সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি ইরফান পাঠানের কুকুরের মাংস সংক্রান্ত সাক্ষাৎকারকে মিথ্যা বলে উল্লেখ করেছেন। আফ্রিদি পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, পাঠানের গল্প বানানো এবং তিনি কখনোই এমন কিছু ঘটাননি। আফ্রিদি দাবি করেন, ইরফান পাঠান শুধুমাত্র নিজেকে ‘মহান ভারতীয়’ প্রমাণ করার জন্য এই ধরনের মিথ্যা কথা বলেছেন।
গত আগস্টে ভারতের সংবাদমাধ্যম লাল্লানটপকে দেওয়া এক সাক্ষাৎকারে পাঠান একটি ঘটনা স্মরণ করেন যা ভারতের ২০০৬ সালের পাকিস্তান সফরের সময় বিমানে ঘটেছিল। পাঠানের দাবি, আফ্রিদি তাকে ছোট করে দেখিয়েছিলেন তার চুল ছোঁয়া এবং আব্দুল রাজ্জকের উপস্থিতিতে তাকে ‘কিড’ বলে সম্বোধন করেছিলেন।
পাঠান সাক্ষাৎকারে বলেছিলেন, “তিনি (আফ্রিদি) আমাকে জিজ্ঞেস করেছিলেন, ‘কেমন আছো, কিড?’ আমি বললাম, তুমি কখন আমার বাবা হয়ে গেলে?” পাঠান আরো বলেন, “আমি রাজ্জাককে জিজ্ঞেস করেছিলাম, পাকিস্তানিরা কোন ধরনের মাংস খায়, এবং কুকুরের মাংস পাওয়া যায় কি না। রাজ্জাক অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ‘হে ইরফান, তুমি এটা কেন জিজ্ঞেস করছ?’ আমি উত্তর দিলাম, ‘তিনি (আফ্রিদি) কুকুরের মাংস খেয়েছেন, তাই এতক্ষণ ধরে ঘেউ ঘেউ করছেন। এরপর আফ্রিদি কিছু বলতে পারলেন না।
যদি কিছু বলতেন, আমি বলতাম, ‘দেখো, তিনি আরো বেশি ঘেউ ঘেউ করছেন।’” আফ্রিদি এই মন্তব্যের জবাবে বলেন, এটি মিথ্যা এবং পাঠান কেবল নিজেকে একজন মহান ভারতীয় প্রমাণ করার জন্য এই ধরনের কথা বলছেন। আফ্রিদি অভিযোগ করেন, পাঠান পাকিস্তানি ক্রিকেটারদের কটাক্ষ ছাড়া নিজেকে ভারতীয় প্রমাণ করতে জানেন না।
আফ্রিদি বলেন, ‘আমি সেই মানুষকে পুরুষ মনে করি যারা মুখোমুখি কথা বলতে পারে এবং চোখে চোখে তাকাতে পারে। তিনি সবসময় পেছন থেকে কথা বলেন। তিনি যদি মুখোমুখি কথা বলতেন, আমি অবশ্যই জবাব দিতাম। এই মিথ্যার জবাব আমি কীভাবে দিই?’
তিনি আরো বলেন, ‘আমি মনে করি, তিনি প্রমাণ করতে চাইছেন যে তিনি একজন মহান ভারতীয় এবং আমি পাকিস্তানিদের বিপক্ষে আছি। সারাজীবন তাকে এটি প্রমাণ করতে হবে, আপনি দেখবেন।’
এসএস/টিএ