বিশ্বকাপের টিকিটের জন্য প্রথম ধাপেই ৪৫ লাখ আবেদন

আগামী ফুটবল বিশ্বকাপ মাঠে গড়ানোর এখনও প্রায় বছরখানেক বাকি। কিন্তু টুর্নামেন্ট নিয়ে মানুষের মাঝে উত্তেজনা দানা বাঁধতে শুরু করেছে এখনই। যার প্রমাণ মিলেছে বিশ্বকাপের টিকিট নিয়ে দর্শক-সমর্থকদের তুমুল উন্মাদনাতেই। গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ফিফার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বকাপের প্রথম ধাপের টিকিট কিনতে লটারিতে আবেদন করেছে ৪৫ লাখ মানুষ।

২০২৬ এর বিশ্বকাপের টিকিট কেনার জন্য প্রথম প্রি-সেল ড্রতে আবেদন করা এই ৪৫ লাখ মানুষের বেশিরভাগই আবেদন করেছেন যুক্তরাষ্ট্র থেকে।  ভিসা ক্রেডিট কার্ডধারীদের জন্য সীমিত এই প্রিসেল সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর এক ঘোষণায় এই তথ্য জানিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

টুর্নামেন্টের অপর দুই আয়োজক দেশ মেক্সিকো ও কানাডাও টিকিট ড্রয়ের জন্য সবচেয়ে বেশি আবেদনকারীর তালিকায় ছিল। তবে দেশভিত্তিক মোট আবেদন সংখ্যা প্রকাশ করেনি ফিফা।



এই প্রি-সেল উইন্ডোতে আবেদনকারীদের মধ্যে কারা টিকিট কেনার সুযোগ পাবে তা ২৯ সেপ্টেম্বর থেকে জানানো হবে এবং ১ অক্টোবর থেকে নির্ধারিত সময়সীমার মধ্যে টিকিট কেনার সুযোগ দেওয়া হবে। ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এ প্রসঙ্গে বলেন, 'এটা শুধু অসাধারণ সংখ্যা নয়, বরং এক শক্তিশালী বার্তাও বটে। ফিফা বিশ্বকাপ ২০২৬ হবে সবচেয়ে বড়, সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক এবং সবচেয়ে রোমাঞ্চকর আসর। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বিশ্বের ছোট-বড় প্রতিটি দেশ সবখান থেকেই ভক্তরা প্রমাণ করছে ফুটবলের প্রতি আবেগ মানুষকে একত্রিত করে, আর তারা তিন আয়োজক দেশে ম্যাচ উপভোগ করার অপেক্ষায়।'

১০৪ ম্যাচের সবগুলোর টিকিট বিক্রির তালিকায় রাখা হলেও, নির্ধারিত সময়সীমা পাওয়া মানেই টিকিট নিশ্চিত নয়। প্রতিটি ম্যাচের জন্য একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি করে টিকিট কিনতে পারবেন, তবে পুরো টুর্নামেন্টে মোট ৪০টির বেশি টিকিট কেনা যাবে না।

দ্বিতীয় ধাপ, যেটি আগাম টিকিট ড্র নামে পরিচিত, শুরু হবে ২৭ অক্টোবর এবং নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের শুরু পর্যন্ত কেনার সময়সীমা চলবে। তৃতীয় ধাপ, র‍্যান্ডম সিলেকশন ড্র, শুরু হবে ৫ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে চূড়ান্ত ড্রয়ের পর যখন বিশ্বকাপের সূচি নির্ধারিত হবে। ফিফা জানিয়েছে, টুর্নামেন্ট ঘনিয়ে এলে টিকিট 'আগে আসলে আগে পাবেন' ভিত্তিতে বিক্রি হবে।

ফিফা আরও জানিয়েছে, তারা ২ অক্টোবর থেকে একটি অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্ম চালু করবে। ২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকার ১৬টি শহরে। নিউইয়র্ক সিটি থেকে অল্প দূরে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আটটি ম্যাচ হবে, যার মধ্যে ফাইনালও রয়েছে।

