট প্রণব কুমার দাস উত্তম, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতনান্তি দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
কেএন/টিকে