নানা নেতিবাচক আলোচনা হলেও বর্তমান বাংলাদেশ দলের স্পিরিট মনে ধরেছে আমিনুল ইসলাম বুলবুলের। এশিয়া কাপের সুপার ফোরের প্রথম লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ কিছু করবে টাইগাররা, এমনটাই প্রত্যাশা তার। যদিও আফগানিস্তান ম্যাচে এক বোলার কম খেলানো নিয়ে কিছুটা অসন্তুষ্টি আছে বুলবুলের।
এদিকে, সুপার ফোরের ম্যাচে রান রেট কিংবা অন্য কোনো বিষয় নয়, সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের মতে জয় পাওয়াটাই হবে মুখ্য।
এবারে এশিয়া কাপের আগে টাইগারদের প্রস্তুতিতে বড় স্বপ্ন দেখেছে বাংলাদেশ। তবে, হংকং ম্যাচে ভুল সিদ্ধান্তের পর, শ্রীলঙ্কার কাছে হারে ভাটা পড়ে সেই স্বপ্নে। যদিও সেই দলটাই এখন সুপার ফোরে। তবুও নেতিবাচক কথা চারদিকে। সামাজিক মাধ্যমে চলছে ঠাট্টা, শ্রীলঙ্কার কাঁধে ভর করেই টাইগাররা সেরা চারে। তাদের বিপক্ষে এবার প্রথম লড়াই লিটনদের।
তবে, যে যাই বলুক এ দলটা আস্থা অর্জন করেছে বিসিবি বসের। লিটনদের নিয়ে বড় স্বপ্ন দেখছেন আমিনুল ইসলাম বুলবুল।
গণমাধ্যমকে বিসিবির সভাপতি বলেন, ‘এই দলটার টিম স্পিরিট ভালো লেগেছে। এটা (টি-টোয়েন্টি) খুবই অপ্রত্যাশিত ফরম্যাট। যদি আমরা ভালো করতে পারি, এ ফরম্যাটে আমরা আরও দূরে যেতে পারব। টিম ম্যানেজমেন্ট ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করছে। আশা করছি, আপাতত চিন্তা শ্রীলঙ্কাকে নিয়েই থাকবে।’
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তান বিপক্ষে এক বোলার কম খেলানো ভুগিয়েছে বাংলাদেশকে। ম্যাচটাও হতে পারতো হাতছাড়া। গুরুত্বপূর্ণ ম্যাচে টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত ইতিবাচকভাবে দেখছেন না বুলবুল নিজেও।
তিনি বলেন, ‘গত ম্যাচে দলের সমন্বয় ছিল খুবই বেমানান। সাড়ে চারটা বোলার নিয়ে আমরা খেলেছি। তারপরও কিন্তু টিম ব্যাকআপ করেছে।’
হংকং ম্যাচে রান রেট বাড়ানোর সুযোগ হাতছাড়া করায় জটিল হয়েছিল টাইগারদের সুপার ফোরের সমীকরণ। আফগানিস্তান জিতলে হয়তো শেষই হয়ে যেত বাংলাদেশের সেরা চারে খেলার স্বপ্ন। সুপার ফোরেও রান রেট গুরুত্বপূর্ণ।
তবে সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের চোখে সব হিসাব একপাশে রেখে মূল কাজ একটাই, জয়। লঙ্কানদের কঠিন প্রতিপক্ষ্য হিসেবে দেখছেন না তিনি।
বাশার বলেন, ‘আমাদের জন্য এখন রানরেট এত মাথায় রাখার দরকার নেই। আমরা যখন সুপার ফোরে যাব, আমাদের শুধু ম্যাচ জয় নিয়ে চিন্তা করতে হবে। রানরেট কী হবে সেটা পরে দেখা যাবে।’
এবার দেখার পালা, শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই দিয়েই শুভসূচনা করতে পারে কি না টাইগাররা।
এবি/টিএ