এই মৌসুমে রেয়াল মাদ্রিদের প্রথম পাঁচ ম্যাচের সবকটিতে শুরু থেকে খেলেছেন কিলিয়ান এমবাপে। দলের হয়ে সবচেয়ে বেশি ছয়টি গোলও করেছেন তিনি। তবে কোচ শাবি আলোন্সো বলছেন, এমন সময় আসবে যখন এই ফরাসি ফরোয়ার্ডকেও শুরুর একাদশে দেখা যাবে না। দলের সবাইকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলাতে চান তিনি।
মৌসুমে বেশ কয়েকবার ভিনিসিউস জুনিয়রের জায়গায় রদ্রিগোকে বাঁ উইংয়ে শুরুর একাদশে খেলিয়েছেন আলোন্সো। শুধু এমবাপেরই শুরুর একাদশে থাকার নিশ্চয়তা আছে কি না, এমন প্রশ্নে শুক্রবার সংবাদ সম্মেলনে নিজের পরিকল্পনা তুলে ধরেন রেয়াল কোচ।
“আমাদের অনেক ম্যাচ আছে এবং আমি নিশ্চিত যে, এমন ম্যাচও আসবে, যেখানে সে (এমবাপে) শুরুর একাদশে থাকবে না। তাকে এটা স্বাভাবিকভাবে মেনে নিতে হবে। কিলিয়ান খুবই গুরুত্বপূর্ণ একজন, কিন্তু এমন কিছু দিন আসবে, যখন সে শুরু থেকে নাও খেলতে পারে। আমরা কেবল পাঁচটি ম্যাচ খেলেছি, সিদ্ধান্তে পৌঁছাতে আমাদের অপেক্ষা করতে হবে।”
গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে মার্সেইয়ের বিপক্ষে দলের ২-১ গোলে জয়ের ম্যাচে একাদশে জায়গা না পেয়ে অসন্তুষ্ট ছিলেন ভিনিসিউস। একাদশে রাখা হয়েছিল রদ্রিগোকে, ৬৩তম মিনিটে বদলি নামানো হয়েছিল ভিনিসিউসকে।
আলোন্সো জানান, শুক্রবার অনুশীলন সেশনে ভিনিসিউসের সঙ্গে তিনি কথা বলেছেন এবং সবকিছু ভালোই মনে হয়েছে তার। লা লিগায় শনিবার ঘরের মাঠে এস্পানিওলের মুখোমুখি হবে রেয়াল। প্রথম চার ম্যাচের সবকটি জিতে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে তারা।
এসএস/টিএ