আগামী বিশ্বকাপের টিকিটের প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে গ্রুপ পর্বের ম্যাচের জন্য ৬০ ডলার থেকে শুরু করে ফাইনালের জন্য সর্বোচ্চ ৬,৭৩০ ডলার পর্যন্ত। তবে প্রথমবারের মতো টুর্নামেন্টে ডায়নামিক প্রাইসিং চালু হওয়ায় মূল্য পরিবর্তন করা হতে পারে। এর আগে ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপের টিকিট ছিল ২৫ থেকে ৪৭৫ ডলারের মধ্যে। কাতার বিশ্বকাপ ২০২২-এর জন্য টিকিটের মূল্য ধরা হয়েছিল ৬৯ থেকে ১,৬০৭ ডলার সমপরিমাণ।

চলতি বছরের ফিফা ক্লাব বিশ্বকাপেও ডায়নামিক প্রাইসিং ব্যবহৃত হয়। তখন মেটলাইফ স্টেডিয়ামে চেলসি বনাম ফ্লুমিনেন্স সেমিফাইনালের টিকিট ৪৭৩.৯০ ডলার থেকে কমে মাত্র ১৩.৪০ ডলারে নেমে আসে। জার্মানি, ইংল্যান্ড, ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন এবং ইতালিও প্রিসেল টিকিটের অপেক্ষমান তালিকার শীর্ষ ১০ দেশের মধ্যে ছিল। ফিফা জানিয়েছে, বিশ্বের ২১৬টি দেশ ও অঞ্চল থেকে ভক্তরা টিকিট ড্রতে আবেদন করেছে।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
কপিল শর্মা শো ও নেটফ্লিক্সকে ২৫ কোটি ক্ষতিপূরণ দাবি Sep 20, 2025
img
আ.লীগ ১৫ বছরে অর্থনীতিকে সম্পূর্ণ ফোকলা বানিয়েছে : মঈন খান Sep 20, 2025
img
বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিলো আমিরাত! Sep 20, 2025
img
ডাকসুর ভোটের দিন সকালে আমাকে ভিলেন বানালো: আবিদ Sep 20, 2025
img
সমঝোতার ভিত্তিতে পিআর ইস্যুর সমাধান মিলবে: মান্না Sep 20, 2025
img
যারা হাসিনার সঙ্গে আঁতাত করেছিল, তারা এখন ষড়যন্ত্রে লিপ্ত : সরওয়ার Sep 20, 2025
img
সরকারের সব ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিপিকে: হাসনাত Sep 20, 2025
img
আ.লীগ থেকে যারা বিএনপিতে আসতে চান, তাদের না করব না : হুম্মাম কাদের Sep 20, 2025
কুমিল্লা নয় চট্টগ্রাম বিভাগেই থাকবে ফেনীবাসী Sep 20, 2025
বিকাশ খুলতে গিয়ে অবৈধভাবে সিম হাতিয়ে নেওয়ার চেষ্টা Sep 20, 2025
img
খেলোয়াড়দের জন্য ব্যয় কমলো বার্সেলোনার, দ্বিগুণ খরচ রিয়ালের Sep 20, 2025
img
আইসিসির অভিযোগের পাল্টা জবাব দিল পাকিস্তান Sep 20, 2025
img
লিটন-হৃদয়কে সূর্যকুমারের মতো খেলার পরামর্শ দিলেন হার্শা ভোগলে Sep 20, 2025
img
মালয়ালমে নতুন চমক, প্রথমবার একই সিনেমায় টোভিনো থমাস ও নাজরিয়া নাজিম! Sep 20, 2025
img
‘শক্তি শালিনী’ তে মুখ্য চরিত্রে উঠতি তারকা অণিত পাড্ডা Sep 20, 2025
img
সুপার ফোরে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত, বিপাকে বাংলাদেশ Sep 20, 2025
img
পিআর মানে সবাই ভদ্র হয়ে যাবে এমন ভাবাটা অবাস্তব : জাহেদ উর রহমান Sep 20, 2025
img
বিশ্বকাপের টিকিটের জন্য প্রথম ধাপেই ৪৫ লাখ আবেদন Sep 20, 2025
img
ভারত হামলা করলে আমাদের পাশে থাকবে সৌদি : পাক প্রতিরক্ষামন্ত্রী Sep 20, 2025
img
শুধু কমেডি নয় 'জলি এলএলবি ৩' তুলে ধরে সাধারণ মানুষের সংগ্রামের চিত্র Sep 20, 2025